West Bengal News Live Updates: চলন্ত ট্রেনে রেলকর্মী ও জিআরপি-র মধ্যে হাতাহাতি, ভাইরাল ভিডিও
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: গোলি মারো (Goli Maro) স্লোগান উঠল! ক্যাম্পাস লক্ষ্য করে জুতো প্রদর্শন হল! বিরোধী দলনেতা আড়ং ধোলাইয়ের হুঙ্কার দিলেন! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রের মৃত্যুর ঘটনায় গেরুয়া ব্রিগেডের কর্মসূচি ঘিরে এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। যুব মোর্চার বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ে ৪ নম্বর গেটের সামনে মানববন্ধন করেন অধ্যাপকরা। সামগ্রিক বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
সেনার জংলা পোশাকে যাদবপুরের ক্যাম্পাসে ঢোকার ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের (Police)। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে নোটিস পাঠাল পুলিশ। তলব করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকেও। অন্যদিকে, লালবাজার সূত্রে খবর, অভিযুক্ত সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক সাদেক হোসেন বেপাত্তা। তাঁর মোবাইল ফোন সুইচড অফ। বাড়িতে নোটিস দিতে গেলে, তা গ্রহণ করেননি অভিযুক্তের স্ত্রী, দাবি পুলিশ সূত্রে।
রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম ববিতা রায়। বয়স ৩৫ বছর। দক্ষিণ দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের, ক্ষুদিরাম সরণীর বাসিন্দা ছিলেন তিনি। ডেঙ্গির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ, দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুর ৩টেয় সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে NS1 পজিটিভ লেখা আছে।
তল্লাশির সময় বেআইনিভাবে ১৬টি ফাইল ডাউনলোড করা হয়েছিল। করা হয়েছে তথ্যের হেরফের। সে বিষয়ে কাউকে জানানোও হয়নি। সিজার লিস্টেও ছাল না কোনও উল্লেখ। এই মর্মে এবার লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্ট। অভিযোগপত্র মিলেছে। অনুসন্ধান করে দেখা হচ্ছে, জানানো হয়েছে লালবাজার সূত্রে।
মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। ১৮ জনের মৃতদেহ নিয়ে আসা হল গ্রামে। চতুর্দিকে শুধু স্বজনহারানোর হাহাকার। এবারই প্রথম নয়, ৪ মাস আগে, মিজোরামেই এক ব্রিজ দুর্ঘটনায় পা হারান মালদার রতুয়ার এক পরিযায়ী শ্রমিক। সকলেরই এখন একটাই দাবি, এ রাজ্য়ে কাজের সুযোগ করে দিক সরকার।
যাদবপুর-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিং রুখতে নেওয়া হবে ইসরোর প্রযুক্তির সহায়তা। মালদা যাওয়ার পথে ট্রেনেই ইসরোর চেয়ারম্যান ও যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। পরে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বললেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ওয়ার্ক অর্ডারে সই হলেও, শুরু হল না কাজ।
West Bengal News LIVE Updates : বানতলা লেদার কমপ্লেক্সে আগুন
বানতলা লেদার কমপ্লেক্সে আগুন। লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের কাছে আগুন। বানতলা লেদার কমপ্লেক্সে রাসায়নিকের গুদামে আগুন।ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন ।
WB News LIVE Updates : মালদার ২৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুরু তরজা
বাংলায় কাজ নেই বলেই কি ভিনরাজ্যের দিকে পা বাড়াতে বাধ্য হচ্ছেন অনেকে? সেইজন্যই কি বাংলায় পরিযায়ী শ্রমিকের বাড় বাড়ন্ত? মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মালদার ২৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুরু তরজা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা উত্তর দিয়েছে শাসকদল।
West Bengal News LIVE Updates : সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে ! অবশেষে অভিযুক্ত আটক
সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে ! অবশেষে অভিযুক্ত আটক। অভিযুক্ত এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক কাজি সাদেক হোসেনকে আটক করল পুলিশ।
WB News LIVE Updates : চলন্ত ট্রেনে রেলকর্মী ও জিআরপি-র মধ্যে হাতাহাতি, ভাইরাল ভিডিও
চলন্ত ট্রেনে রেলকর্মী ও জিআরপি-র মধ্যে হাতাহাতি। ২৪ অগাস্ট আপ সরাইঘাট এক্সপ্রেসের ঘটনা। অভিযোগ, জোর করে ট্রেনের পাওয়ার কেবিনে ওঠেন জিআরপি কর্মী। কেবিনে থাকা রেলকর্মী বাধা দিলে দু'জনের মধ্যে হাতাহাতি। গুয়াহাটি জিআরপিতে অভিযোগ দায়ের রেলকর্মীর। ঘটনার তদন্ত শুরু হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।
West Bengal News LIVE Updates : 'জবাব সন্তোষজনক নয়' ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন
জবাব সন্তোষজনক নয়। এই কথা জানিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নেওয়া হচ্ছে আইনি পরামর্শও।