![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal News Live:ফের কোর্টে ধাক্কা রাজ্যের, বিজেপির ধর্নায় হাইকোর্টের অনুমতি
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
![West Bengal News Live:ফের কোর্টে ধাক্কা রাজ্যের, বিজেপির ধর্নায় হাইকোর্টের অনুমতি West Bengal News Live:ফের কোর্টে ধাক্কা রাজ্যের, বিজেপির ধর্নায় হাইকোর্টের অনুমতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/e04b2a378468d6a037d6b0869e83d739170899653628951_original.jpeg)
Background
সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। যে ধারায় মামলা, তার গ্রহণযোগ্যতাই নেই, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর।
বারবার অবস্থান স্পষ্ট করে ক্ষমা চাইলে, অসৎ উদ্দেশ্য ছিল না এটা স্পষ্ট। অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন? এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে পুলিশের এফআইআর-মামলায় প্রশ্ন হাইকোর্টের।
এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে এফআইআরে ধাক্কা সরকারের। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে স্বাগত জানালেন সুকান্ত-শুভেন্দু। না হলেই ভাল হত, বললেন কুণাল।
শেখ শাহজাহানের গ্রেফতারিতে বাধা নেই। অভিষেকের তত্ত্ব খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট। ফেরার নেতার সঙ্গে পুলিশ, সিবিআই, ইডিকেও পার্টি করার নির্দেশ।
এক সাংসদ বলেছেন, আদালতের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, সওয়াল আদালত বান্ধবের। গ্রেফতারিতে নয়, স্থগিতাদেশ শুধু সিটে, অভিষেকের দাবি খারিজ করে জানাল হাইকোর্ট।
রাজ্য বলছে দখল করা জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কিছু একটা ঘটেছে, আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে, কড়া মন্তব্য প্রধান বিচারপতির।
৪ বছরে সন্দেশখালিতে ৪৩টি এফআইআর, ৪২টি চার্জশিট। যুক্ত হয়েছে ধর্ষণের ধারাও। হাইকোর্টে দাবি রাজ্যর। ৪ বছরেও কেউ গ্রেফতার হয়নি! প্রশ্ন বিস্মিত হাইকোর্টের।
৫৩দিন পার, কোথায় শেখ শাহজাহান? পুলিশ নাগাল না পেলেও জানেন কুণাল? ৭দিনে গ্রেফতারির দাবি। প্রমাণিত হল কার আড়ালে লুকিয়ে, কটাক্ষ বিরোধীদের।
হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে এবার শেখ শাহজাহানের গ্রেফতারিতে চাপ বাড়ালেন রাজ্যপাল। ধরা না পড়লে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের জবাব তলব।
দিনের পর দিন অত্যাচার। সন্দেশখালির ক্ষোভের মুখে আরও তৃণমূল নেতা। পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর।
দল হাত তুলে নিতেই গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতি। ২ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত। আছে আরও ১৫টি মামলা, কোর্টে বলল পুলিশ।
ফের পুলিশ হেফাজতে শিবু। জেল হেফাজতে নিরাপদ, বিকাশ।
ক্ষোভের আগুনে সন্দেশখালি। এবার সওকতের মুখে বহিরাগত তত্ত্ব।
কেন্দ্রীয় বাহিনী আসার আগেই বীরভূমে তৃণমূল নেতার দাওয়াই। অপপ্রচার করলে হাত কেটে নেওয়ার হুমকি। ভোট না দিয়ে বাড়িতেই বসে থাকার ফরমান।
অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে ইডি। আড়াই ঘণ্টা ধরে বয়ান রেকর্ড।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। ২০২৩-র মার্চের ঘটনায় ফুটেজ দেখে ১৬জনকে গ্রেফতার করল এনআইএ। ৬টি ধারায় মামলা রুজু করে তদন্ত।
West Bengal News Live:দল করলে কারও সঙ্গে বঞ্চনা নয়। সন্দেশখালিকাণ্ডের মধ্যেই কর্মীদের কড়া বার্তা মমতা ।
দল করলে কারও সঙ্গে বঞ্চনা নয়। সন্দেশখালিকাণ্ডের মধ্যেই কর্মীদের কড়া বার্তা মমতা ।
WB News Live Updates:সন্দেশখালি যেতে বাধা, ৬২ কিমি আগেই গ্রেফতার নৌশাদ, প্রায় ৭ ঘণ্টা পর মুক্তি
তৃণমূল নেতা-মন্ত্রীদের ছাড়, বাধা শুধু বিরোধীদের! সন্দেশখালি যেতে বাধা, ৬২ কিমি আগেই গ্রেফতার নৌশাদ। সায়েন্স সিটির কাছে গ্রেফতার নৌশাদ, প্রায় ৭ ঘণ্টা পর মুক্তি
West Bengal News Live:পশ্চিম মেদিনীপুরের শালবনির বুড়িশোলের জঙ্গলে বিধ্বংসী আগুন
পশ্চিম মেদিনীপুরের শালবনির বুড়িশোলের জঙ্গলে বিধ্বংসী আগুন। ভাদুতলা থেকে লালগড় যাওয়ার পথে রাজ্য সড়কের ২ ধারে শাল জঙ্গলে আগুন। কীভাবে জঙ্গলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
WB News Live Updates:'যে কোনও মুহূর্তে সিএএ কার্যকর করতে পারে কেন্দ্র', সূত্রকে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা এএনআই-র
ভোট ঘোষণার আগেই সিএএ কার্যকর? আদর্শ আচরণবিধি লাগুর আগেই সিএএ? 'যে কোনও মুহূর্তে সিএএ কার্যকর করতে পারে কেন্দ্র', সূত্রকে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা এএনআই-র
West Bengal News Live:২১ লক্ষ নয়, ২-৩দিনের মধ্যে ৫০ লক্ষকে ১০০ দিনের বকেয়া টাকা। পুরুলিয়ার সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
২১ লক্ষ নয়, ২-৩দিনের মধ্যে ৫০ লক্ষকে ১০০ দিনের বকেয়া টাকা। পুরুলিয়ার সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোটে বিজেপিকে জবাব দেওয়ার হুঙ্কার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)