West Bengal News Live: ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি, আছড়ে পড়তে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলে
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব খবর এক ক্লিকেই
LIVE
Background
সকালে কসবা, রাতে বেহালায় বিধ্বংসী আগুন (Fire)। চন্ডীতলায় পরপর কারখানায় আগুন। দমকলের ৭ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
বিধানসভাতেই বিধায়ককে আয়কর হানার হুমকির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। অধ্যক্ষের কাছে নালিশ। অন রেকর্ড বলেছি, প্রমাণ করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর।
বোঝাই যাচ্ছে কারা চালায় এজেন্সি! কাঁথির ফাইল আছে আমার কাছে। নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার। রাজনৈতিকভাবে লড়ুন, পাল্টা শুভেন্দু।
কয়লাপাচারকাণ্ডে (Coal Scam) ফের সস্ত্রীক অভিষেককে (Abhisehk Banerjee) ইডির তলব। আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। এভাবে তৃণমূলকে রোখা যাবে না, হুঙ্কার মমতার।
বিজেপির (BJP) সমর্থনে খড়ারে বোর্ড গঠন বিক্ষুব্ধ তৃণমূলের! দল থেকেই বহিষ্কার। বিশেষ পরিস্থিতিতে দলের বিরুদ্ধে যেতে বাধ্য হওয়ার দাবি।
কালনা পুরসভায় (Kalna Municipality) তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা! জয়ের পরেই দল থেকে বিক্ষুব্ধ শহর সভাপতিকে বহিষ্কার।
দলের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধ কাউন্সিলরদের সাসপেন্ড করতে চলেছে তৃণমূল। খড়ার পুরবোর্ডে ফের আনা হবে অনাস্থা প্রস্তাব, জানিয়ে দিলেন ফিরহাদ।
বিধানসভাতেই এবার বাংলা ভাগের পক্ষে সওয়াল কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। দেশদ্রোহী বলে পাল্টা আক্রমণে ফিরহাদ। কড়া পদক্ষেপের দাবি।
ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে সিআইডি। সিবিআই তদন্তেই অনড় পরিবার।
মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে উত্তপ্ত বিধানসভা। ঝালদায় যতটা সরব বিরোধীরা, পানিহাটিতে নয় কেন? প্রশ্ন মমতার। দলদাস পুলিশ, পাল্টা শুভেন্দু।
১২ এপ্রিলই বালিগঞ্জ, আসানসোল উপনির্বাচন। ভোট পিছোচ্ছে না উচ্চমাধ্যমিকের জন্য। আজ উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা।
বালিগঞ্জ উপনির্বাচন বাম প্রার্থী সায়রা, আসানসোলে পার্থ মুখোপাধ্যায়। রেড ভলান্টিয়ারদের দলে টানতে রাজ্য সম্মেলনে বার্তা কারাটের।
ইউক্রেন ফেরত পড়ুয়াদের একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর। মেডিক্যাল পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ, স্টাইপেন্ড। মিলবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা।
ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
WB News Live Updates: তাহেরপুর পুরসভার চেয়ারম্যান হলেন সিপিএমের উত্তমানন্দ দাস
বামেদের দখলে যাওয়া নদিয়ার তাহেরপুর পুরসভার চেয়ারম্যান হলেন সিপিএমের উত্তমানন্দ দাস। কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে বাম ও তৃণমূল, দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে থেকে উঠল স্লোগান আর পাল্টা স্লোগান। আমন্ত্রণ ইস্যুতে তরজায় জড়াল উভয় পক্ষ।
West Bengal News Live Updates: রানাঘাট পুরসভায় বোর্ড গঠন হয়েছে অর্থের বিনিময়ে!
রানাঘাট পুরসভায় বোর্ড গঠন হয়েছে অর্থের বিনিময়ে! টাকা দিয়ে পদ কিনেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান! সোশাল মিডিয়ায় তৃণমূলের নামে এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। শাসক দলের দাবি, পুরোটাই বিরোধীদের অপপ্রচার।
WB News Live Updates: উলুবেড়িয়ায় চোলাইয়ের ভাটিতে আবগারি ও পুলিশের যৌথ অভিযানে তুলকালাম
হাওড়ার উলুবেড়িয়ায় চোলাইয়ের ভাটিতে আবগারি ও পুলিশের যৌথ অভিযানে তুলকালাম। বাহিনীকে লক্ষ্য করে বোমাবাজি, ইটবৃষ্টি। নদীপথেও লঞ্চ নিয়ে অভিযান পুলিশের। বাজেয়াপ্ত ৬টি নৌকা, বিপুল পরিমাণ চোলাই মদ ও বেআইনি মদ তৈরির সামগ্রী।
West Bengal News Live Updates: জলপাইগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ বিজেপির
জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভার একটিও দখল করতে পারেনি বিজেপি। মোট ৫৭টি ওয়ার্ডের মধ্যে তারা জিতেছে শুধু মালবাজারের একটি ওয়ার্ডে। বিজেপির অভিযোগ, দেদার ছাপ্পা দিয়ে ভোটে জিতেছে তৃণমূল। বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।
WB News Live Updates: ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠানে অশান্তির আঁচ
ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠানে অশান্তির আঁচ। মঞ্চে না ডাকার অভিযোগে দলবল নিয়ে অনুষ্ঠানস্থল ছাড়লেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ। এই নিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের সঙ্গে তরজায় জড়ান তিনি। দলের জন্যই পদ পেয়েছেন, ভুলে যাবেন না! কড়া বার্তা জেলা তৃণমূলের সভানেত্রীর।