West Bengal News Live Updates: নূপুর শর্মার বিতর্কিত মন্তবের আঁচ পড়েছে হাওড়ার ধূলাগড়েও
West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
কলকাতা: ২০১৪-র প্রাথমিক (Primary) টেট (TET) দুর্নীতি মামলার তদন্তেও সিবিআই (CBI)। ২০১৭-র দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। ২৬৯ জনকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের (Highcourt)। এসএসসি-র মতো প্রাথমিকেও নিয়োগ দুর্নীতি। বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি-সচিবকে। নির্দেশ হাইকোর্টের।
প্রবল গরমের জন্য রাজ্যে স্কুলের ছুটির মেয়াদ বাড়াল স্কুল শিক্ষা দফতর। আগামী ২৬ জুন পর্যন্ত বাড়ানো হল মেয়াদ। আর্জি আইসিএসই-সিবিএসই-র কাছেও।
মিড ডে মিলের টাকা নয়ছয় করতেই বাড়ানো হচ্ছে ছুটি। শিক্ষায় সর্বনাশ আনছেন মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর। এই গরমে আমাদের শিশুদের সুরক্ষা দিয়ে কোনও অন্যায় করিনি, পাল্টা ফিরহাদ।
বিধানসভার ৬ নম্বর গেটে এসএসসি পাস করা চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, উত্তেজনা। অবস্থান করতে গেলে বাধা। আন্দোলনকারীদের গ্রেফতার করল পুলিশ।
ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলের হাজিরা ঘিরে চূড়ান্ত নাটক। দলের নেতা-কর্মীদের নিয়ে পায়ে হেঁটে ইডি দফতরের দিকে কিছুটা গেলেন রাহুল। পরে বাকি রাস্তা গেলেন গাড়িতে।
৩ দফায় ৫৫টি প্রশ্নের উত্তর চাওয়া হতে পারে রাহুলের কাছে। দিল্লি থেকে কলকাতা, ইডি-র দফতরগুলির সামনে কংগ্রেস কর্মীদের তুমুল বিক্ষোভ।
রাজ্যে কমছে হিংসার ঘটনা। ইতিমধ্যে গ্রেফতার ২০০-র বেশি। অশান্তির অভিযোগে দায়ের ৪২টি এফআইআর। গুজব ছড়ালে কড়া ব্যবস্থা। জানালেন এডিজি আইনশৃঙ্খলা।
গণ্ডগোলের রেশ কাটিয়ে ধীরে হলেও স্বাভাবিকের পথে হাওড়ার পাঁচলা। কড়া পুলিশ নজরদারির মধ্যে খুলছে দোকান-বাজার। উল্টো ছবি ধূলাগড়ে।
থমথমে বেথুয়াডহরি। তাণ্ডবের পর নাকাশিপাড়া ব্লকে ১৪৪ ধারা। ট্রেনে ভাঙচুরকাণ্ডে গ্রেফতার ২৫। স্টেশনের নিরাপত্তায় বাড়তি GRP। ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক।
চিড়িয়াখানায় হুলুস্থুল। এনক্লোজার টপকে বেরিয়ে এল শিপাঞ্জি। দর্শকদের মধ্যে আতঙ্ক। দ্রুত চিড়িয়াখানা খালি করে কোনওমতে এনক্লোজারে ফেরত পাঠানো হল শিম্পাজিকে।
West Bengal News Live Updates: পাকা ঘরের দাবি
কাঁচা মাটির বাড়িতে বসবাস। বাসিন্দাদের অভিযোগ, পাকা ঘরের জন্য পুরসভার গৃহ প্রকল্পে আবেদন করলেও সাড়া মেলেনি। বর্ষায় কী হবে ভেবে রীতিমতো আতঙ্কে বাঁকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৩৬টি পরিবার। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুরপ্রধানের আশ্বাস, দ্রুত সমস্যা মিটবে।
West Bengal News Live: উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
অসহ্য গরম থেকে অবশেষে স্বস্তির খবর... বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা, জানাল আবহাওয়া দফতর। আগামী ৫ দিন, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
West Bengal News Live Updates: অশান্তির মধ্যেও শান্তির ও সম্প্রীতির ছবি
অশান্তির মধ্যেও শান্তির ও সম্প্রীতির ছবি ধরা পড়ল হাওড়ার বিভিন্ন এলাকায়। উলুবেড়িয়ার খলিসানিতে দাঁড়িয়ে থেকে মুসলিম বোনের বিয়ে দিলেন হিন্দু ভাইয়েরা। ধূলাগড়ে মন্দির আগলে রাখলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। কোথাও আবার শান্তি ফেরাতে ইমামের ডাকা বৈঠকে হাজির হলেন সব সম্প্রদায়ের মানুষ।
West Bengal News Live: রাজ্যপালের দ্বারস্থ তপন দত্তর স্ত্রী
বাড়তি নিরাপত্তা ও দ্রুত সিবিআই তদন্তের আর্জি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন বালির নিহত তৃণমূল কর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। এবিষয়ে কথা বলার জন্য রাজ্যপালের কাছে সময় চেয়ে, রাজভবনে গিয়ে চিঠি জমা দিয়েছেন তিনি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
West Bengal News Live Updates: বিদ্যুতচালিত গাড়িতে চার্জ দেওয়ার জন্য নতুন বিল
বিদ্যুতচালিত গাড়িতে চার্জ দেওয়ার জন্য নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। নিউটাউনে, ২০ হাজার স্কোয়ার ফুট আবাসনের ক্ষেত্রে, পার্কিং স্পেসে ন্যূনতম ২০ শতাংশ জায়গা রাখতে হবে, বিদ্যুতচালিত গাড়ির চার্জিং পয়েন্টের জন্য। কলকাতার ক্ষেত্রে জায়গা বরাদ্দ করতে হবে ২ শতাংশ। জানালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।