(Source: Poll of Polls)
West Bengal News Live Updates: দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ফের বাড়তে শুরু করেছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের (Death) সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের মধ্যে প্রবীণদেরই সংখ্যা বেশি! পাশাপাশি গতকাল নবান্নের (Nabanna) বৈঠকের পর, আজ কলকাতার (Kolkata) রাস্তায় করোনা বিধি নিয়ে ফের সক্রিয় হয়েছে পুলিশ (Police)। মাস্ক (Mask) পরা, স্যানিটাইজার (Sanitizer) ব্যবহার ও ভ্যাকিসিনেশনের (Vaccination) ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা (Doctors)।
সংক্রমণের চতুর্থ ঢেউয়ে সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড (Long Covid)। দেখা দিচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট (Asthma), অবসাদ, মনসংযোগে সমস্যার মতো নানা সমস্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ভিড় বাড়ছে পোস্ট কোভিড (Post Covid) ক্লিনিকে।
রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সাংসদ-বিধায়কদের কাছে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানালেন দিলীপ ঘোষ। পাশাপাশি বললেন, বিজেপির টিকিটে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা পরে দল ছেড়েছেন তাঁরা দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে প্রায়শ্চিত্ত করুন।
ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু। বাঁশদ্রোণীতে ফ্ল্যাট থেকে উদ্ধার হল ১৯ বছরের তরুণীর ঝুলন্ত দেহ। সম্পর্কের টানা পোড়েনের জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও সুইসাইডের তত্ত্ব মানতে নারাজ তরুণীর পরিবার।
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বিধানসভায় PAC’র চেয়ারম্যান হওয়ায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে ক্ষুব্ধ মারোয়াড়ি সমাজ। আন্তর্জাতিক মারোয়াড়ি ফেডারেশনের চেয়ারম্যান একটি বিবৃতিতে জানিয়েছেন, মারোয়াড়ি সমাজ সুকান্ত মজুমদারের বয়ানের তীব্র ভর্ৎসনা করছে। এতদিন এনারা (বিজেপি নেতা) ধর্মীয় বিভেদের রাজনীতি করতে করতে এখন বাঙালি মারোয়াড়ি সমাজের মধ্যে বিভেদের রাজনীতি শুরু করেছেন। সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। একজন মারোয়াড়িকে বিধানসভার PAC’র চেয়ারম্যান করার জন্য আমরা মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা যারা পশ্চিমবঙ্গে জন্মেছি, ব্যবসা, বাণিজ্য, শিল্প, রাজনীতি, সমাজসেবা করছি, আমরাও প্রকৃত বাঙালি। আদি পুরুষ সূত্রে নিশ্চয়ই মারোয়াড়ি।
WB News Live Updates: ২১ জুলাই বন্ধ থাকছে শহরের বেসরকারি স্কুল
২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মহা-সমাবেশ। অতিমারীতে দু'বছর ভার্চুয়ালি হওয়ার পর এবারই এত বড় করে সমাবেশের আয়োজন করছে শাসকদল। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে এই অনুষ্ঠানের জেরে যাতায়াতের দুর্ভোগ হতে পারে। ভেবেচিন্তে তাই আগেভাগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতার একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।
West Bengal News Live Updates: ফাটল দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় নির্মীয়মান কালভার্টে
সবে কাজ হচ্ছে, তার মধ্যেই ফাটল দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় নির্মীয়মান কালভার্টে। আর সেই ঘটনা ঘিরে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। যার জেরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। স্থানীয় তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সব অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।
WB News Live Updates: গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড
গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড ।গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড টাঙানো হয় প্রচার মাইকিং চলে হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে। স্নান করতেও নিষেধ করা হয় হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে।তার পরেও হুশ ফেরেনি।তুলোপট্টি ঘাট বিপদজনক ঘাট গুলোর মধ্যে অন্যতম।জোয়ার আসার সময় স্নান করতে নামলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বেপরোয়া ভাবে স্নান করতে নামায় বার বার দুর্ঘটনা ঘটছে।
West Bengal News Live Updates: কমল রাজ্যের দৈনিক সংক্রমণ
সোমবারের বুলেটিনে সামান্য স্বস্তি। বেশ কিছুটা কমল দৈনিক কোভিড সংক্রমণ। ১৮ জুলাই প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হাজার দেড়েক।
WB News Live Updates: ভোলার আক্রমণে আহত ৪
পান্ডুয়ার খন্যান পশ্চিম পাড়ায় গ্রামের লোকেরাই নাম রাখে ভোলা।ভালই ছিল হঠাৎ কি হল, বেশ কিছুদিন ধরে গ্রামে রীতিমতো তান্ডব শুরু করে ভোলা।চাষের জমিতে নেমে সব্জি ফসল নষ্ট করতে থাকে। বছর খানেক আগে পায়ে চোট নিয়ে গ্রামে এসেছিল ভোলা,গ্রামবাসীরাই চাঁদা তুলে তার চিকিৎসা করে চোট সারিয়ে তোলে।সুস্থ হয়েই মাঠে নেমে পরে।ধান সব্জির দফারফা করতে থাকে।তার ভয়ে গ্রামবাসীরা তটস্থ।ভোলার আক্রমণে ইতিমধ্যেই চারজন আহত হয়েছে।