West Bengal News Live: নরেন্দ্রপুরে ভুয়ো পরিচয়ে চিকিত্সা করার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: সিবিআই (CBI) তদন্ত না সিআইডির (CID) সিটেই আস্থা (SIT)? আনিস হত্যাকাণ্ডের (Anis Murder Case) মামলায় আজ রায় দেবে হাইকোর্ট (Kolkata High court)। সকাল সাড়ে ১০টায় রায়দান।
প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primery Education) সভাপতিকে এখনই অপসারণের নির্দেশ হাইকোর্টের (Kolkata High court)। আজ দুপুরের মধ্যে হাজিরার নির্দেশ। আপাতত দায়িত্বে সচিব।
শিক্ষক নিয়োগে পর্ষদের নথিতে জালিয়াতির সন্দেহ কোর্টের (Kolkata High court)। ফরেন্সিকের জন্য দিল্লি (Delhi) পাঠাতে সিবিআইকে নির্দেশ। পুনর্মূল্যায়ন কমিটি নিয়েও প্রশ্ন।
দাদামণি যাদের চাকরি দিয়েছিলেন, তাদের কী হবে? এবার শুভেন্দুকে (Suvendu Adhikari) আক্রমণে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রমাণ করলে রাজনীতি থেকে অবসরের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)।
এসএসসি নিয়ে তোলপাড়ের মধ্যেই এই প্রথম পার্থের পাশে দাঁড়িয়ে সরব মমতা। একটা মামলা করেই লাফাচ্ছে বলে খোঁচা দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি।
অগ্নিবীরের নাম ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি। বিধানসভায় বিস্ফোরক মমতা। ত্রিপুরায় আক্রমণে অভিষেকও। সেনাকে অপমান, পাল্টা শুভেন্দু।
দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিপথে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। প্রত্যাহারের দাবিতে যন্তরমন্তরে ধর্নায় কংগ্রেস। রাষ্ট্রপতির কাছে দরবার।
প্রথমে যে কোনও সংস্কারই অপ্রিয় মনে হয়, পরে বোঝা যায় সুফল, নাম না করে সওয়াল মোদির। আজ ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক।
ফারুক আবদুল্লার পরে রাষ্ট্রপতি ভোটে বিরোধী প্রার্থী হতে গোপালকৃষ্ণ গাঁধীও নারাজ। আমার চেয়ে অন্যেরা অনেক ভাল হতে পারে বলে বার্তা।
ফারুক-গোপালকৃষ্ণের প্রত্যাখ্যানের পরে বিরোধী প্রার্থী কে? জল্পনায় তৃণমূলের যশবন্ত সিন্হা। আজ দিল্লির বৈঠকে প্রস্তাবের সম্ভাবনা।
বাংলায় সিঙ্গল ইঞ্জিন সরকার, ত্রিপুরায় ডবল ইঞ্জিনের চেয়ে ঢের ভাল। ভোটের প্রচারে গিয়ে আক্রমণে অভিষেক। গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে ইডির সাড়ে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। আজ ফের তলব। প্রতিহিংসার অভিযোগ কংগ্রেসের। খারিজ বিজেপির।
রামপুরহাট গণহত্যার সঙ্গে তৃণমূল নেতা খুনে সিবিআইয়ের চার্জশিট। ভাদু শেখের মামলায় শুরু অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া।
পাভলভ নিয়ে এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। সুপারকে স্বাস্থ্য আধিকারদের জিজ্ঞাসাবাদ। হাসপাতাল পরিদর্শন।
WB News Live Updates: নরেন্দ্রপুরে ভুয়ো পরিচয়ে চিকিত্সা করার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ভুয়ো পরিচয়ে চিকিত্সা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, অন্য ব্যক্তির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্সা করতেন তিনি। অবশেষে আজ সকালে পাড়া প্রতিবেশীর সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।
West Bengal News Live: পাভলভ মানসিক হাসপাতালের সুপারের ক্ষমতা খর্ব করা হচ্ছে
পাভলভ মানসিক হাসপাতালের সুপারের ক্ষমতা খর্ব করা হচ্ছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, এবার থেকে ন্যাশনাল মেডিক্যালের সুপার দেখবেন পাভলভের প্রশাসনিক কাজকর্ম। সেইসঙ্গে পাভলভে আনা হচ্ছে অতিরিক্ত একজন ডেপুটি সুপারও।
WB News Live Updates: বাইপাসে, চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে, রাস্তার পাশে ধস
বাইপাসে, চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে, রাস্তার পাশে ধস। বেশ খানিকটা অংশে ফাটল ধরে। নিউগড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি বলে দাবি। সমস্যার সুরাহা করা গিয়েছে বলে দাবি নির্মাণকারী সংস্থার।
West Bengal News Live: শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ
শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। বিদেশিদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। উদ্ধার ৪২ লক্ষেরও বেশি টাকা।
WB News Live Updates: ফের দালাল চক্রের হদিশ আরজি কর মেডিক্যাল কলেজে
ফের দালাল চক্রের হদিশ আরজি কর মেডিক্যাল কলেজে। এর সঙ্গে যুক্ত আছে এরকম তিনজন হাসপাতালের কর্মী চিহ্নিত।