West Bengal News Live: হাওড়ায় অবশেষে স্বস্তির বৃষ্টি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের মিছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ভর্ৎসনা নেত্রীর। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল।
হাওড়ায় অবশেষে স্বস্তির বৃষ্টি । উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। অবশেষে বুধবার রাত সাড়ে নটা নাগাদ বৃষ্টি শুরু হয়। এক ধাক্কায় কমে যায় শহরের তাপমাত্রা।
পাণ্ডুয়ায় তৃণমূল বনাম তৃণমূল। যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার দলেরই অঞ্চল সভাপতি। সোমবার বাড়িতে ঢুকে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ। পঞ্চায়েত প্রধানকেও হুমকি, বাড়িতে হামলার অভিযোগ। পাণ্ডুয়া থানার হাতে গ্রেফতার অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। গ্রেফতার প্রাক্তন উপপ্রধান-সহ মোট ৪ জন।
বেহালায় পেট্রোল পাম্পে তাণ্ডব, পরপর গাড়ি ভাঙচুর। বেহালা বুড়ো শিবতলায় পাম্পে দুষ্কৃতী তাণ্ডব। পরপর গাড়ি ভাঙচুর, পেট্রোল পাম্পের কর্মীদেরও 'মার'। ক্ষতিপূরণ চেয়ে বেহালা থানায় গাড়ির চালকদের বিক্ষোভ। ভর সন্ধ্যায় পেট্রোল পাম্পে তাণ্ডব, এখনও অধরা দুষ্কৃতীরা।
আগামী পাঁচ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সাথে জনসম্পদ ভবনে মিটিং এর পর এমনটাই জানালেন ঘাটালের এমপি দেব।
অশোকনগর কল্যাণগড় পুরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দোতালার একটি ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। আজ বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ করেই দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কর্মীরাই ফায়ার ব্রিগেডে খবর দেন। দমকল কর্মীরা কাচের জানালা ভেঙে আগুন নেভানো শুরু করেন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'রাজ্যে বিরোধীদের অস্তিত্ব মেটানোর চেষ্টা করছে তৃণমূল, ভোটের পর দিকে দিকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, উত্তর থেকে দক্ষিণ, ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশ। কাশ্মীরের মতো বাংলার ভোটে স্বতন্ত্র ভূমিকা ছিল না কেন্দ্রীয় বাহিনীর,' কার্যত জগন্নাথ সরকারের সুরেই দাবি শুভেন্দু অধিকারীর।
ডোমজুড়ে ভয়াবহ ডাকাতির ২৪ ঘণ্টা পার, এখনও অধরা দুষ্কৃতীরা। থানার ৭০০ মিটারের মধ্যে ১৫ মিনিটের অপারেশন চালিয়ে পগারপার ডাকাত দল। অপারেশন চালিয়েছে ভিনরাজ্যের ডাকাতদল, অনুমান পুলিশের। ডাকাতির পর বাইকে চেপে পালায় ৪ ডাকাত, বন্দি সিসি ক্যামেরায়।
রাজ্যে ৪ লোকসভা কেন্দ্রের ভোটের ফল নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত বিজেপির। বসিরহাট, ঘাটাল, জয়নগর, ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি। প্রয়োজনে সিবিআই তদন্ত চাইতে পারে বিজেপি, জানালেন শুভেন্দু অধিকারী।
ভোটে হেরে ইভিএম বদলের আশঙ্কা নিশীথ প্রামাণিকের। যদিও, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বক্তব্য, নিশীথ প্রামাণিক তাঁর নিজের ভুলেই হেরেছেন।
মানিকতলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সাধন-পত্নী, মুখ খুললেন মেয়ে শ্রেয়া। বললেন, 'মনে হয়েছিল মানিকতলায় প্রার্থী হিসেবে আমার নাম নিয়ে আলোচনা হবে। আমি ক্ষুদ্র কর্মী, আমাকে সরাতে এক মিনিট সময় লাগে। পরেশ পাল আমাকে খুব স্নেহ করেন। বাবার সঙ্গে যাঁদের মতবিরোধ ছিল, তাঁদের রোষে পড়লে অসহায় লাগে।'
১০০টির বেশি evm পাল্টানোর আশঙ্কা কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের। নির্বাচনের ফলাফলের পর আজই তিনি প্রথম জেলা বিজেপি পার্টি অফিসে আসেন। সেখানে তিনি অভিযোগ করেন, বেশ কিছু বুথে ফর্ম ১৭ সি-এর সঙ্গে ইভিএম এর নম্বত মেলেনি। ওই নিয়ে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নবান্নের খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর! 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার, ওভারলোডেড ট্রাক থেকে নির্দিষ্ট কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে'। তার দায় কেন নেব, প্রশাসনিক বৈঠকে উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
দহন থেকে এখনই মুক্তি নেই দক্ষিণের। পশ্চিমের জেলায় জারি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় বৃষ্টি দূর অস্ত। প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ।
শেখ আলমগির ও জিয়াউদ্দিনকে ফোন করে ইডির উপর হামলার নির্দেশ শাহজাহানের। পরে সেই অস্ত্র সরানো হয় আবু তালেবের বাড়িতে। চার্জশিটে দাবি সিবিআইয়ের। সন্দেশখালিতে ইডির উপর হামলার তদন্তে সিবিআই-স্ক্যানারে পুলিশের ভূমিকাও। ঘটনার কথা জেনেও দেড় ঘণ্টা পর পৌছয় পুলিশ। দাবি চার্জশিটে।
ফের ভোট পরবর্তী হিংসার ঘটনা বারাসাত থানার ৯ নম্বর সূর্যসেন পল্লি এলাকায়। বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লি এলাকাতে গতরাতে কিছু মদ্যপ ব্যক্তি বিজেপি কর্মীর গাড়ি করে ভাঙচুর করে বলে অভিযোগ। একাধিক জায়গায় বিজেপির ফ্ল্যাগ ও ফেস্টুন ছেড়ে দেওয়া হয়েছে।
সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স NEET-এর প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড়। অনিয়মের অভিযোগ, সুপ্রিম কোর্টের পর NTA-কে নোটিস দিল্লি হাইকোর্টের। নষ্ট হয়েছে পরীক্ষার পবিত্রতা, উত্তর দিতে হবে: সুপ্রিম কোর্ট ।
৫ বছর পর দেশে ফিরল বার্ড ফ্লু আতঙ্ক। বার্ড ফ্লুতে আক্রান্ত এই রাজ্যেরই ৪ বছরের শিশু। মালদার কালিয়াচকের শিশুর শরীরে বার্ড ফ্লু-র ভাইরাস। 'শিশুর শারীরিক অবস্থা ঠিক আছে, কাল ফের নজরদারিতে যাচ্ছে বিশেষ দল', জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সিঙ্গাপুর থেকে কলকাতা হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া এক শিশুও বার্ড ফ্লু আক্রান্ত। শিশুটির সংস্পর্শে আসা ব্যক্তিরা কেউ আক্রান্ত হননি, জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
সোহম-বিতর্কে তোলপাড়ের মধ্যে এবার কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'। কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। ক্যাফে লাগোয়া পার্কও জোর করে বন্ধ করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের নামে পুলিশ ও পুরসভায় অভিযোগ দায়ের। 'ক্যাফের টেন্ডার নিয়ে জানতে আরটিআই করেছিলাম, আরটিআই-এর উত্তর না মেলায় ক্যাফে বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছিল', অভিযোগ অস্বীকার করে দাবি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের।
দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার। ট্রাক থেকে টাকা তুলে যাচ্ছে কাঁথিতে। প্রশাসনিক বৈঠকে অভিযোগ মুখ্যমন্ত্রীর। নবান্নের খবর পাচার হওয়ারও সন্দেহ।
বাড়িতে রাখা বিপুল পরিমান অস্ত্র লুকোতেই ইডির উপর হামলা। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় চার্জশিটে দাবি সিবিআইয়ের।
লাথি-চড়েই ক্ষান্ত নয়, আসছে হুমকিও। সোহমের বিরুদ্ধে অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা চেয়ে আবেদন।
লাথি-চড়েই ক্ষান্ত নয়, আসছে হুমকিও। সোহমের বিরুদ্ধে অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা চেয়ে আবেদন।
গত ২৬ জানুয়ারি সর্দি-কাশি ও পেট ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় শিশুকে। ১ ফেব্রুয়ারি প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। ২৮ ফেব্রুয়ারি শিশুকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। ৩ মার্চ ফের শ্বাসকষ্ট হওয়ায় সরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। ২৬ এপ্রিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয় নমুনা। সেখানে বার্ড ফ্লু-র রিপোর্ট পজিটিভ আসে। তারপরই একটি অনুসন্ধান দল গঠন করা হয় রাজ্য সরকারের তরফে। 'স্থানীয় একটি পোলট্রির সংস্পর্শে থাকায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয় শিশুটি', রিপোর্ট দেয় সরকারের তরফে গড়া অনুসন্ধান কমিটি।
৫ বছর পর দেশে ফিরল বার্ড ফ্লু আতঙ্ক। বার্ড ফ্লুতে আক্রান্ত এই রাজ্যেরই ৪ বছরের এক শিশু। অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা আরও এক শিশুর শরীরে বার্ড ফ্লু-র হদিশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ। ২২ মে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া হয়েছে তথ্য।
এবার কুণাল ঘোষের নিশানায় 'মোদি কা পরিবার'। ''মোদি কা পরিবার' লেখা হয়েছিল কেন? এখন তা মুছে ফেলার নির্দেশই বা দেওয়া হচ্ছে কেন? দেশ ও বাংলার জনাদেশ থেকে ধাক্কা খেয়ে এই সিদ্ধান্ত? বিজেপি ও এনডিএ-র অন্দরমহল যে টলমল, এ তারই প্রতিফলন', এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। ''সোশাল মিডিয়ায় আর 'মোদি কা পরিবার' নয়'', দলের নেতা-কর্মীদের গতকালই নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ। স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। 'পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। সময় পরিবর্তন করলেও পঠনপাঠন ও মিড ডে মিল পরিষেবা অব্যাহত রাখতে হবে'। প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদকে পরামর্শ দিল সরকার। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রেই বিধি কার্যকর হবে।
৩ দিনে পরপর ২টি ভয়াবহ ডাকাতি। রানিগঞ্জের পর ডোমজুড়েও টার্গেট সোনার দোকান। ১৫ মিনিটের অপারেশনে সাফ কোটি টাকার গয়না! থানার ৭০০ মিটারের মধ্যে অপারেশন চালিয়ে পগারপার ডাকাত দল। রানিগঞ্জের ডাকাতিকাণ্ডে ২ জন গ্রেফতার হলেও ডোমজুড়ের ডাকাতরা এখনও অধরা। অপারেশন চালিয়েছে ভিনরাজ্যের ডাকাতদল, অনুমান পুলিশের। ডাকাতির পর বাইকে চেপে পালায় ৪ ডাকাত, বন্দি সিসি ক্যামেরায়।
সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক। 'হুমকির মুখে পড়তে হচ্ছে আনিসুল আলম ও তাঁর পরিবারকে', অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিন্হার। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
সোমবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রামপুরহাটের বাসিন্দা ২৭ বছরের গৃহবধূ। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই এই
মৃত্যু। ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। রামপুরহাট থানার পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রোগী মৃত্যুকে কেন্দ্র করে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তুলকালাম। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। মৃতের নাম সাবিনা বিবি।
মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। এর মধ্যেই আজ বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠীর আয়োজন। লোভনীয় পদ সাজিয়ে জামাই আদরের তোড়জোড় শুরু হয়েছে সকাল থেকেই। মাছ আর ফলের দাম অনেকটাই বেড়েছে বলে দাবি ক্রেতাদের।
দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ৩০ জুন শেষ হচ্ছে বর্তমান সেনাপ্রধান মনোজ পাণ্ডের কার্যকালের মেয়াদ। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই দায়িত্বভার নেবেন।
উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, দক্ষিণে ভ্যাপসা গরম। তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
মথুরাপুর লোকসভায় ভোট পরবর্তী হিংসার ঘটনা। পাথরপ্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগের তির ISF-এর দিকে।
এরপর গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে চালক। ধাওয়া করে পাটুলির কাছে গাড়িটিকে ধরে ফেলেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রীকে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ির চালককে।
টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী। নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়া মোড়ে বাইপাসের ধারে গতকাল রাতে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কামালগাজির দিক থেকে গড়িয়া ঢালাই ব্রিজের দিয়ে যাওয়ার পথে ছাত্রীকে ধাক্কা মারে একটি সব্জী বোঝাই গাড়ি। বেপরোয়া গতিতে বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায় তাকে।
ভোটের সময় বিজেপি কর্মীদের গ্রেফতার করানো ও মারধরের চক্রান্ত করেছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। মঙ্গলবার একটি অডিও পোস্ট করে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর দাবি, অডিওতে তৃণমূল বিধায়ক ও তাঁর প্রাক্তন পিএ-র কথোপকথন রয়েছে। যদিও, সোহমের ঘনিষ্ঠ মহলের দাবি, ওই ব্য়ক্তি কোনওদিনই সোহমের পিএ ছিলেন না।
রানিগঞ্জের পর এবার ডোমজুড়। থানার কাছেই ভরদুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব। গুলিও চলার অভিযোগ।
প্রেক্ষাপট
রানিগঞ্জের (Ranigunj) পর এবার ডোমজুড় (Domjur)। থানার কাছেই ভরদুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি (Gold Shop Dacoity)। অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব। গুলিও চলার অভিযোগ।
১৫ মিনিট ধরে অপারেশন চালিয়ে দুষ্কৃতীরা চম্পট! বন্দুকের বাঁট দিয়ে মারধর। ৭০০ মিটার দূরে থানা, তাও কিছুই জানতে পারল না পুলিশ!
দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার। ট্রাক থেকে টাকা তুলে যাচ্ছে কাঁথিতে (Contai)। প্রশাসনিক বৈঠকে অভিযোগ মুখ্যমন্ত্রীর (Chief Minister)। নবান্নের (Nabanna) খবর পাচার হওয়ারও সন্দেহ।
নিউটাউনকাণ্ডের (New Town) মধ্যেই অডিও টেপ প্রকাশ্যে এনে সোহমের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি (BJP)। সোহমের (Soham Chakraborty) সমালোচনা করায় প্রথমে দেবকে নিশানা, একঘণ্টার মধ্যেই মদনের ডিগবাজি!
মানিকতলা (Maniktala) উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি। মেয়ে শ্রেয়া যেন ভোটের কাজে না থাকে, নবান্নে কুণালদের সঙ্গে বৈঠক জানিয়ে দিলেন মমতা।
লোকসভায় জিতে অটো-বাইক মিছিল করে উল্টোডাঙার আবাসনে তৃণমূলের বিজয় উল্লাস। ক্ষুব্ধ নেত্রী। কাউন্সিলরকে তীব্র ভর্ৎসনা। আবাসনে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ।
প্রশাসন আরও সক্রিয় হলে ভোটে মিলত বাড়তি ৩-৪টি আসন। প্রশাসনিক বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর। দার্জিলিং-জলপাইগুড়ির হার নিয়ে শিলিগুড়িতে বৈঠকে ফিরহাদ।
শপথ নিয়েই শান্তনুর নিশানায় তৃণমূল। গভীর সমুদ্র বন্দর নিয়ে জটিলতার জন্য রাজ্যকেই দায়ী করে আক্রমণ। জোড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েই দিলীপের কাছে সুকান্ত। প্রণাম করে গেলেন দফতরে।
২ কাউন্সিলরের সংঘাতে দফায় দফায় অশান্ত কসবা। নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কোনওভাবেই বরদাস্ত নয়, পুলিশকে কড়া নির্দেশ।
হুগলিতে তৃণমূলের জয়ের পরেই মুখ খুললেন মনোরঞ্জন।
ভোটে জিতেই রায়বরেলিতে রাহুল। অযোধ্যায় বিজেপির হার নিয়ে কটাক্ষ। বারাণসী নিয়ে প্রিয়ঙ্কাকে দেখিয়ে মোদিকে চ্যালেঞ্জ।
ভোট মিটতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মে মাস নয়, এপ্রিল থেকেই ইতিমধ্যেই চালু হওয়া বর্ধিত ৪ শতাংশ হারে মিলবে ডিএ, জানাল নবান্ন।
কলকাতায় ফিরল আগুন আতঙ্ক। ৩ মাস ধরে বন্ধ থাকা ক্যামাক স্ট্রিটের রেস্তোরাঁয় আগুন। ধোঁয়ায় ঢাকল এলাকা। অফিস টাইমে ছড়াল আতঙ্ক।
গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, কাল থেকে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়ায় সকালে হিট স্ট্রোকে একজনের মৃত্যু, বিকেলে ঝড়ের তাণ্ডব, বজ্রপাতেও মৃত্যু। ধসে বিপর্যস্ত সিকিম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -