West Bengal News Live Updates: ফেসবুক পোস্ট ঘিরে রণক্ষেত্র বেলডাঙা, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ
West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
কলকাতা: গরুপাচারকাণ্ডে (Cow Smuggling) সিবিআইয়ের (CBI) জালে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেন। ম্যারাথন জেরার পরে গ্রেফতার। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ।
দেহরক্ষী ধরা পড়েছে, মাথাদের খুঁজে বের করুক সিবিআই (CBI)। অনুব্রতর (Anubrata Mondal রক্ষী গ্রেফতারে দাবি বিরোধীদের। চক্রান্তের অংশ কিনা দেখতে হবে, পাল্টা তৃণমূল।
এক দশক আগে বালির তৃণমূল নেতা তপন দত্ত (Tapan Dutta) খুনের তদন্তেও সিবিআই। বিশেষ আদালতে বিচার। জানিয়ে দিল হাইকোর্ট (Kolkata High court)।
তপন দত্ত (Tapan Dutta) খুনে অভিযুক্ত, মন্তব্যে নারাজ সমবায়মন্ত্রী । যার নামে অভিযোগ, তিনিই বলতে পারবেন, বললেন কুণাল (Kunal Ghosh)।
দিল্লির (Delhi) পয়গম্বর বিতর্কের আঁচ বাংলায় (West Bengal) । হাওড়ায় জাতীয় সড়কে ১১ ঘণ্টা ধরে অবরোধে অসহনীয় দুর্ভোগ। রেহাই নেই ক্যান্সার আক্রান্তেরও!
ডোমজুড় (Domjur) থেকে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly) । ১৫ কিমি জুড়ে ১১ ঘণ্টার অবরোধ! আন্দোলকারীদের সঙ্গে সংঘর্ষে সিপি-সহ বেশ কয়েকজন পুলিশ আহত ।
ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বিজেপির (BJP) বিরুদ্ধে উস্কানির অভিযোগ। দুষ্কৃতীদের কাজ, নিয়ন্ত্রণ নেই পুলিশের, পাল্টা সুকান্ত।
বিধানসভা ভোটে হার, করোনাকেই (Corona) দায়ী করলেন নাড্ডা (JP Nadda)। ঠিক মতো প্রচার করতে পারিনি, না হলে জয় নিশ্চিত বলে দাবি। সংক্রমণ ছড়িয়েছে বিজেপিই, পাল্টা তৃণমূল।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদ্দেশ্যে অশালীন আক্রমণ। গোয়া থেকে গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy) পুলিশ হেফাজত।
হাইকোর্টের (Calcutta High court) নির্দেশের পরই ‘রঞ্জন’-রহস্যভেদে তৎপর সিবিআই (CBI)। চন্দনের নামে এফআইআর। সল্টলেকে টেট (TET) ঊত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার।
কেতুগ্রামে হাত হারানো রেণুর পাশে মমতা (CM Mamata Banerjee)।
পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় আজ উচ্চমাধ্যমিকের (Uchcha Madhyamik Result) ফলপ্রকাশ। বেলা ১২টা থেকে মিলবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট (HS Result)।
WB News Live Updates: ফেসবুক পোস্ট ঘিরে রণক্ষেত্র বেলডাঙা, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ
ফেসবুক পোস্ট ঘিরে রণক্ষেত্র বেলডাঙা। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। পরে থানার সামনে বিক্ষোভ। থানা লক্ষ্য করে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার গ্যাস। বেশ কিছুক্ষণ এলাকায় তৈরি হয় যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে কেন্দ্রের সাহায্য নিন, রাজ্য সরকারের উদ্দেশ্যে খোঁচা শুভেন্দু অধিকারীর ।
West Bengal News Live: রণক্ষেত্র হাওড়া, সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়া বন্ধ ইন্টারনেট
রণক্ষেত্র হাওড়া, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন। সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়া জেলায় ইন্টারনেট বন্ধ
WB News Live Updates: "পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, আধা সেনা মোতায়েন করা দরকার", ট্যুইট রাজ্যপালের
‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক’। ‘আধা সেনা মোতায়েন করা দরকার’। বিরোধী দলনেতার চিঠি পোস্ট করে ট্যুইট রাজ্যপালের। ‘রাত ১০টায় মুখ্যসচিবের সঙ্গে এবিষয়ে আলোচনা করব’। বিরোধী দলনেতার চিঠি পোস্ট করে ট্যুইট রাজ্যপালের
West Bengal News Live: অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, বিঘ্নিত রেল পরিষেবা
অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, বিঘ্নিত রেল পরিষেবা। হাওড়া-খড়গপুর শাখায় রেল পরিষেবায় বিঘ্ন, চরমে যাত্রী দুর্ভোগ । বাতিল হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস, বাতিল হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, বাতিল হাওড়া-দিঘা স্পেশাল, শালিমার-পুরী এক্সপ্রেস,
আপ-ডাউন মিলিয়ে ৩০টি লোকাল ট্রেন বাতিল। কাল বাতিল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস। কাল বাতিল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস। রুট পরিবর্তন: হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস। রুট পরিবর্তন: হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেস।
WB News Live Updates: রণক্ষেত্র হাওড়া, গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য সরকার
রণক্ষেত্র হাওড়া, গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়া গ্রামীণে ইন্টারনেট বন্ধ। হাওড়া গ্রামীণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল সরকারের।