West Bengal News Live: দুর্নীতিকে আড়াল করার চেষ্টা, বোঝাই যাচ্ছে ভয় পেয়েছেন, আক্রমণে শুভেন্দু
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
ইডির (ED) বিশেষ আদালতে মিলল না স্বস্তি। আরও ১০দিন ইডি হেফাজতেই পার্থ-অর্পিতাকে। ফের খারিজ পার্থর জামিনের আবেদন।
অসুস্থতা গুরুতর নয় বলে পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল না এইমস 9AIIMS)। রাতে ভুবনেশ্বরে রেখে ভোরেই বিমানে পার্থকে নিয়ে কলকাতার পথে রওনা ইডির।
অর্পিতার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই, শুধু অনুষ্ঠানে দেখা করার দাবি মমতার।
দুর্নীতিকে আড়াল করার চেষ্টা, বোঝাই যাচ্ছে ভয় পেয়েছেন। অর্পিতার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার পাল্টা দাবি করে আক্রমণে শুভেন্দু।
এবার নিয়োগ দুর্নীতিতেও ডায়েরির হদিশ। অর্পিতার বাড়িতে পাওয়া ৪০ পাতার কালো ডায়েরিতে লুকিয়ে কোন গোপন তথ্য? বাড়ছে রহস্য।
পার্থর পরে নিয়োগে দুর্নীতি মামলায় এবার নজরে দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডল। চাকরিপ্রাপক পরিবারের ১০জনকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের।
এসএসসি দুর্নীতির দায়ভার নিন মমতা। পার্থর অ্যারেস্ট মেমোয় নেত্রীর নামের প্রসঙ্গ টেনে আক্রমণে মালব্য। শুধুই মিথ্যাপ্রচার, পাল্টা আক্রমণে শান্তনু।
পার্থকে এইমস ফেরানোর পরেই এসএসকেএমের ভূমিকায় প্রশ্ন বিজেপির। রাজনৈতিক স্বার্থেই নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে, পাল্টা তৃণমূল।
১২০ কোটি টাকার দুর্নীতি, খোঁজ মিলেছে মাত্র ২০ কোটির! অর্পিতার সঙ্গে পার্থর যৌথ সম্পত্তির দাবি ইডির। সামনাসামনি বসিয়ে জেরার আবেদন।
West Bengal News Live: বিজেপির যুব মোর্চার বিক্ষোভে ব্যারাকপুরে ধুন্ধুমার
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে ব্যারাকপুরে ধুন্ধুমার
WB News Live Updates:ফের অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের দাবি করে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
ফের অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের দাবি করে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছেন, কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভাল করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না। যখন ববির ওখানে যেত আসতো, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত, তখন তো দেখলেই বলতেন, ‘কেমতি আছন্তি’। এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন, ‘কেমতি আছন্তি’?
West Bengal News Live: জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ
জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ। গ্রেফতারির পরেই পরিষদীয় মন্ত্রী হিসেবে গাড়ি ফেরত দিলেন পার্থ। বিধানসভার কেয়ারটেকারের হাতে গাড়ির চাবি ফেরত দিলেন চালক।
WB News Live Updates:৬ মাসের মধ্যে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের নির্দেশ গ্রিন ট্রাইব্যুনালের
১৫ বছরের পুরনো ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি বাতিলের নির্দেশ। ৬ মাসের মধ্যে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের নির্দেশ গ্রিন ট্রাইব্যুনালের।
West Bengal News Live:১২০ কোটি টাকার দুর্নীতি, খোঁজ মিলেছে মাত্র ২০ কোটির: ইডি
১২০ কোটি টাকার দুর্নীতি, খোঁজ মিলেছে মাত্র ২০ কোটির! অর্পিতার সঙ্গে পার্থর যৌথ সম্পত্তির দাবি ইডির। আরও ১০দিন ইডি হেফাজতে পার্থ-অর্পিতা।