West Bengal News Live:রাত পোহালেই জোড়া মেগা বৈঠক, পাটনার পর বেঙ্গালুরুতে একসঙ্গে ২৬টি বিরোধী দল
West Bengal News Live : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে...
LIVE
Background
- মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রের মতো বাংলাতেও সরকার ফেলার ছক বিজেপির ? বিস্ফোরক দাবি সুকান্তর (Sukanta Majumder)।
- কখনও এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। যারা গোরাহান হারে, তারাই একথা বলে। ৫-৬ মাসে বাংলার সরকার নয়, দিল্লির সরকার পড়ে যাবে। ভয় দেখিয়ে সরকার ফেলতে পারবেন না হুঁশিয়ারি শান্তনুর।
-
বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। ৩৫৫ তরজার আবহেই মন্তব্য সুকান্তর। মন্তব্য সুকান্তর। আগে মণিপুরে করুক, নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা বিজেপির, পাল্টা কুণাল।
- বালুরঘাটে গণনাকেন্দ্রের হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও! আইসি-কে লেখা বিডিও-র চিঠি ট্যুইট সুকান্তর। প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুঠের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
- অভিষেকের (Abhishek Banerjee) মন্তব্যের সমর্থনে সুর চড়ালেন অপরূপা। তিনি বলেন, বিজেপি হাইকোর্টকে (Calcutta High Court) রাজনৈতিকভাবে ব্যবহার করছে, ঠিক নয়। বিচারব্যবস্থার ওপর ভরসা উঠে যাচ্ছে মানুষের
ভোট-সন্ত্রাসে অব্যাহত মৃত্যুমিছিল। হরিহরপাড়ায় ভোটের দিন আক্রান্ত সিপিএম কর্মীর মৃত্যু, অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসকদলের।
- তৃণমূলের ২১ জুলাইয়ের আগে ১৯ জুলাই সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল বিজেপির। লোক নেই, দিল্লির নেতাদের কাছে গুরুত্ব প্রমাণের চেষ্টা, পাল্টা ফিরহাদ।
- এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। বিল আনলেও সমর্থন নয়। ইসলামপুরে নির্দল প্রার্থী আক্রান্তের অভিযোগে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আব্দুল করিম।
- বারুদের স্তূপে বাংলা। মুর্শিদাবাদ থেকে মালদা। দিকে দিকে বোমা উদ্ধার। এত বিস্ফোরক আসছে কোথা থেকে? এনআইএ তদন্ত দাবি শুভেন্দুর।
প্রধান সচিবের পর এবার প্রেস সচিবকে অব্যাহতি দিলেন রাজ্যপাল। রাজ্য মনোনীত আধিকারিককে অব্যাহতি দেওয়ায় ফের শুরু রাজ্য-রাজভবন সংঘাত।
WB News Live: মুর্শিদাবাদের ফের বোমায় রক্তাক্ত শৈশব
ফের বোমায় রক্তাক্ত শৈশব। মুর্শিদাবাদের দৌলতাবাদে মাঠের ধারে পড়ে থাকা বোমাকে বল ভেবে তুলতেই বিস্ফোরণ। আহত ৪ নাবালক। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে।
West Bengal News Live: বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম
বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া। বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ছেলে-বউমা।
West Bengal News Live: বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম
বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া। বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ছেলে-বউমা।
WB News Live: জলপাইগুড়িতে বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করল সিপিএম
২০২৩ সালেও তাঁর বাড়িতে আলো ছিল না। অন্ধকারেই কাটত রাত। কিন্তু এবারের পঞ্চায়েত ভোট তাঁর বাড়িতে আলো এনে দিয়েছে। ভোটে জিতে, জলপাইগুড়ির সদর ব্লকের সুকান্ত নগর কলোনির বাসিন্দা, বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করল সিপিএম। বৃদ্ধার বিদ্যুতের বিল তারাই মেটাবে বলে জানিয়েছে। সিপিএমের তরফে জানানো হয়েছে, এখনও কার কার বাড়িতে বিদ্যুত পৌঁছয়নি, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।
West Bengal News Live: হুগলির পাণ্ডুয়ায় গণনা কেন্দ্রের কাছ থেকে উদ্ধার হল সিপিএম ও বিজেপির প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার
পূর্ব বর্ধমান, হাওড়ার পর এবার হুগলির পাণ্ডুয়ায় গণনা কেন্দ্রের
কাছ থেকে উদ্ধার হল সিপিএম ও বিজেপির প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার। বিজেপি ও সিপিএমের দাবি, এই ঘটনাই প্রমাণ করে তৃণমূল কীভাবে ভোট লুঠ করেছে। বদনাম করার চেষ্টা, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।