(Source: Poll of Polls)
West Bengal News Live: সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার অভিযুক্ত
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: NDA’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত। ঘোষণা করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
কৃষকপুত্রকে প্রার্থী করতে পেরে আনন্দিত। রাজ্যসভার অসামান্য চেয়ারম্যান হবেন, ধনকড়কে নিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। শুভেচ্ছা রাজন সিংহেরওর। অঙ্কের হিসেবে বহু এগিয়ে রাজস্থানের ভূমিপুত্র, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে, উপ রাষ্ট্রপতি পদে বিরোধীদের অবস্থান ঠিক করতে রবিবার শরদ পাওয়ারের বাসভবনে বৈঠক। তৃণমূলের (TMC) কারও হাজির থাকার সম্ভাবনা কম। ফোনে পাওয়ার কথা বলতে পারেন মমতার সঙ্গে।
উপ রাষ্ট্রপতি ভোট নিয়ে অবস্থান ঠিক করতে ২১ জুলাই বিকেলে কালীঘাটে (Kalighat) দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতার। জগদীপ ধনকড়কে ট্যুইটে শুভেচ্ছা তৃণমূল সাংসদ দেবের।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আদিবাসী বিরোধী। রাষ্ট্রপতি নির্বাচনের আগে মালদা ও পিংলায় বিজেপির পোস্টারে বিতর্ক। ভয় পেয়ে ভোটের হাওয়া ঘোরাতে চাইছে, পাল্টা সুখেন্দুশেখর।
ঠিকাদার সংস্থার মাধ্যমে চাকরি, ভুলের দায় তাদের। এইমসে পুত্রবধূর চাকরিকাণ্ডে দাবি চাকদার পদ্ম বিধায়কের। নিয়োগপত্র পাওয়ার আগেই কাজে যোগ দেওয়ার নথি প্রকাশ্যে, উঠছে প্রশ্ন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ জনের করোনায় মৃত্যু। করোনা-গ্রাফে উদ্বেগ রাজ্যের। জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিব। মাস্কে জোর, বাজারে নজরদারি বাড়াতে ডিএম, স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ।
দুটো সেমেস্টারে হওয়া আইসিএসই-র ফল প্রকাশ আজ। বিকেল ৫টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।
আড়াই বছর বাদে যুবভারতীতে ফিরছে ডার্বি। ১৬ অগাস্ট যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে শুরু হবে ১৩১তম ডুরান্ড কাপ।
WB News Live Updates: সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার অভিযুক্ত
সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্টিল টাউনশিপে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের দাবি, তিনি ভুল বোঝাবুঝির শিকার। ধৃতের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।
West Bengal News Live: নিউ আলিপুর স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি
নিউ আলিপুর স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি । নিউ আলিপুর স্টেশনে দাঁড়িয়ে শিয়ালদা থেকে বজবজগামী ট্রেন । শিয়ালদা থেকে বজবজ ও বজবজ থেকে শিয়ালদাগামী ট্রেন চলাচল বন্ধ।
WB News Live Updates: ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে, সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা
সংক্রমণের চতুর্থ ঢেউয়ে সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড। দেখা দিচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট, অবসাদ, মনসংযোগে সমস্যার মতো নানা সমস্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে।
West Bengal News Live: গলসির খলসেগড় গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৩
পূর্ব বর্ধমানের গলসির খলসেগড় গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৩। অভিযুক্তদের একাংশের দাবি, তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। স্থানীয় দুষ্কৃতীরা দলীয় কর্মীদের ওপর হামলা চালায় বলে দাবি শাসক শিবিরের। সংঘর্ষ ঘিরে তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা।
WB News Live Updates: চাঁচলে বিভিন্ন দল ছেড়ে প্রায় ৬০ জন তৃণমূলে
সামনেই পঞ্চায়েত ভোট। সেই লক্ষ্যে প্রতিটি দল কম-বেশি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহেই দলীয় শক্তি কিছুটা বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস। সিপিএম ও অন্যান্য দল ছেড়ে প্রায় ৬০ জন কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। মালদার চাঁচল-১ নং ব্লকের ঘটনা।