West Bengal News Live : প্রোমোটিংয়ে বাধা দেওয়ায় মহিলাকে অ্যাসিড খাইয়ে মারার অভিযোগ
West Bengal News Update : নজরে '২৪, আজ শুরু বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক। আজ মুর্শিদাবাদে সরকারি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া DA নিয়ে আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে শুনানি।
LIVE
Background
আজকের শিরোনাম :
১। খারিজ পুলিশের আবেদন। অবশেষে জামিন পেলেন জলপাইগুড়ি ( Jalpaiguri ) অ্যাম্বুল্যান্সকাণ্ডে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য।
২। করোনার ( Coronavirus ) সময় থেকে ফ্রি সার্ভিস দিই, তার জন্যই চকখুশূল। অভিযোগ অংকুর দাসের। তদন্ত কমিটি তদন্ত করছে, প্রযোজনে উচ্চ জায়গায় যাব। পাল্টা জেলা অ্যাম্বুল্য়ান্স ইউনিয়ন।
৩। দত্তপুকুরে দিদির দূত ( Didir Doot ) মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড়। এখনও অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী। জামিনযোগ্য ধারায় মামলা পুলিশের। পথে নামার হুমকি বিজেপির।
৪। তৃণমূলকে ( TMC ) হেয় করতে পরিকল্পিত ঘটনা, চক্রান্তের তত্ত্বে অনড় খাদ্যমন্ত্রী। চুরি করবে আবার চড়ও মারবে, পাল্টা লকেট। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন মহম্মদ সেলিমের।
৫। জেলায় জেলায় ( District ) বিক্ষোভের মুখে দিদির দূতেরা। কোচবিহার, জলপাইগুড়িতে গ্রামবাসীদের প্রশ্নের মুখে রাজ্যের দুই মন্ত্রী
৬। অনুব্রতর জেলা বীরভূমে ( Birbhum ) বিক্ষোভের মুখে তৃণমূলের তিনজন বিধায়ক।
৭। দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরে ক্যানিং পশ্চিমে তৃণমূলের কোন্দল। ভেস্তে গেল কর্মসূচি। (অ্যাম্বিঃ আঙুল উঁচিয়ে শাসানি, হাতাহাতি, ছেড়া হল ব্যানার)
সুরক্ষা কবচেও 'কোন্দল'
৮। আবাসে দুর্নীতির খোঁজে রাজ্যে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় দল। গেল দার্জিলিং ও কালিম্পঙে। বাংলাকে হেনস্থার চেষ্টা, আক্রমণ তৃণমূলের। দুর্নীতি করলে তদন্ত হবেই, পাল্টা বিজেপি।
ফের রাজ্যে কেন্দ্রীয় দল
৯। চাঁচলে মিড ডে মিলের চালে মরা টিকটিকি, ইঁদুর। কেন্দ্রীয় দল আসার আগে সাসপেন্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুল সাব ইনস্পেক্টর। বরখাস্ত চুক্তিভিত্তিক কর্মী।
১০। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিক্ষোভ, রাজ্যে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। আজ রাজ্য বার কাউন্সিলের কালাদিবস পালনের ডাকেও বিভাজন।
West Bengal News Live : আবাস তালিকা নিয়ে বিডিওর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠল বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকে
আবাস তালিকা নিয়ে বিডিওর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠল বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকে। সরকারি আধিকারিকের বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে নালিশ জানালেন পঞ্চায়েত প্রধান। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসনের বিধায়ক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন বিডিও। নিজেদের দুর্নীতি ঢাকতে বিডিওকে কাঠগড়ায় তুলছে তৃণমূল, কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live : দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সভাপতি দেখতে চান কুণাল ঘোষ!
দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সভাপতি দেখতে চান কুণাল ঘোষ! 'জেপি নাড্ডা নিজের রাজ্যেও ভোটে হেরেছেন, উনি কেন ফের সভাপতি হবেন? দিলীপ ঘোষ ভোটেও জিতেছেন, আবার নিয়মিত তৃণমূলকেও আক্রমণ করেন। মমতাদির তৈরি ইকো পার্কে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ', সর্বভারতীয় সহ সভাপতি থেকে তো প্রোমোশন পাওয়া উচিত দিলীপ ঘোষের, মন্তব্য কুণালের।
West Bengal News Live : সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠল মুর্শিদাবাদের তৃণমূল পরিচালিত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে
সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠল মুর্শিদাবাদের তৃণমূল পরিচালিত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শুরু হয়েছে তরজা। ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্য়ে আসতেই পঞ্চায়েত প্রধানের দাবি, দুর্নীতির অভিযোগ মিথ্যা। যদিও বক্তব্যে অনড় অঞ্চল সভাপতি।
WB News Live : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন ভাঙড়ের প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন ভাঙড়ের প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে। অন্যদিকে জয়নগরে আগ্নেয়াস্ত্র-সহ দুজন ধরা পড়েছে পুলিশের জালে। পূর্ব মেদিনীপুরের মারিশদা ও মালদার মানিকচকে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা।
West Bengal News Live : কেন্দ্রীয় দল আসার আগে, মিড ডে মিল নিয়ে তৎপর হল রাজ্য সরকার
কেন্দ্রীয় দল আসার আগে, মিড ডে মিল নিয়ে তৎপর হল রাজ্য সরকার। শুক্রবার পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ পরিদর্শন চলবে। ওইদিনই কেন্দ্রীয় প্রতিনিধিদের আসার কথা রয়েছে। কেন্দ্রীয় দল আসার আগে মিড ডে মিল নিয়ে খুঁটিনাটি তথ্য প্রতিদিন পাঠাতে হবে রাজ্য সরকারকে।