West Bengal News Live Updates: হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর, তৃণমূলের 'সংহতি মিছিলে'র বিরুদ্ধে বিজেপি নেতার আবেদন খারিজ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE

Background
কলকাতা: সকাল থেকে ফের শহরে ED-র অভিযান। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) এবার তিন মিডলম্যান প্রসন্ন রায় এবং তাঁর সহযোগী প্রদীপ সিং ও রোহিত ঝা-র ৭টি ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। রণসাজে সজ্জিত কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে নিউটাউনের বলাকা আবাসনে দুই মিডলম্যান প্রসন্ন ও প্রদীপের দুটি ফ্ল্যাট, কাছেই আইডিয়াল ভিলায় প্রসন্নর বাংলো এবং আরও একটি ঠিকানায় পৌঁছে যায় ED। এ ছাড়াও, নিউটাউনের টার্মিনাস বিল্ডিংয়ে প্রসন্নর অফিস এবং মুকুন্দপুরের নয়াবাদের একতা আবাসনে প্রসন্নর সহযোগী ও আরেক মিডলম্যান রোহিত ঝা-র ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র দাবি, তদন্তে মিলেছে নতুন মিডলম্যান রোহিত ঝা-র নাম।
২০২২-এর ২৭ অগাস্ট, নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে গ্রেফতার হন এই প্রসন্ন রায়। CBI-এর দাবি, শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রসন্ন ছিলেন মিডলম্যান। তাঁর মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হয়েছে। ২০১৪ থেকে ’২২, এই ৮ বছরে ৪৬৩টি সম্পত্তির মালিক হয়েছেন প্রসন্ন, তাঁর স্ত্রী এবং আত্মীয়-স্বজন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কোটি কোটি টাকার এই সম্পত্তি নামে-বেনামে কেনা হয়েছে। চাকরি বিক্রির টাকাতেই এই বিপুল সম্পত্তি বলে দাবি করে CBI। এর মধ্যেই গত বছরের ১০ নভেম্বর, নিয়োগ দুর্নীতির দুটি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান মিডলম্যান প্রসন্ন রায়।
WB News LIVE Updates: ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভায় শর্তসাপেক্ষে অনুমতি
ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভায় শর্তসাপেক্ষে অনুমতি । ২১ জানুয়ারি আইএসএফের সভায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। দুপুর ২.৩০ থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সভার অনুমতি। '১ হাজার জনকে নিয়ে সভা করতে পারবে আইএসএফ। ব্যবহার করা যাবে না ১৫টির বেশি গাড়ি'২, উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, নির্দেশ হাইকোর্টের
West Bengal News LIVE Updates: রাম মন্দির উদবোধনের আগে শুভেন্দু অধিকারীর জেলায় এবার গীতা পাঠের আসর।
রাম মন্দির উদবোধনের আগে শুভেন্দু অধিকারীর জেলায় এবার গীতা পাঠের আসর। হলদিয়ার চৈতন্যপুরে অনুষ্ঠিত হল সহস্র কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। সনাতন ইউথ সেবা ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এই গীতা পাঠের আয়োজন করলেও তার পুরোধা ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজেপির মন্ডল সভাপতি থেকে বিজেপির একাধিক পদাধিকারী ছিলেন এই অনুষ্ঠানে। ভারতীয় প্রাচীন সংস্কৃতির প্রচারের জন্য এই গীতা পাঠের আয়োজন, বিজেপি নেতৃত্বরা এমন দাবি করলেও, তৃণমূলের দাবি, গীতাপাঠকে বিজেপি রাজনীতিতে নামিয়ে এনেছে।
WB News LIVE Updates: প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে নতুন সম্পত্তির হদিশ
প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে নতুন সম্পত্তির হদিশ। রাজারহাটের পাথরঘাটায় প্রসন্ন রায়ের বাগানবাড়িতে ইডি। 'কয়েক বছর আগে বাগানবাড়িটি কিনেছিলেন প্রসন্ন', নিউটাউনের বাংলোয় জিজ্ঞাসাবাদের সময়ই জানা গেছে বাগানবাড়ির তথ্য: সূত্র
West Bengal News LIVE Updates: আজ দিনভর মেঘলা আকাশ, পরে বৃষ্টির পূর্বাভাস
আজ দিনভর মেঘলা আকাশ, পরে বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুরের একাংশে বৃষ্টি শুরু। বৃষ্টিতে জল জমেছে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায়। বৃষ্টি দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়ায়। অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার থেকে অনেকটাই নীচে পারদ, থাকবে শীতের আমেজ
WB News LIVE Updates: 'আজ সারাদিন বাংলায় কথা বলব, সুপ্রিম কোর্টে উত্তর চাইলে উত্তর দেব', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'আজ সারাদিন বাংলায় কথা বলব, সুপ্রিম কোর্টে উত্তর চাইলে উত্তর দেব। আদালতকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'ভাল সিদ্ধান্ত, ভারতের বিভিন্ন আদালতে মাতৃভাষায় কথা বলা হয়।বিচারপতি সুকুমার চট্টোপাধ্যায় বাঙাল ভাষায় কথা বলতেন', আদালতে জানালেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। 'লক্ষ্য করেছি, অনেকে বাংলায় কথা বলেছেন বলে জিভ কেটেছেন। মাতৃভাষায় কথা বলার জন্য যদি জিভ কাটতে হয়, তাহলে ২১ ফেব্রুয়ারির কোনও মানে হয় না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
