West Bengal News Live: নগদে ২০ কোটি উদ্ধার পার্থ-ঘনিষ্ঠের বাড়ি থেকে, দূরত্ব রাখছে তৃণমূল
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) তদন্তে ইডির (Enforcement Directorate) তল্লাশিতে উদ্ধার বান্ডিল বান্ডিল ২০০০ ও ৫০০ টাকার নোট। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার ২০ কোটি টাকা।
পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা। উদ্ধার ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা, নথি। মিলল সন্দেহজনক সংস্থার হদিশ।
ইডি তল্লাশিতে পার্থর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বস্তা ভর্তি টাকা। কোথা থেকে এল এত টাকা ? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডির।
প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে ইডি। পার্থকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এলেন আরও ইডি আধিকারিক। হানা শিক্ষা প্রতিমন্ত্রী মেখলিগঞ্জের বাড়িতেও।
ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় ও পার্সোন্যাল সেক্রেটারি। পিংলায় পার্থর জামাইয়ের মামার বাড়িতে ও নিউ ব্যারাকপুরে পার্সোন্যাল সেক্রেটারির বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের।
ইডির টাকা উদ্ধারের সঙ্গে দলের সম্পর্ক নেই। তদন্তে যাদের নাম উঠে আসছে, জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের। সঠিক সময় বক্তব্য জানাবে তৃণমূল কংগ্রেস। প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
রক্ষীর বাড়িতে কোটি কোটি, ঘনিষ্ঠের বাড়িতে কত, আর মাথার বাড়িতে কত ? আক্রমণ দিলীপের। হিমশৈলের চূড়ামাত্র, কটাক্ষ সুজনের।
শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার কলকাতা সহ একযোগে ১৪ জায়গায় হানা ইডির। শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ তিন মন্ত্রী-বিধায়কের বাড়িতে তল্লাশি।
অবশেষে প্রকাশ্যে উপেন বর্ণিত রঞ্জন ওরফে চন্দন। বাগদার বাড়িতে ইডি হানা। টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ। তলবের পর হাইকোর্টে হাজিরা।
হাইকোর্টে হাজিরা বাগদার চন্দনের। এঁকে চেনেন, উপেন বিশ্বাসকে প্রশ্ন আদালতের। কোনওদিন দেখা হয়নি, তাই চিনি না, বিচারপতিকে জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। (চন্দনের বাইটঃ নো
মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হানা ইডির। এসএসসির প্রাক্তন উপদেষ্টা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব সহ উপদেষ্টা কমিটির অন্য প্রাক্তন সদস্যদের বাড়িতেও তল্লাশি।
প্রতিহিংসায় নেতা-কর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে দায়ী থাকবে সিবিআই-ইডি। হুঁশিয়ারি চন্দ্রিমার। আন্দোলনকারীদের শরীরের অবস্থার কথা মনে ছিল না, পাল্টা সুকান্ত।
কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর কোথায় সম্পত্তি রয়েছে, সে বিষয়ে নেওয়া হচ্ছে খোঁজ।
উপ রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এই সময়টা অহংবোধ নয়, একতা দেখানোর সময়। ট্যুইট বিরোধী প্রার্থী মার্গারেট আলভার।
রাজ্যে বাড়ছে করোনা আক্রান্ত হয় মৃত্যুর সংখ্যা। একদিনে মৃত ৭ জন, সংক্রমিত ২২৩৭ জন। দৈনিক পজিটিভিটি রেট ১৪ শতাংশ।