WB News Live: চিটফান্ডকাণ্ডে CBI’এর হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
দিল্লির পর এবার কলকাতা (Kolkata)। কয়লাপাচার (Coal Smuggling Case) মামলায় আজ অভিষেককে (Abhishek Banerjee) ইডির তলব। সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় আজ রায় দেবে ডিভিশন বেঞ্চ। সিবিআই (CBI) থেকে মানিক-অপসারণ, সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে মামলায় আজ রায়।
শুভেন্দুর পর এবার দিলীপ (Dilip Ghosh)। ডিসেম্বরেই তৃণমূল সরকারের পতনের হুঙ্কার। ‘দিদিমণির বিসর্জন হয়ে গেলে ডিসেম্বরেই এমনিতেই পড়ে যাবে সরকার।' তোপ দিলীপের।
পুজোর (Durga Puja) বাকি আর এক মাস। ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতিতে ধন্যবাদ জানিয়ে জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত রঙিন শোভাযাত্রা। পা মেলালেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই পুজোর পদযাত্রা। কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা শুভেন্দু-সেলিমের। বিশ্বে বাংলার স্বীকৃতি দেখে গাত্রদাহ, পাল্টা তৃণমূল।
ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে কে? গবেষকের কৃতিত্ব চুরির অভিযোগ সুকান্ত-সুজনের। খারিজ খোদ গবেষকের।
দুর্গাপুজোর জন্য ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার করে অনুদান। কোথা থেকে আসছে টাকা? বিদ্যুতে ছাড় মিলবে ঘরোয়া সংযোগেও? হাইকোর্টে (High Court) ফের মামলা।
নিয়োগ মামলায় পার্থ-রক্ষী বিশ্বম্ভরের ১০ ঘনিষ্ঠের কীভাবে চাকরি?
সিবিআইকে (CBI) জেরার সময়সীমা বাঁধল হাইকোর্ট। ২০ সেপ্টেম্বর রিপোর্ট পেশের নির্দেশ।
২০১৪-র টেটের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত ৪ ব্যাগ নথি ফেরত পাঠাল হাইকোর্ট। এই মুহূর্তে গ্রহণযোগ্যতা নেই বলেও নথি সংরক্ষণের নির্দেশ।
এসএসসি গ্রুপ ডি (SSC Group D) চাকরির নিয়োগেও জড়িত পার্থ। ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্তদেবের সুপারিশ করা ইন্দ্রনীলের অ্যাডমিট কার্ড পাওয়ার দাবি।
রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগে খড়গপুরে দিলীপের সভায় ধুন্ধুমার। মঞ্চ থেকে নামিয়ে দড়ি দিয়ে বেঁধে মার। আমিও প্রতারিত, দাবি অভিযুক্তের।
এবার সুকান্তকেই ব্যক্তিত্বহীন বলে আক্রমণে অনুপম! 'দো আঁশলা লোক নিয়ে সংগঠন করা খুব মুশকিল। রাজ্য সভাপতির মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন', খোঁচা অনুপমের।
WB News Live: হাওড়ায় বাজারের মধ্যে, ভর দুপুরবেলা, ব্যবসায়ীকে খুন
হাওড়ায় বাজারের মধ্যে, ভর দুপুরবেলা, ব্যবসায়ীকে খুন। বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্কিত বাজারের ক্রেতা-বিক্রেতা সকলেই। পুলিশের অনুমান, খুনে অভিযুক্ত বিহারে পালিয়ে গেছে। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
West Bengal News Live: একাদশ শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জওহর নবোদয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে হস্টেল থেকে উদ্ধার হয় দেহ। স্কুল সূত্রে খবর, প্রতিদিন সকালে স্কুলের মাঠে শরীরচর্চার প্রশিক্ষণ দেওয়া হয়। আজ সকালে রাহুল গিরি নামে ওই ছাত্র মাঠে হাজির না হওয়ায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই দেখা যায়, হস্টেলের বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন ওই ছাত্র। মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
কী কারণে মৃত্যু, তা স্পষ্ট নয়। মহিলাষদল থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
West Bengal News Live: পশ্চিম বর্ধমানের লাউদোহা কয়লা খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ
পশ্চিম বর্ধমানের লাউদোহা কয়লা খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ। শীর্ষা গ্রামে একের পর এক বাড়িতে ফাটল। আতঙ্কে ঘরছাড়া অনেকে। ঝড়-বৃষ্টিতে কোথায় গিয়ে দাঁড়াবেন, চিন্তায় শীর্ষার বাসিন্দারা। ECL কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব স্থানীয়রা।
West Bengal News Live: চিটফান্ডকাণ্ডে CBI’এর হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি
চিটফান্ডকাণ্ডে CBI’এর হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি। সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৮০ লক্ষ টাকা। মিলেছে দেশি আগ্নেয়াস্ত্র। অভিযোগ, প্রোটেকশন মানি হিসেবে বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি।
WB News Live: পূর্ব বর্ধমানে ফের হামলার অভিযোগ সিপিএমের পার্টি অফিসে
পূর্ব বর্ধমানে ফের হামলার অভিযোগ সিপিএমের পার্টি অফিসে। বর্ধমান শহরে বড়ো নীলপুরের পার্টি অফিসের সামনের শহিদ বেদী ভেঙে দেওয়া হয়। তালা ঝুলিয়ে দেওয়া হয় পার্টি অফিসের গেটে। পরে নেতাদের উপস্থিতিতে সিপিএম কর্মীরা তালা ভেঙে অফিসে ঢোকেন। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।