(Source: ECI | ABP NEWS)
West Bengal News Live : ভাঙড়ে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আনা হয়েছে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে
জেলা থেকে জেলা - গুরুত্বপূর্ণ খবর এক নজরে, এক ক্লিকে ।

Background
মনোনয়ন পর্বেই (Nomination Chaos) অবাধে সন্ত্রাস, ভাঙড়-ক্যানিং (Canning) থেকেই ফিরেই গ্রিভান্স সেল খুললেন রাজ্যপাল (Governor C V Ananda Bose)। অভিযোগ পাঠানো হবে কমিশন-রাজ্য সরকারের (West Bengal Government) কাছে।
গ্রিভান্স সেল খুলে বেনজির পদক্ষেপ রাজভবনের। এক্তিয়ার বহির্ভূত হস্তক্ষেপ, আক্রমণে তৃণমূল। নিষ্ক্রিয় কেন কমিশন-প্রশাসন (West Bengal State Election Commission)? পাল্টা বিরোধীরা।
ভাঙড়ের পর সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিংয়ে রাজ্যপাল। কথা বললেন মনোনয়ন না দিতে পারা বাম-বিজেপি-আইএসএফ প্রার্থীদের (ISF Candidate) সঙ্গে।
ভাঙড়, ক্যানিং ঘুরে দেখার পরে আজ মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল।ফোনে কথা বললেন খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবারের সঙ্গে।
মনোনয়নের পর সক্রুটিনি পর্বেও ঝরল প্রাণ। মালদার সুজাপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। প্রতিবাদে অবরোধ।
ভোটের আগেই ৯ দিনে সন্ত্রাসের বলি ৬। সুজাপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ মন্ত্রী। শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা অধীর।
মনোনয়নপর্ব থেকেই বেলাগাম সন্ত্রাস, পরপর খুন। তাও কিছুই জানে না রাজ্য নির্বাচন কমিশন! অভিযোগ না পাওয়ার দাবি করে এখনও রিপোর্টের অপেক্ষা!
ফের অশান্ত দিনহাটা। পুলিশের সামনেই বোমা! নিশীথের গাড়িতেও হামলার অভিযোগ। সুরক্ষিত নন মন্ত্রীও, আক্রমণে শুভেনদু। সব নাটক, পাল্টা তৃণমূল।
কোর্টের নির্দেশে মনোনয়ন দিয়েও নেই রেহাই। হুমকির মুখে ঘর ছেড়ে পার্টি অফিসে সন্দেশখালির বিজেপি প্রার্থীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তৃণমূল।
রাজ্যপালকে ফের কুরুচিকর আক্রমণে মদন।
উত্তর থেকে দক্ষিণ। দিকে দিকে সন্ত্রাস। তাও সর্বত্র কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি রাজ্যের। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে রাজ্য ও কমিশন।
WB News Live Update: দিকে দিকে মনোনয়ন প্রত্যাহার করতে বিরোধী প্রার্থীদের হুমকির অভিযোগ, আক্রমণে শুভেন্দু
দিকে দিকে মনোনয়ন প্রত্যাহার করতে বিরোধী প্রার্থীদের হুমকির অভিযোগ, আক্রমণে শুভেন্দু। "সশব্দ বিপ্লব" অথবা মাননীয়ার কথায় বললে "প্রতিবাদ" হচ্ছে প্রতিরোধের !
আসলে এই ভাবে বিপ্লব বা প্রতিবাদ করে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার না করাতে পারলে, তোলামূল দলটাই যে বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাবে। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
WB News Live: রাজভবনে কন্ট্রোল রুমে খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ১০০-র বেশি অভিযোগ
রাজভবনে কন্ট্রোল রুমে খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ১০০-র বেশি অভিযোগ। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে রাজভবনের দ্বারস্থ দার্জিলিঙের বিজেপি সাংসদ। রাজভবনের কন্ট্রোল রুমে ফোন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের। মুখ্যসচিব ও রাজ্য নির্বাচন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের। দার্জিলিঙের জেলাশাসককে ফোন করে দ্রুত পদক্ষেপ নিতে বলল রাজ্য নির্বাচন কমিশন।























