West Bengal News Live: এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে পার্থকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় গ্রেফতার পার্থ। খারিজ জামিনের আবেদন। মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতাও গ্রেফতার। ২দিনের ইডি (ED) হেফাজতে পার্থ। কোর্টের নির্দেশে এসএসকেএমে (SSKM) ভর্তি করা হয়েছে। জোকা ইএসআইয়ে মেডিক্যালের পরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হল অর্পিতাকে। আজ তোলা হবে আদালতে।
মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এখনই ব্যবস্থা নয়, জানিয়ে দিল দল। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে দল ও সরকার বললেন কুণাল ঘোষ।
মন্ত্রী-ঘনিষ্ঠের ফ্ল্যাটে টাকার পাহাড়! ২১ কোটি টাকা, প্রায় দেড় কোটির সোনা, বিদেশি মুদ্রা নিয়ে যাওয়া হল ট্রাক ভর্তি ট্রাঙ্ক! বিপুল নগদ উদ্ধারের পর গ্রেফতার অর্পিতা। ২১ কোটি টাকা নগদ কোথা থেকে এল? প্রশ্ন সুকান্ত মজুমদারের।
অর্পিতার ফ্ল্যাটে টাকা-গয়নার পাশাপাশি উদ্ধার শিক্ষা দফতরের খাম। কীভাবে টাকা পৌঁছত আমলা-নেতা-মন্ত্রীদের কাছে? জানিয়েছেন মন্ত্রী-ঘনিষ্ঠ, দাবি করা হয়েছে ইডি সূত্রে।
হাইকোর্ট সিবিআই (CBI) তদন্ত দিয়েছিল, কেন অতিসক্রিয় ইডি? কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। অর্পিতা-পার্থর সরাসরি ন। তদন্ত করব না? পাল্টা ইডি।
২১ জুলাইয়ের মঞ্চ আলো করে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী। নতুন ছবি ট্যুইট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক নেই, পাল্টা দাবি কুণাল ঘোষের।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির জালে হেভিওয়েট। মন্ত্রী ঘনিষ্ঠের ফ্ল্যাটে নগদ ২১ কোটি টাকারও বেশি! শান্তিনিকেতনে একাধিক বাড়ি ঘিরে সন্দেহ ইডির।
টাকা, ১০টি বাড়ির মালকিন পার্থ-ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা, অভিযোগ দিলীপের। অধ্যাপিকার দাবি, 'আমার পেশায় আমি সত্, উনি শিক্ষামন্ত্রী, আমি শিক্ষিকা, যোগাযোগ এটুকুই।'
টাকার পাহাড়ে মন্ত্রী-ঘনিষ্ঠ! ধর্মতলায় চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) নালিশ চাকরিপ্রার্থীদের।
WB Live News: অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২২ কোটি টাকা কার ? চড়ছে তরজা
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২২ কোটি টাকা কার? এই প্রশ্নকে সামনে রেখে ক্রমশ চড়ছে তরজা। নির্বাচনে এই টাকা ব্যবহার করা হয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সিপিএমের অভিযোগ, তোলার টাকায় সমৃদ্ধি লাভ করেছে তৃণমূল। যদিও এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে জানিয়েছে রাজ্যের শাসকদল।
West Bengal Live News: এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার অবস্থা। এরই মধ্যে এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার হয়েছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
WB Live News: এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে পার্থকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
কাল সকালে পার্থকে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে। এসএসকেএম থেকে বিমানবন্দর পর্যন্ত এসএসকেএমের অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকবেন এসএসকেএম-এর চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
West Bengal Live News: গ্রেফতার হওয়ার পর চার বার মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা পার্থর!
গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অ্যারেস্ট মেমোতে এই তথ্যই তুলে ধরা হয়েছে বলে, ED সূত্রে দাবি। তুঙ্গে রাজনীতি।
WB Live News: প্রসেনজিত্, ঋতুপর্ণা, নুসরতের পাশে নাকতলা পুজোর মুখ কী করে হলেন অর্পিতা, উঠছে প্রশ্ন
পরপর দু’বছর নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মুখ ছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়। যে পুজো কমিটির অ্যাম্বাসাডর হন প্রসেনজিত্, ঋতুপর্ণা, নুসরত, অপরাজিতা আঢ্যর মতো, টলিউড তারকারা... সেখানে কীকরে সুযোগ পেলেন অর্পিতা? কারও সুপারিশ ছিল কি? উঠছে প্রশ্ন।