West Bengal News Live : সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- আজকের শিরোনাম
- উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর উস্কানিতেই হামলার অভিযোগ বিজেপির। ইট ছুড়লে ফুল নয়, হুঁশিয়ারি নিশীথের। বিজেপির অন্তর্দ্বন্দ্ব, পাল্টা উদয়ন।
- আসল অপরাধী কে, সবাই জানে। জীবদ্দশায় ধরা পড়বে বলে মনে হয় না। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে হতাশ খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়!
- ছাত্র ভর্তির ২১ কোটি নিয়ে একদিনেই মানিক-ঘনিষ্ঠ তাপসের সুর বদল। মানিক নয়, বোর্ডকে টাকা দেওয়ার দাবি।
- কর্মশিক্ষা, শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে সবার চাকরি। উচ্চ প্রাথমিকে শূন্য পদের তালিকা প্রকাশ করল এসএসসি। ১৪০৪জনের নিয়োগের সিদ্ধান্ত।
- কোন জাদুকাঠিতে এত সম্পত্তি? ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দিল্লিতে আজ ফের কেষ্ট-কন্যাকে ইডির তলব। নোটিস ঘনিষ্ঠ ব্যবসায়ী-সিএকেও।
- গরুপাচার মামলায় ফের সিবিআই-নজরে কেষ্ট-ঘনিষ্ঠ কেরিম। অন্যদের সঙ্গে বয়ান মেলাতে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ।
- কয়লাপাচারের তদন্তে তৎপর ইডি। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাধিপতিকে ১৪ নভেম্বর দিল্লিতে তলব। রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি তৃণমূল নেতার।
- ডেঙ্গি-তথ্য গোপনের অভিযোগে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
- বিজেপির পুরসভা অভিযানে তুলকালাম। একাধিক নেতাকর্মী আটক। তথ্য গোপনের অভিযোগ খারিজ মেয়রের। মানুষকে সচেতন হওয়ার বার্তা।
- শিক্ষার পর খাদ্য দফতর। নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পিএসসির তালিকা পেলে নিয়োগ, দাবি মন্ত্রীর।
- চাকরির নামে কুপ্রস্তাব। অডিও ভাইরাল হতেই অপসারিত তৃণমূলের পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান। বিতর্কের মুখে চক্রান্তের সাফাই।
- মৌলালির পরে এবার একবালপুর। ব্যবসায়ীর কর্মীকে অপহরণ করে ১৮ লক্ষ টাকা লুঠের চেষ্টার ছক বানচাল। ৩ পুলিশকর্মী-সহ ৬জন গ্রেফতার।
- খড়গপুর আইআইটিতে অসমের ছাত্রের রহস্যমৃত্যু। সিআইডি কিংবা সিট চায় পরিবার। এসপির রিপোর্ট কেস ডায়েরি পেশের নির্দেশ হাইকোর্টের।
- সল্টলেকের গেস্ট হাউসে যুবকের অস্বাভাবিক মৃত্যু। গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার। সংজ্ঞাহীন অবস্থায় মিলল বান্ধবী।
- সেতু-বিপর্যয়ের ৫ দিনের মাথায় গুজরাতে ভোটের দিন ঘোষণা। ১ ও ৫ ডিসেম্বরে ২ দফায় ভোট। ৮ ডিসেম্বর হিমাচলের সঙ্গেই ফল ঘোষণা।
- চেন্নাই সফরে মুখ্যমন্ত্রী। রাজ্যপালের দাদার ৮০ বছরের জন্মদিনে চাঁদের হাট। চান্ডা বাজালেন মমতা।
WB News Live : সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১
সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ তরুণীর অন্য বয়ফ্রেন্ড অরিজিৎ পাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অরিজিৎ পাত্র কোন্নগরের বাসিন্দা। রাত ১২ সময় এসি ব্লকের গেস্ট হাউসে আসে অরিজিৎ: পুলিশ।
WB Live Updates: গরুপাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিআইডি
গরুপাচার মামলায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ACJM আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিআইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের তিন ভাগ্নের নাম। পাচারের টাকা কীভাবে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে, সেই প্রসঙ্গও রয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থার জমা দেওয়া চার্জশিটে।
WB Live Updates: রাজ্য বিজেপিতেই শারীরিক নির্যাতনের অভিযোগ, জে পি নাড্ডাকে চিঠি
এবার রাজ্য বিজেপিতেই শারীরিক নির্যাতনের অভিযোগ। বিজেপির লিগ্যাল সেলের ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ আইটি সেলের কর্মীর। বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ। সিকিম ঘুরতে গিয়ে আইটি সেলের কর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ। ‘কোনওক্রমে পালিয়ে নিজেকে রক্ষা’, অভিযোগ বিজেপির আইটি সেলের কর্মীর। পোস্তা থানায় অভিযোগ দায়ের বিজেপির আইটি সেলের কর্মীর। জে পি নাড্ডাকে ই-মেল করে অভিযোগ দায়ের।
WB Live Updates: মৌলালিতে টাকা লুঠের অভিযোগে ফের গ্রেফতার কনস্টেবলকে
একবালপুরের পর, মৌলালি। টাকা লুঠের অভিযোগে ফের গ্রেফতার করা হল এক কনস্টেবলকে। তালতলায় ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল।
WB Live Updates: কুণাল ঘোষের মানহানি মামলায় হাজিরা দিতে হবে না শুভেন্দুকে
কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় আগামীকাল নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না শুভেন্দু অধিকারীকে। নিম্ন আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিরোধী দলনেতার বিরুদ্ধে ১০০টি মামলা দায়ের হলে ১০০টি আদালতেই কি হাজিরা দিতে হবে?, প্রশ্ন বিচারপতির।