Bangladesh Chaos: 'এক সাধুকে গ্রেফতার করল, কিন্তু আইনজীবীকে দাঁড়াতে দিল না', বললেন শেখ হাসিনা
ABP Ananda Live: 'চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হল কিন্তু তাঁর কথায় কোনও আইনজীবী দাঁড়াতে পারবে না। যদি কোনও আসামী আইনজীবী না দিতে পারে তাহলে সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ করে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায়বিচার নেই', বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। পাকা বাড়ির ছাদ উড়ে যায়। যদিও বাইরে থেকে বোমা ছুড়ে খুনের অভিযোগ তুলেছে নিহতদের পরিবার। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর, বিস্ফোরণে জখম বাকি ২ জনেরও মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা। নিহতদের পরিবার দাবি করেছে, এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে ৩ জনকে।