(Source: Poll of Polls)
West Bengal News Live: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
আজ তৃণমূলের একুশে জুলাই (21 July)। পঞ্চায়েত ভোটের আগে কী বার্তা দেবেন নেত্রী? জেলা থেকে কলকাতামুখী তৃণমূলকর্মী-সমর্থকরা (TMC Supporters)। মিছিল আসবে অন্তত ৮টি পথে।
ধর্মতলায় (Dharmatala) ২১শে জুলাইয়ের সভামঞ্চে বেনজির সুরক্ষা। বহুতলের ছাদ থেকে নজরদারি। ৩ ধাপে তৈরি মঞ্চ।
হাইকোর্টের (High Court) অনুমতির পরেও আজ হাওড়ায় শুভেন্দুর সভা বাতিল। এত শর্ত মানা সম্ভব নয় বলে দাবি। লোক হবে না বুঝে পলায়ন, কটাক্ষ কুণালের।
সাগরে বাঁধ পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা। বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান, কালো পতাকা।
মূল্যবৃদ্ধি থেকে জিএসটি-ফের উত্তপ্ত সংসদ। দফায় দফায় হইচই। শ্যামবাজার থেকে মিছিলে সেলিম, গড়িয়াহাটে মিছিলের নেতৃত্বে সূর্যকান্ত।
বর্ধমানের পর এবার হাওড়া। বিষ মদে ৮জনের মৃত্যুর অভিযোগ, বেশ কয়েকজন অসুস্থ। সংগঠিত অপরাধের অভিযোগে সরকারকে আক্রমণে বিরোধীরা। পদক্ষেপের পাল্টা দাবি তৃণমূলের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের আড়াই হাজার ছুঁইছুঁই। ৬জনের মৃত্যু। আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী। দেশে একদিনে ২০ হাজার পার সংক্রমণ।
আবেগের একুশ, লক্ষ্য ধর্মতলা। কালিম্পং থেকে কাকদ্বীপ। ৫০ ক্যামেরায় ৫০ রিপোর্টার। তৃণমূলের শহিদ দিবসের এক্সক্লুসিভ কভারেজ। শুধুমাত্র এবিপি আনন্দে।
WB News Live Updates: দ্রৌপদীর পক্ষে কার ১টি ভোট?
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভাতেও ক্রস ভোট! কার ১টি ভোট পড়ল দ্রৌপদীর পক্ষে?
WB News Live Updates: বাংলাতেও ক্রস ভোট!
রাষ্ট্রপতি ভোটেও বাংলায় ক্রস ভোট! ২৯১টি ভোটের মধ্যে শুভেন্দুর হিসেবের বাইরেও ১টি ভোট। ২২১টির বদলে ২১৬টি ভোট পেল তৃণমূল।
WB News Live Updates: একুশে জুলাই সমাবেশে যোগ দিয়েই ভিড় আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে
একুশের সমাবেশে যোগ দিতে আসা তৃণমূল কর্মী, সমর্থকরা ভিড় করেছেন, আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে।
WB News Live Updates: প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ দেহ
প্রকাশ্য রাস্তায় পড়ে গুলিবিদ্ধ দেহ! তার পাশেই পড়ে আগ্নেয়াস্ত্র! পুলিশ সূত্রে দাবি, গতকাল রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে তারাতলার হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকায়।
WB News Live Updates: নিঁখোজ পর্যটক
উত্তরবঙ্গ থেকে সুন্দরবনে বেড়াতে এসে, লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ এক পর্যটক। নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী।