West Bengal News Live Updates: ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ, নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বৃহস্পতিবার (Thursday) শুরু হচ্ছে DYFI’এর সর্বভারতীয় সম্মেলন। যার অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। এক সময় রাজ্যে ক্ষমতায় থাকা বামেরা (CPIM) ক্রমশ শক্তি হারাচ্ছে। কেন এই অবস্থা? কী বলছেন পর্দার ফেলুদা (Feluda)?
রেল (Rail) অবরোধের ডাক দিয়েও, ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগের দিন তা প্রত্যাহার করে নিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। বিধায়কের দাবি, রেলের তরফে সমস্যা মেটানোর আশ্বাস মিলেছে। তাই আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত। তৃণমূলের কটাক্ষ, রাজ্য নেতৃত্বের চাপেই পিছু হটলেন বিজেপি বিধায়ক।
ড্রিল মেশিনের ভুল যন্ত্রাংশ ১২০ টাকায় বিক্রি করেও ফেরত নিতে অস্বীকার করার অভিযোগ।ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন ক্রেতা। ক্রেতাকে ৭ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত।
স্কুলের মাঠে চলছিল মদ্যপানের আসর। সেখান থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের মধ্যে একজন স্থানীয় এক প্রাথমিক স্কুলের শিক্ষক। উত্তর ২৪ পরগনার বাগদার ঘটনা। আজ ধৃত তিনজনই অবশ্য আদালত থেকে জামিন পেয়েছেন।
ইয়াসে ব্যপক ক্ষতি হয়েছিল পূর্ব মেদিনীপুরের নয়াচর, জুনপুট-সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীদের। এরই মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। বিপদের আশঙ্কায় প্রমাদ গুণছেন তাঁরা।
মালদা মেডিক্যালের অধ্যক্ষ থেকে সহকারী সুপার, হাসপাতালে কেউই তিন দিনের বেশি কাজে আসেন না! তাঁরা সরকারের থেকে বেতন নিয়ে বেসরকারি হাসপাতালে রোজগার বাড়ান। বাম চিকিৎসক সংগঠনের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ নির্মল মাজির। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। মন্তব্যে নারাজ চিকিৎসকরা।
অশনি মোকাবিলায় তৈরি করা হয়েছে ইউনিফায়েড কমান্ড সেন্টার। পুলিশের সঙ্গে, সিভিল ডিফেন্স, দমকল, পুরসভা, বন দফতর, NDRF, CESC-র প্রতিনিধিদের নিয়ে তৈরি করা হয়েছে এই টিম। বিপদ এড়াতে, আগামী ২ দিন ত্রিফলা আলো না জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
West Bengal News Live Updates: ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ, নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২
ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ। নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২ জন দুষ্কৃতী। উদ্ধার ১টি কারবাইন, ১টি নাইনএমএম, ১টি সেভেনএমএম পিস্তল। উদ্ধার ১টি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ। ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। কীর্ণাহারে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধৃত দুজনকে জেরা করে আরও দুজনের সন্ধান। নানুর থেকে মঙ্গলকোটে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কাল ধৃতদের তোলা হবে আদালতে।
WB News Live Updates: শুরু হল বজবজের তৃণমূল নেতা ও বর্তমানে কাউন্সিলরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আগেই। আজ থেকে শুরু হল বজবজের তৃণমূল নেতা ও বর্তমানে কাউন্সিলরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ। নজরদারিতে ছিল পুলিশ ও বজবজ পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার অনুমতি না নিয়েই বাড়ি তৈরির কথা স্বীকার করেছেন অভিযুক্ত শাসক নেতা
West Bengal News Live Updates: কলেজছাত্রী খুনের তদন্তে মালদার বৈষ্ণবনগরে ছাত্রীর বাড়িতে বহরমপুর থানার পুলিশ
বহরমপুরে মালদার কলেজছাত্রী খুন। খুনের তদন্তে মালদার বৈষ্ণবনগরে রাজনগরে ছাত্রীর বাড়িতে বহরমপুর থানার পুলিশ। পরিবারের সঙ্গে কথা। ইংরেজবাজার থানার আইসি-র সঙ্গে কথা বহরমপুর থানার পুলিশের। খুনের তদন্তে মৃত সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ।
WB News Live Updates: চাঁচলে বিজেপিতে বিদ্রোহ, দল ছাড়লেন মণ্ডল কমিটির এক নেতা
মালদার চাঁচলে বিজেপিতে বিদ্রোহ। সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন মন্ডল কমিটির এক নেতা। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পদত্যাগী নেতার অভিযোগ মানতে নারাজ সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।
West Bengal News Live Updates: বাঁধের মাটি আলগা হয়ে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা
বেআইনিভাবে নদীর বাঁধ কেটে জল এনে ব্যবহার হচ্ছে ইটভাটায়। বাঁধের মাটি আলগা হয়ে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগের প্রেক্ষিতে আজব সাফাই স্থানীয় দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য।