West Bengal News Live Updates : রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৬২৪, মৃত্যু ১৪ জনের
West Bengal News Live Rain Updates : ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে
LIVE
Background
লক্ষ্মীপুজোতেও বৃষ্টির আশঙ্কা! এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বলা হয়েছে, বর্তমানে অন্ধ্র উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। তার জেরেই দক্ষিণবঙ্গে পুজোর মরসুমে বৃষ্টির ভ্রুকুটি। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সেই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সোম ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
West Bengal News Live Updates: কয়েকটি পুজোর প্রতিমা সংরক্ষণের উদ্যোগ নিল সরকার
বিসর্জনেই শেষ নয়৷ সেখান থেকেই হল নতুন করে শুরু৷ এবারও শহরের কয়েকটি পুজোর প্রতিমা সংরক্ষণের উদ্যোগ নিল সরকার৷ প্রতিমা রাখা হবে রবীন্দ্র সরোবরের সংগ্রহশালায়।
West Bengal News Live: ৬ দিন পরেও ধরা পড়েনি দুষ্কৃতীরা, ফের থানার দ্বারস্থ চিকিত্সক ও তাঁর হবু স্ত্রী
৬ দিন পরেও ধরা পড়েনি দুষ্কৃতীরা। ফের উলুবেড়িয়ার রাজাপুর থানার দ্বারস্থ হলেন এক চিকিত্সক ও তাঁর হবু স্ত্রী। পুলিশের আশ্বাস, দ্রুত গ্রেফতার হবে অভিযুক্তরা।
West Bengal News Live Updates: উপনির্বাচনের আগে দিনহাটায় গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন
উপনির্বাচনের আগে দিনহাটায় গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন, বিজেপির কোচবিহার জেলা সম্পাদক ও দিনহাটার সংযোজক। যদিও এতে দলের কোনও ক্ষতি হবে না বলে দাবি বিজেপির।
West Bengal News Live: বিসর্জনের আয়োজনের মধ্যেই গঙ্গা থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল
বিসর্জনের আয়োজনের মধ্যেই গঙ্গা থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, দুটি দেহই অজ্ঞাতপরিচয় পুরুষের। প্রাথমিক অনুমান, তিন-চারদিন আগে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দেহদুটি উদ্ধার করে বাবুঘাটে আনা হয়েছে।
মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিভাগের ছুটি বাতিলের নির্দেশিকা, উৎসব আবহে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু রাখতে উদ্যোগ
উৎসবের আবহে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু রাখতে উদ্যোগ। ‘মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিভাগের ছুটি বাতিলের জন্য নির্দেশিকা জারি হবে’, ‘টিকাকরণ সহ সব পরিষেবা চালু রাখতে ছুটি বাতিল করা হবে’ এমনটাই জানালেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।