এক্সপ্লোর
Kaustav Bagchi Registry: ১২ বছর ধরে একসঙ্গে পথচলা, লাল গোলাপের মাঝেই প্রীতি-কৌস্তভের ভালবাসার নতুন অধ্যায়
Kaustav Priti Registry: প্রেমিকা প্রীতি করের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী
১২ বছর ধরে একসঙ্গে পথচলা, লাল গোলাপের মাঝেই প্রীতি-কৌস্তভের ভালবাসার নতুন অধ্যায়
1/10

তাঁর হাত ধরেই রাজনীতির রং বদলেছিলেন। সম্পর্কের বদলের দিনও তাঁকেই প্রধান সাক্ষী মানলেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী।
2/10

শনিবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবী প্রীতি করের সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী ।
3/10

প্রধান সাক্ষী হিসেবে সেই রেজিস্ট্রি পেপারে সই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
4/10

রাজনীতিতে একবার 'হাত' ছেড়েছেন। মানে কংগ্রেসের হাত প্রতীক। শনিবার হাতে হাত রাখলেন।
5/10

তবে এবার ব্য়ক্তিগত জীবনে। প্রেমিকা প্রীতি করের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী।
6/10

১২ বছর ধরে একসঙ্গে পথচলা। অনেক চড়াই-উতরাই একসঙ্গে পার করেছেন দুজনে।
7/10

প্রতিটা প্রতিকূলতাই আরও মজবুত করেছে ভালবাসার বন্ধনকে। সেই ভালবাসাই এবার আইনি স্বীকৃতি পেল আলো ঝলমলে আনন্দ সন্ধেয়।
8/10

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রতিজ্ঞা করে, মাথা মুড়িয়েছিলেন। শনিবার ন্যাড়া মাথাতেই রেজিস্ট্রি সারতে হল কৌস্তভ বাগচীকে
9/10

তা নিয়ে অবশ্য় কোনও অনুশোচনা নেই কৌস্তভ বা প্রীতির।কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। তারপর দল বদলে বিজেপিতে।
10/10

বিয়েতে অবশ্য় গেরুয়া নয়, চারিদিকে লাল রঙের ছড়াছড়ি। আসলে লাল প্রীতির বড় প্রিয়। লাল গোলাপের মাঝেই লেখা হল প্রীতি-কৌস্তভের ভালবাসার নতুন অধ্যায়।
Published at : 14 Dec 2024 11:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























