WB News LIVE Blog: ‘মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়’, ১৭২ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে জেনে নিন আপনার জেলার খবর
LIVE
Background
কলকাতা: মোদি (Narendra Modi) নয়, এটা বিজেপির (BJP) কারবার। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিধানসভায় আক্রমণ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। ফাঁদ পেতে লাভ নেই, পাল্টা শুভেন্দু (Suvendu Adhikari)।
তুমি চুরি করলে সাধু, আমাদের হলেই সিবিআই (CBI)! এজেন্সি নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। দুর্নীতিতে কড়া মোদি, যাই করুক কেন, লাভ নেই, পাল্টা শুভেন্দু।
সিবিআই (CBI)-ইডির (ED) অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় সরকারের প্রস্তাব। ১৮৯-৬৪ ভোটে পাস। চুরি করলে ধরা পড়বেই, পাল্টা শুভেন্দু।
কেন পরপর CBI-নির্দেশ, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
CBI-তদন্তে ঢিলেমি বরদাস্ত নয়, কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বিচারবিভাগের একাংশ নিয়ে অভিষেকের মন্তব্য, কড়া প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
এজেন্সি নিয়ে সংঘাতের মধ্যেও সৌজন্য। মমতা-শুভেন্দুর নমস্কার-প্রতি নমস্কার। ভোটাভুটিতে ওয়াকআউট না করে মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনল বিজেপি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের হাতে গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। দফায় দফায় জেরার পরে এই প্রথম কোনও উপাচার্য গ্রেফতার ।
পার্থ-কল্যাণময়-শান্তিপ্রসাদ-অশোক সাহার পরে এবার গ্রেফতার সুবীরেশ। বাড়ি-অফিসে তল্লাশি, তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করল সিবিআই।
নিয়োগ-দুর্নীতির দায় এড়ালেন পার্থ। ফাইল আসত, সই করতাম, আধিকারিকদের ভরসা করেছিলাম, সিবিআই জেরায় দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
৫০ কোটি নগদ, কেজি কেজি সোনা, অভিজাত এলাকায় জমি, ফার্ম হাউস। ইডির হাতে নামে বেনামে পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি।
তদন্ত শুরুর ৫৮দিনের মাথায় স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডির প্রথম চার্জশিট। ২টি ট্রাঙ্কে ভরে প্রায় ১৫ হাজার পাতার নথি আদালতে পেশ।
WB News Live Updates: ‘মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়’, ১৭২ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির
‘মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়’। ১৭২ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। 'সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়’। ‘দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে’। ‘আপত্তি নেই বলে নো-অবজেকশনও দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়’। নিয়োগ দুর্নীতিতে ১৭২ পাতার চার্জশিটে এমনই দাবি ইডির। কেন এমন চিঠি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়? জানতে চায় ইডি।
WB News Live Updates: হরিদেবপুরে বিদ্যুতের তারে গাছ পড়ে বিপত্তি
হরিদেবপুরে বিদ্যুতের তারে গাছ পড়ে বিপত্তি। সন্ধে সাড়ে ৭টা থেকে এখনও বিদ্যুৎহীন গোটা এলাকা। গাছ পড়ে যাওয়ায় বন্ধ রাস্তা, আটকে বহু বাস, চূড়ান্ত দুর্ভোগ।
টালিগঞ্জ থেকে জোকা যাওয়ার পথে গোটা এলাকা বিদ্যুৎহীন।
WB News Live Updates: আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে SFI-DYFI, স্বাগত বিজেপি বিধায়কের
আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে মঙ্গলবার ধর্মতলায় ইনসাফ সভা করল SFI-DYFI। বিশাল জমায়েতের সেই কর্মসূচিকে কার্যত স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ । বামেরা এতে গুরুত্ব দিতে নারাজ। যদিও, বিজেপি বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে, বাম-বিজেপি আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।
WB News Live Updates: ইডি অফিসে ব্যবহৃত গাড়ি চালকের ওপর হামলার অভিযোগ বিধাননগরে
ইডি অফিসে ব্যবহৃত এক গাড়ি চালকের ওপর হামলার অভিযোগ উঠল বিধাননগরে। এই ঘটনায় ৫ দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চালক বিট্টুকুমার সিং। তাঁর অভিযোগ, বিধাননগরের পুলিশ কমিশনারের অফিসের অদূরেই পাঁচ দুষ্কৃতী এসে প্রথমে তাঁর গাড়ি থামায়। গাড়িটি ইডি অফিসে ব্যবহৃত হয় কিনা জিজ্ঞাসা করে দুষ্কৃতীরা। উত্তর না পেয়ে শুরু হয় মারধর। গাড়ির ভিতর থেকে নথিও ছিনিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই আতঙ্কে ইডি অফিসে ব্যবহৃত অন্যান্য গাড়ির চালকরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
WB News Live Updates: ছেলের জন্মদিনেই খন্যানের তৃণমূল নেতার রহস্যমৃত্যু
২দিনের মধ্যে হুগলিতে ২ তৃণমূল নেতার রহস্যমৃত্যু। অন্ডালের পর এবার পান্ডুয়ার খন্যানে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। হুগলির খন্যানে তৃণমূলের কার্যকরী সভাপতির রহস্যমৃত্যু। ছেলের জন্মদিনেই খন্যানের তৃণমূল নেতার রহস্যমৃত্যু। ওষুধ দোকানের পিছনে ডাক্তারের চেম্বারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ধারের টাকা ফেরত না পেয়েই আত্মঘাতী, অনুমান স্থানীয়দের। আত্মহত্যা করলে, কেন? পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টায় পুলিশ।