Bangladesh Portest : সন্ন্যাসী, হিন্দুদের বিচার দিতে ব্যর্থ, অত্যাচারীরই হাত আরও শক্ত!
ABP Ananda Live: সন্ন্যাসী, হিন্দুদের বিচার দিতে ব্যর্থ, অত্যাচারীরই হাত আরও শক্ত! যে সরকারের হাতে লাগাতার হিন্দু নিপীড়ন, তার হাতেই ভোটের ক্ষমতা! গণতন্ত্রের হত্যাকারী ইউনূস সরকারের পক্ষেই রায় বাংলাদেশ হাইকোর্টের । হাসিনা জমানার সংশোধন খারিজ, বাংলাদেশে ফের গণভোটে সিলমোহর। ফের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশে। হাসিনার আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতে সংবিধান সংশোধনী খারিজ। আজ তার একাংশ বাতিল করল হাইকোর্ট। হিন্দুদের উপর অত্যাচার, দমনপীড়নকারী সরকারের হাতই আরও শক্ত! ক্ষমতালোভী, অত্যাচারী ইউনূস সরকারের হাতেই বাংলাদেশে ভোটের ক্ষমতা! ভোটার তালিকা সংশোধনের নামে ক্ষমতায় থাকতে মরিয়া মহম্মদ ইউনূস।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের আঁচ এবার সংসদে। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলার পরও কী করছে মোদি সরকার? সংসদের ভিতরে ও বাইরে সোমবার এই প্রশ্ন তুলে সুর চড়িয়েছিল কংগ্রেস। এরপর মঙ্গলবারও প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে সংসদ ভবনের গেটে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় বিচারের দাবি জানায় কংগ্রেস। কংগ্রেস সাংসদদের হাতে জুটের ব্যাগে লেখা ছিল স্লোগান। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যোগ দেন অন্য বিরোধীদলের সাংসদরাও।
প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে, কাঁধে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা ব্যাগ নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। ব্যাগের দুদিকে হিন্দি ও ইংরাজিতে লেখা, 'বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান'। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডলে তিনি পোস্ট করেছেন, ‘’অয়ম নিজঃ পরো বেতি গণনা লঘুচেৎসম। উদারচরিত্রানাং তু বসুধৈব কুটুম্বকম।’’