West Bengal News Live : প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া
জেলা থেকে জেলা - গুরুত্বপূর্ণ খবর এক নজরে, এক ক্লিকে ।
LIVE
Background
ভাঙড়ে আরও বোমা : ভাঙড়ের বাতাসে বারুদের গন্ধ। রাস্তায় পড়ে গুলির খোল, গুলির বাক্স। আজও উদ্ধার হল একের পর এক বোমা। নিষ্ক্রিয় করল পুলিশ
ভাঙড়ে রাজ্যপাল : সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে রাজ্যপাল। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন সিভি আনন্দ বোস। ঘুরে দেখলেন সন্ত্রাস বিধ্বস্ত এলাকা। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি। ভাঙড়ের বিডিও অফিসেও যান রাজ্যপাল। কথা বলেন অফিসের কর্মীদের সঙ্গে।
বোমা সরালেন নিরাপত্তারক্ষী : সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোমা। তার মধ্যেই ঘটনাস্থলে রাজ্যপাল। সিভি আনন্দ বোসের সামনে থেকে পড়ে থাকা বোমা সরিয়ে নিয়ে গেলেন রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান।
'শান্তিতে মনোনয়ন হয়েছে' : 'কোনও রাজ্যে শান্তিতে কেউ এত নমিনেশন জমা দিতে পারেনি, সিপিএমের সময় শ্মশানের শান্তি, কংগ্রেস শাসিত রাজ্যে কী হয় ?' বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বসিরহাটে মনোনয়ন জমা : হাইকোর্টের নির্দেশের পর মনোনয়ন জমা দিতে বসিরহাটে মহকুমাশাসকের দফতরে গেলেন বিজেপি প্রার্থীরা। বসিরহাটে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের সময়সীমা বৃদ্ধি করে কলকাতা হাইকোর্ট। মনোনয়ন জমা দিতে গেলেন সন্দেশখালি ১, সন্দেশখালি ২, মিনাখাঁ, এবং হাড়োয়া ব্লকের বিজেপি প্রার্থীরা।
ভোটের আগেই জয় : ভোটের আগেই জয়। বাঁকুড়ার পাত্রসায়ের, ইন্দাস, কোতুলপুর, জয়পুর পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। এই ৪ ব্লকের ৩৭ টি গ্রাম পঞ্চায়েত দখল করল শাসক দল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় : পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতি তৃণমূলের। ২৪টি আসনের মধ্যে মাত্র ৫টিতে প্রার্থী দিয়েছে বিরোধীরা। এই পঞ্চায়েত সমিতির ৮টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতিতেও বিনা প্রতিদ্বন্দিতায় জয় শাসক দলের।
তৃণমূলে 'ভাঙন'-তরজা : উত্তরবঙ্গে তৃণমূলে ভাঙন অব্যাহত। সাংসদ রাজু বিস্তার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২৪০টি পরিবার। দলের কর্মীদেরই তৃণমূলের পতাকা ধরিয়ে প্রচার করছে। পাল্টা দাবি তৃণমূলের।
তৃণমূল থেকে বিজেপিতে : বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মালের ভাইপো রূপেশ মাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি-র বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা।
মোহনবাগানের টিডি হাবাস : মোহনবাগান সুপার জায়ান্ট-এ টেকনিক্যাল ডিরেক্টর পদে এলেন আন্তনিও লোপেজ হাবাস। এই স্প্যানিশ কোচকে দেখা যাবে সবুজ-মেরুনের বিভিন্ন বিভাগের ফুটবল দলের পরামর্শদাতা হিসেবে। স্ট্র্যাটেজি তৈরি থেকে টেকনিক্যাল টিমকে সাহায্য করবেন তিনি।
Moyna News: বাকচায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ, বোমাবাজি
পঞ্চায়েত ভোটের আগে এলাকার দখল নিয়ে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ, বোমাবাজি। বোমায় আহত সবজি বিক্রেতা। সংঘর্ষে আহত উভয়পক্ষের ২ কর্মী। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, ভোটের আগে এলাকার দখল নিতে মরিয়া শাসক-বিরোধী দুই শিবির। এই নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা রয়েছে। আজ বাকচার নিমতলা বাজারের কাছে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মীরা। বোমায় আহত হন সবজি বিক্রেতা মিঠুরানি বর্মন। তাঁকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Malda News: প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া
প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া এলাকা। প্রতিবাদে আজ সকাল থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। স্থানীয়দের দাবি, গত রবিবার ঝড়-বৃষ্টির পর ট্রান্সফর্মার বিকল হয়ে গোটা এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পানীয় জলও মিলছে না বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, বিদ্যুৎ দফতরে বারবার জানানো হলেও, প্রতিশ্রুতি ছাড়া সুরাহা মেলেনি। প্রশাসনের হুঁশ ফেরাতেই এদিন তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন। বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Kolkata News: পুলিশ লেখা মোটরবাইকের ধাক্কায় আহত মহিলা পথচারী
পুলিশ লেখা মোটরবাইকের ধাক্কায় আহত মহিলা পথচারী। এমনই অভিযোগ উঠল নারকেলডাঙায়। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে রাজা দীনেন্দ্র স্ট্রিটে। আহত মহিলার দাবি, পুলিশ লেখা বাইকের চালক মত্ত অবস্থায় ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারেন। আহত মহিলাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারকেলডাঙা থানায় অভিযোগও দায়ের হয়েছে। বাইক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Locket Chatterjee: সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। মনোনয়ন পর্বের তৃতীয় দিনে হুগলির পাণ্ডুয়ার বিডিও অফিসে জোর করে ঢোকার অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে। সেই সময় মনোনয়ন পর্ব চলছিল। প্রার্থী ও প্রস্তাবক ছাড়া অন্য কারও ঢোকার অনুমতি না থাকলেও লকেট নিরাপত্তা রক্ষী নিয়ে অফিসের ভিতরে ঢুকে যান বলে অভিযোগ। পাণ্ডুয়া থানা এসআই অর্ণব গঙ্গোপাধ্যায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছেন। বিজেপি সাংসদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
Suvendu Adhikari: হলফনামায় সম্পত্তির তথ্য গোপন করেছেন শেখ শাহজাহান, দাবি শুভেন্দুর
নির্বাচনী হলফনামায় সম্পত্তির তথ্য গোপন করেছেন, সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলা পরিষদের তৃণমূল প্রার্থী শেখ শাহজাহান। এই অভিযোগে সরব হলেন শুভেনদু অধিকারী। ট্য়ুইট করে তৃণমূল প্রার্থীর সম্পত্তির পরিমাণ নিয়ে তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা। অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ দেগেছেন তৃৃণমূল প্রার্থী।