WB News Live : ডায়মন্ড হারবারে সভা ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির
West Bengal News : জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE

Background
WB News Live : ডায়মন্ড হারবারে সভা ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির
ডায়মন্ড হারবারে সভা ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির। লাইট হাউস মাঠ থেকে চেয়ার সরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সভা ভেস্তে দেওয়ার চক্রান্তের অভিযোগ। কাল দুপুর ১টায় অভিষেকের কেন্দ্রে শুভেন্দুর জনসভা। ১ ঘণ্টা পরে দুপুর ২টোয় শুভেন্দুর গড় কাঁথিতে অভিষেকের সভা ।
WB News Live Update : ‘নেতাদের বিরুদ্ধে কেউ কিছু বললে ছেড়ে দেব না’, ফের হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর
‘বিজেপির কোনও গুন্ডা যেন ঢোল বাজানোর সাহস না পায়’। ‘নেতাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা ছেড়ে দেব না’। কোচবিহারের সভা থেকে ফের হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর
WB News Live : লুকোচুরি খেলতে গিয়ে দশ তলার ফায়ার স্যাব থেকে হুড়মুড়িয়ে নীচে পড়ে গেল শিশু
লুকোচুরি খেলতে গিয়ে দশ তলার ফায়ার স্যাব থেকে হুড়মুড়িয়ে নীচে পড়ে গেল শিশু। ফায়ার স্যাবের দরজা কেন বন্ধ করা ছিল না? প্রশ্ন তুলে আবাসনের অফিস ঘিরে বিক্ষোভ দেখান আবাসিকরা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছে শিশু।
WB News Live Update : কাল বোর্ড গঠন হচ্ছে না ঝালদা পুরসভায়
কাল বোর্ড গঠন হচ্ছে না ঝালদা পুরসভায়। তৃণমূল কাউন্সিলরকে প্রশাসক হিসেবে নিয়োগ পুর ও নগরোন্নয়ন দফতরের। নতুন প্রশাসক এক মাসের নোটিস দিয়ে ফের আস্থা ভোট ডাকতে পারেন, খবর সূত্রের।
WB News Live : তৃণমূল -বিজেপির প্রচার অভিযান ঘিরে সরগরম কোচবিহার
ঢেঁড়া পিটিয়ে প্রচার, পাল্টা প্রচার। তৃণমূল -বিজেপির প্রচার অভিযান ঘিরে সরগরম কোচবিহার। এরইমধ্যে, প্রচার চলাকালীন, তৃণমূলের জেলা সভাপতির সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে শাসক শিবির। বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। শুরু তো করেছে শাসকদলই, পাল্টা কটাক্ষ বিজেপির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
