West Bengal News Live: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে বিপুল টাকার হদিশ, উদ্ধার প্রচুর সোনা ও দলিল
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
এবার অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে ইডির (ED) তলব। নিয়োগে দুর্নীতির (SSC Scam) অভিযোগ, আজ বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার নির্দেশ।
পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পরে শুনশান নাকতলা (Naktala)। জল্পনা বাড়িয়ে ফেরত দিলেন পরিষদীয় মন্ত্রীর গাড়ি। ফেরানো হল ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের।
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য। পার্থর বাড়িতে উদ্ধার ২০১২-র টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। উল্লেখ ইডির সিজার লিস্টে।
চাকরির জন্য বিধায়কদের ৫ জন করে নাম দিতে বলেছিলেন পার্থ। লেটারহেডে সুপারিশপত্র পাওয়ার পরেই দাবি অনন্তদেবের।
ভুবনেশ্বর থেকে এনেই সিজিও কমপ্লেক্সের অস্থায়ী লকআপে (Lock Up) পার্থ। দুর্নীতির নেপথ্যে অদৃশ্য হাতের খোঁজে ইডি। বারবার জেরাতেও মুখে কুলুপ।
জেরায় সহযোগিতা করছেন অর্পিতা (Arpita Mukherjee)। নিয়োগ দুর্নীতিতে এমনই দাবি ইডির। কালো ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় কাদের নাম? বাড়ছে রহস্য।
কলকাতা-সহ একের পর এক বাংলো ঘিরে রহস্য। পার্থর বাড়িতে অর্পিতার নামে ৭টি সম্পত্তির দলিল মিলেছে, দাবি ইডির সিজার লিস্টে।
উলুবেড়িয়ার পর পাঁচলাতেও বাতিল শুভেন্দুর কর্মসূচি। কাল মুরলীধর সেন লেনে বিজেপির কালী পুজো বাতিল। নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মিছিলের ডাক।
বাণিজ্যিক গাড়ির সঙ্গে এবার বাতিল করতে হবে ১৫ বছরের পুরনো ব্যক্তিগত গাড়িও। ৬ মাসের মধ্যে রাজ্য জুড়ে কার্যকরের নির্দেশ গ্রিন ট্রাইবুনালের।
অরুণলালের পর এবার বাংলার কোচ লক্ষ্মীরতন। সহকারী কোচ সৌরাশিস। ব্যাটিং পরামর্শদাতা ডব্লুভি রমন। অগাস্টের শুরুতে অনুশীলন।
West Bengal News Live: বাংলার মাথা নত হয়ে গিয়েছে: দিলীপ ঘোষ
'বাংলার মাথা নত হয়ে গেছে, এর শিকড় কতদূর জানি না', কোটি কোটি টাকা নগদ উদ্ধার নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।
WB News Live Updates: 'আমি নির্দোষ, কেন এই কথা বলতে পারছেন না', প্রশ্ন কুণালের
'এই নৈতিকতা নেই যে আমি নির্দোষ, এই শব্দটা কেন সুযোগ থাকা সত্ত্বেও তিনি বলছেন না। তিনি যদি মনে করেন, এত কিছুর পরেও, মন্ত্রিত্ব আঁকড়ে রেখেও প্রভাবশালী তকমা এড়ানো রণকৌশল তাঁদের জানা। সেটা তাঁদের ব্যাপার।' বিস্ফোরক কুণাল ঘোষ
West Bengal News Live: উদ্বেগজনক, টাকা উদ্ধার নিয়ে মন্তব্য কুণালের
'যথেষ্ট উদ্বেগজনক ছবি, এটা কাম্য ছিল না', টাকা উদ্ধার নিয়ে বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
WB News Live Updates: টাকা উদ্ধার নিয়ে টুইট-কটাক্ষ শুভেন্দু অধিকারীর
গোটা ঘটনায় টুইট করে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে?’ বেলঘরিয়া না টালিগঞ্জ?’
WB News Live Updates: টাকা উদ্ধার নিয়ে টুইট-কটাক্ষ শুভেন্দু অধিকারীর
গোটা ঘটনায় টুইট করে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে?’ বেলঘরিয়া না টালিগঞ্জ?’