West Bengal News Live: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন, শুভেচ্ছা মোদির
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
১৪৭ বছরের কলকাতা পুরসভায় (KMC) লজ্জার ছবি। তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে বেনজির হাতাহাতি। মেয়রের সামনেই সজলদের (Sajal Ghosh) ধাক্কা।
তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের লড়াইয়ে রণক্ষেত্র কলকাতা পুরসভার অধিবেশন!
শাসক-বিরোধী মল্লযুদ্ধে পুরসভায় তুলকালাম। বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ মেয়রের। কিছু হলে প্রতিক্রিয়া তো হবেই, হুঙ্কার সুকান্তর। (Sukanta Bhattacharya)
১০০দিনের কাজের বকেয়ার দাবিতে তৃণমূলের দিল্লি চলো। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের বাড়ির সামনে ধর্নার ডাক। রামলীলা ময়দানে জমায়েতে পুলিশকে চিঠি।
বকেয়া আদায়ে গিরিরাজের সঙ্গে দেখা করতে চান মমতা-অভিষেক। ধর্না কর্মসূচির মধ্যেই চিঠি তৃণমূলের। ভাল করে হোক রাজধানী ভ্রমণ, কটাক্ষ বিজেপির।
অভিষেকের নারদ-মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলেই লড়াই! সৌগতের কটাক্ষের জবাবে এবার আসরে মদন।
ভোট-পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ করেও রেহাই পেলেন না আবু তাহের। জেলে পাঠাল কোর্ট। ষড়যন্ত্রের তত্ত্ব তৃণমূলের। কে লুকিয়ে রেখেছিল? কটাক্ষ বিজেপির।
ইস্পাত কারখানা তৈরির ঘোষণা সৌরভের। ১০ বছর ধরে পড়ে থাকা জিন্দলদের জমি ঘিরে ফের আশার আলো দেখছে শালবনি।
সৌরভকে নিয়ে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সঙ্গে রিয়াল মাদ্রিদের সান্টিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে সৌরভ। তুলনা টানলেন যুবভারতীর সঙ্গে।
বীরভূমে এবার আরেক সায়গল! প্রায় কোটি টাকা এফডি, জীবন বিমা, বান্ধবীকেও দামি গাড়ি উপহার! রাজ্য পুলিশের এসিবির জালে রামপুরহাটের কনস্টেবল।
বেলডাঙা বিস্ফোরণকাণ্ডে যোগ হল ইউএপিএ ধারা। সেনায় ব্যবহৃত গ্রেনেডের মতো বিস্ফোরক ব্যবহার, জানাল এনআইএ। আদালতে ধৃতদের জামিন খারিজের আর্জি।
Narendra Modi: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন, শুভেচ্ছা মোদির
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন। এই খবর পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে এগিয়ে নিয়ে চলেছে যে শান্তিনিকেতন, সেই সাংস্কৃতিক ঐতিহ্য ইউনেস্কোর হেরিটেজ তালিকাভুক্ত হওয়ায় আনন্দিত। এটা সমগ্র দেশবাসীর কাছে গর্বের।
Mamata Banerjee: গুরুদেবের হাতে লালিত, বাংলার গর্ব, শান্তিনিকেতনের UNESCO স্বীকৃতিতে মমতা
শান্তিনিকেতনের স্বীকৃতির খবরে স্পেন সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হওয়ায় আনন্দিত ও গর্বিত। এটা বিশ্ববাংলার কাছে গর্বের। গুরুদেবের আদর্শে লালিত হয়েছে শান্তিনিকেতন। প্রজন্মের পর প্রজন্ম তার পাশে থেকেছে। গত ১২ বছর ধরে শান্তিনিকেতনের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। অবশেষে বিশ্ব দরবারে স্বীকৃতি পেল সেই ঐতিহ্যবাহী স্থান।
Mamata Banerjee: দেশের সাংস্কৃতিক রাজধানী বাংলা, বার্সেলোনায় বললেন মমতা
স্পেনের মাটিতে দাঁড়িয়ে বাংলার জয়গান মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, বাংলাই পথ দেখিয়েছে দেশকে। বাংলা থেকেই একের পর এক বিশিষ্ট জন জিতেছেন নোবেল পুরস্কার। বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী।
Bankura News: বাঁকুড়ায় বিজেপির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ বিজেপিরই
বাঁকুড়ায় বিজেপির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ বিজেপিরই। প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিধায়ক, বিজেপি সভাপতির বিরুদ্ধে।
I.N.D.IA Alliance: 'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএমের কোনও প্রতিনিধি
'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএমের কোনও প্রতিনিধি। 'বিজেপির বিরুদ্ধে লড়াই-আন্দোলনে থাকলেও কোনও কমিটির সঙ্গে থাকবে না সিপিএম। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে। দেশে বিজেপি-র বিরুদ্ধে এবং রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে', দু'দিনের পলিটব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত। বঙ্গ সিপিএমের দাবিতেই সিলমোহর পলিটব্যুরোর।