West Bengal News Live : বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করছেন অমিত শাহ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
১। ভর সন্ধ্যায় কোচবিহারের বাবুরহাটে শ্যুটআউটের অভিযোগ। আহত ২ যুবক।মত্ত দুষ্কৃতীর বিরুদ্ধে এলোপাথা়ড়ি গুলি চালানোর অভিযোগ।
২। রাজশেখর মান্থার জন্যই বেপরোয়া শুভেন্দু', এবার বিচারপতির নাম করে বেনজির আক্রমণে কুণাল।
৩। বিচারব্যবস্থাকে বেলাগাম আক্রমণ, আদালত অবমাননার কড়া পদক্ষেপ নেওয়া উচিত, বলছেন আইনজীবীরা। অশনি সঙ্কেত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের।
৪। শুভেনদুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের। মিলল মামলা দায়েরের অনুমতি।
৫। হাজরার সভা থেকে শুভেন্দুর খোঁচা, আসানসোল নিয়ে পাল্টা দিলীপ।
৬। দিলীপের কটাক্ষের মুখেও সুর নরম শুভেন্দুর। খোঁচা কুণালের।
৭। পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যু। কেন সংকীর্ণ ব্যারিকেডে এত মানুষর ভিড়? কেন ছিল না অ্যাম্বুল্যান্স, পুলিশ। ক্ষোভে ফুঁসছে আসানসোল।
৮। কীভাবে আসানসোলে শুভেনদুর অনুষ্ঠানে বিশৃঙ্খলা? ৩জনের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করল পুলিশ। হতাহতদের পরিবারকে দেওয়া হল আর্থিক সাহায্য।
৯। কীভাবে হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু? আরেক ধৃতকে জেলে গিয়ে জেরা করল সিআইডি। সিবিআই-এর রামপুুরহাটের ক্যাম্পে গেল ফরেন্সিক দল।
১০। ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। শুভেনদুর করা জনস্বার্থ মামলায় অ্ন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের।
১১। মেডিক্যালে পড়ুয়াদের অনশনের ৭দিন পার। পাশে অপর্ণা। অগণতান্ত্রিকভাবে ছাত্র ভোট বন্ধের অভিযোগ। মাঝে মাঝেই বলেন, আজ তো ফিল্ম ফেস্টিভ্যাল, খোঁচা কুণালের।
১২ । ওড়িশা উপকূল থেকে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, সন্ধে নামতেই কলকাতা থেকে জেলায় জেলায় পুব আকাশে আলোর ছটা।
WB News Live Updates: কোচবিহারে শ্যুটআউটের ২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ
কোচবিহারের বাবুরহাটে শ্যুটআউটের ২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে তবে কি হাতে হাতে ঘুরছে আগ্নেয়াস্ত্র? কাদের মদতে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
West Bengal News Live : আর্থিক সাহায্য নিয়েও রাজনীতি হচ্ছে, অভিযোগ
আর্থিক সাহায্য নিয়েও রাজনীতি হচ্ছে। FIR করলে, তবেই মিলছে টাকা! আসানসোলকাণ্ডে মৃতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। যদিও তা মানতে নারাজ তৃণমূল। এদিকে, ধৃতদের আদালতে তোলা হলে এদিন শুনানিতে উঠে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ।
WB News Live Updates:কলকাতা বিমানবন্দরে অমিত শাহের গাড়িতেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার
কলকাতা বিমানবন্দরে অমিত শাহের গাড়িতেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার
West Bengal News Live: বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করছেন অমিত শাহ
বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করছেন অমিত শাহ
WB News Live Updates: শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই রাজ্যে এলেন অমিত শাহ
শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই রাজ্যে এলেন অমিত শাহ