WB News Live Updates: অভিনেত্রীর মৃত্যুর পিছনে কি সম্পর্কের টানাপড়েন? নাকি দায়ী অর্থসংক্রান্ত কোনও সমস্যা
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট
LIVE
Background
পদ, পেন দেওয়া হয়েছে, কালি দেওয়া হয়নি। নিধিরাম সর্দার করে রাখা হয়েছে। ঘরে বসে সংগঠন চালানো যায় না। নাড্ডার (J P Nadda) সঙ্গে বৈঠকের আগে বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা অর্জুনের (Arjun Singh)। 'সহ সভাপতি আমি, সঞ্চালক অন্য কেউ। এখনও পর্যন্ত সাংসদ, সহ সভাপতি আছি। জানি না কালকে রাখবে কি না।' বিস্ফোরক বিজেপি সাংসদ অর্জুন সিংহ। 'ভাষণ দিয়ে বুথে লোক না থাকলে জেতা যাবে না। আসানসোলে ৩ লক্ষ ভোটে দল হারবে জানিয়েছিলাম।' দাবি অর্জুনের। স্বীকার অগ্নিমিত্রার।
মেট্রোর (Metro) কাজে বউবাজারে (Bowbazar) পরপর বাড়িতে ফাটল। আজ দুর্গাপিটুরি লেনের দুটি বাড়ি আংশিক ভাঙার সিদ্ধান্ত। যাদবপুরের (Jadavpur) রিপোর্টের পর বাকি বাড়ি নিয়ে ভাবনা। বউবাজারে বাড়ি বিপর্যয়ের জেরে আতঙ্কিত খোদ তৃণমূল বিধায়কের পরিবার।
টিভি সিরিয়ালের নামী অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার পল্লবী দের (Pallavi Dey) ঝুলন্ত দেহ। লিভ ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ঋণ নিয়ে কেনা সোনার গয়নার ইএমআই শোধ করা নিয়ে ডিপ্রেশনে ভুগছিল পল্লবী। নতুন কাজ আসছিল না। জিজ্ঞাসাবাদে দাবি লিভ ইন পার্টনারের। পুলিশ সূত্রে খবর।
বিবাহিত ছিল সাগ্নিক। পল্লবীর বান্ধবীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল লিভ ইন পার্টনার। অশান্তি হত দুজনের মধ্যে। বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর মেসোমশাইয়ের।
বিয়েতে রাজি ছিলাম, কিন্তু ছেলের বাড়ির মত ছিল না। খুন করা হয়েছে, দাবি অভিনেত্রীর বাবার। যাতায়াত ছিল বাড়িতে। পাল্টা পল্লবীর সঙ্গীর বাবার। আত্মহত্যা, জানাল পুলিশ।
নন্দীগ্রামে শুভেন্দুর অফিসে পুলিশ। ষড়যন্ত্র দাবি শুভেন্দুর। মুখসচিবের রিপোর্ট তলব ধনকড়ের। বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গিয়েছিল পুলিশ, জানালেন এসডিপিও।
জামুড়িয়ায় কেটারিং সংস্থার সঙ্গে সংঘর্ষে মৃত্যু বর্ধমানের যুবকের। গ্রেফতার তৃণমূল নেতা। দল না দেখে গ্রেফতার রাজ্যের বৈশিষ্ট্য। প্রতিক্রিয়া মলয় ঘটকের।
সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার জোরাল সম্ভাবনা। নির্ধারিত সময়ের ৪ দিন আগে কেরলে ধারাপাত, জানাল মৌসম ভবন।
WB News Live Updates: সিঁথি মোড়ে চালকের উপর 'হামলা', প্রতিবাদে বন্ধ অটো
সিঁথি মোড়ে চালকের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে অটো বন্ধ। সিঁথির মোড় থেকে মিল্ক কলোনি পর্যন্ত অটো রুটে ‘হামলা’। পার্কিং নিয়ে বচসার জেরে অটো চালককে মারধরের অভিযোগ। প্রতিবাদে অটো রুট বন্ধ করে বিক্ষোভ, যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ।
West Bengal News Live: রাতের নিউটাউনে অটোর 'দৌরাত্ম্য'
রাতের নিউটাউনে অটোর দৌরাত্ম্য, রেহাই নেই অন্তঃসত্ত্বারও! নিউটাউনের সাপুরজির কাছে গাড়ি পার্ক করা নিয়ে বচসায় হামলা। অটো চালকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বাকে হেনস্থা, স্বামীকে মারধরের অভিযোগ। সল্টলেক থেকে নিউটাউনের বাড়ি ফেরার সময় হামলার অভিযোগ।
WB News Live Updates: ঋণের হার বাড়াল এসবিআই
এইচডিএফসির পর ঋণে সুদের হার বাড়তে চলেছে এসবিআইতেও। ১০ বেসিস পয়েন্ট ঋণের হার বাড়াল এসবিআই।
West Bengal News Live: শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযানের অভিযোগ নিয়ে মুখ্যসচিবের কাছে জবাব চাইলেন রাজ্যপাল
কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি সংলগ্ন এলাকায় পুলিশের টহল। নজরদারির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও, তা মানতে নারাজ তৃণমূল। এর মধ্যেই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযানের অভিযোগ নিয়ে মুখ্যসচিবের কাছে জবাব চাইলেন রাজ্যপাল।
WB News Live Updates: সময়ের আগেই আন্দামান সাগরে বর্ষা
সময়ের আগেই আন্দামান সাগরে ঢুকল বর্ষা। সময়ের আগেই ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা। আন্দামান-কেরলের পথে বাংলাতেও কি আগে ঢুকছে বর্ষা? ১৭ মে-র পরে রাজস্থান, পাঞ্জাব, দিল্লিতে তাপপ্রবাহের সম্ভাবনা কম।