West Bengal News Live Updates: 'ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন' নিয়োগ দুর্নীতি মামলায় ফের মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

West Bengal Live Updates : জেলা থেকে শহর, সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকেই...

ABP Ananda Last Updated: 27 Jul 2023 11:45 PM
West Bengal News Live: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ, ফের তীব্র কটাক্ষ কুণালের

নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ, ফের তীব্র কটাক্ষ কুণালের। বন্দি মুক্তি কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন পার্থর, তীব্র কটাক্ষ কুণালের। 'এটাও জানেন না, রাজনৈতিক বন্দিদের জন্য তো বন্দি মুক্তি কমিটি', 'দিনকাল কারও একরকম যায় না, মনে রাখা উচিত', 'আর্থিক, নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত, রাজনৈতিক বন্দি কীভাবে?' জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। 

WB News Live: কলকাতায় এসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে কী মন্তব্য করলেন বাংলাদেশের মন্ত্রীর?

'বাংলাদেশে ভোটে সামান্য কিছু হলেও গ্রেফতার হয়', 'পশ্চিমবঙ্গের স্থানীয় স্তরে ভোটে কী হয়েছে, জানেন', 'প্রার্থীকে ঘুষি মারলেও, আশপাশের সবাই গ্রেফতার হয়', কলকাতায় এসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য বাংলাদেশের মন্ত্রীর। 

West Bengal News Live: কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ

কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ। গড়াপেটার অভিযোগে তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ আইএফএ। কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি আইএফএ-র। ১৮ জুলাই হয়েছিল চুঁচুড়ায় পিয়ারলেস-টালিগঞ্জ ম্যাচ। পিয়ারলেসের একমাত্র গোলে হেরে যায় টালিগঞ্জ। পিয়ারলেস-টালিগঞ্জ ম্যাচে গড়াপেটার অভিযোগ। ম্যাচের শেষ মুহূর্তে পিয়ারলেসের সাজন সাহানির গোল। ম্যাচের শেষমুহূর্তে পিয়ারলেসের গোল নিয়ে সন্দেহ। ইতিমধ্যেই গড়াপেটার অভিযোগের তদন্তে অ্যান্টি ম্যাচ ফিক্সিং সংস্থা। 

WB News Live: 'ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন' নিয়োগ দুর্নীতি মামলায় ফের মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

'ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন', নিয়োগ দুর্নীতি মামলায় ফের মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। 'হাইকোর্টের বিচারপতি, আইনজীবীরা বোকা নন', যারা ভাবছেন তারা কিং নন, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ মামলায় এসএসসির বিরুদ্ধে ২ আদালতে ২ বয়ানের অভিযোগ। 'কমিশন হাইকোর্টে যা বলছে, সেটা ভয়ে বা চাপে কিনা, পরিষ্কার করে বলুন', নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

West Bengal News Live: পুরী-বিহারের জয়নগর এক্সপ্রেসে আগুন আতঙ্ক

পুরী-বিহারের জয়নগর এক্সপ্রেসে আগুন আতঙ্ক। ভদ্রকে পৌঁছনোর পরেই কামরা নীচ থেকে ধোঁয়া দেখতে পাওয়ায় আতঙ্ক। হুড়োহুড়ি করে কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোচের নিচে ব্রেক বাইন্ডিংয়ের জন্য বিপত্তি, দাবি ইস্ট কোস্ট রেলওয়ে সূত্রে। 

WB News Live: টোকাটুকিতে বাধা দেওয়ায় দিনহাটা কলেজে তাণ্ডব

টোকাটুকিতে বাধা দেওয়ায় দিনহাটা কলেজের বহিরাগতদের নিয়ে এসে ছাত্রছাত্রীদের একাংশের তাণ্ডব। অধ্যাপক-শিক্ষাকর্মীদের হুমকি। প্রতিবাদে কলেজ গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ। 

West Bengal News Live: দলকে লাগাতার আক্রমণ, এবার হুমায়ুনকে হুঁশিয়ারি মমতার

দলকে লাগাতার আক্রমণ, এবার হুমায়ুনকে হুঁশিয়ারি মমতার। নাম না করে হুমায়ুনকে গুন্ডা বলে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'রেজিনগরে একজন আছেন, গুন্ডামি করেন', আমাদের হলেও, আমি এটাকে সমর্থন করি না, বললেন মমতা। নাম না করে ভরতপুরের তৃণমূল বিধায়ককেই আক্রমণে মমতা। 

WB News Live: কোচবিহারে গণধর্ষণের পর মৃত্যু, এখনও ভয়ে কাঁপছে পরিবার

কোচবিহারে গণধর্ষণের পর মৃত্যু, এখনও ভয়ে কাঁপছে পরিবার। 'ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করেছে পরিবারের বাকি মেয়েরা'। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিস্ফোরক নাবালিকার পরিবার। 'কিছু করছে না পুলিশ, পাহারা দিচ্ছে অভিযুক্তদের বাড়িতেই'। পুলিশ নয়, অভিযুক্তকে ধরে গ্রামবাসীরাই, বিস্ফোরক দাবি পরিবারের। অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ নেওয়ার পাল্টা দাবি পুলিশ সূত্রে। নির্যাতিতার বাড়িতে গেল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের ৩ প্রতিনিধি। 

West Bengal News Live: মণিপুরকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

মণিপুরকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ। মণিপুর সরকারের আবেদনের ভিত্তিতে তদন্ত করবে সিবিআই। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিট গঠন করল সিবিআই। এখনও পর্যন্ত মণিপুরে হিংসায় ১০০ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০০ জন। ৩ মে মেইতেই জনগোষ্ঠীর এসটি স্টেটাসের দাবির প্রতিবাদে মিছিল। মিছিলের পরেই মণিপুরে পরপর হিংসার ঘটনা ঘটে। 

WB News Live: এসএসকেএমেই হবে 'কালীঘাটের কাকু'র চিকিৎসা, জামিনের আবেদন খারিজ করে জানিয়ে দিল ব্যাঙ্কশাল কোর্ট। 

এসএসকেএমেই হবে 'কালীঘাটের কাকু'র চিকিৎসা, জামিনের আবেদন খারিজ করে জানিয়ে দিল ব্যাঙ্কশাল কোর্ট। 'এসএসকেএম বাংলার গর্ব, সেখানেই সুজয়কৃষ্ণের চিকিৎসা', 'অনেক ভিআইপি চিকিৎসা করান, আশাকরি সেখানেই সুস্থ হবেন', কালীঘাটের কাকুর বেসরকারি হাসপাতালে চিকিৎসার দাবি খারিজ। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে বিধানসভায় তুলকালাম

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে বিধানসভায় তুলকালাম, 'মূলত শান্তিপূর্ণ নির্বাচন, গন্ডগোল হয়েছে মাত্র ৭টা জায়গায় ', অশান্তির দায় বিরোধী এবং কেন্দ্রীয় বাহিনীর ঘাড়ে ঠেললেন মুখ্যমন্ত্রী। 'পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় লুঠ, পুলিশকে নিয়ে তৃণমূলের সন্ত্রাস', যাদের ভোট দিতে দেননি, তারাই জবাব দেবে চব্বিশে, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর। 

WB News Live: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির পঞ্চবাণ

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির পঞ্চবাণ। 'রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার কিংপিন পার্থ', 'পার্থ বলছে অর্পিতার টাকা, অর্পিতা বলছে পার্থর টাকা', 'ইতিহাসে প্রথমবার দেখছি ৫০ কোটি টাকার কোনও দাবিদার নেই'
'পিংলার ডিসিএম স্কুলেরও দাবিদার নেই, পার্থ বলছেন তাঁর স্কুল নয়'। 'পার্থকে আদালতে পেশের সময় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থাকে, অন্যদের ক্ষেত্রে থাকে না', 'পার্থকে প্রিজন ভ্যানে নিয়ে আসা হয় না, বিশেষ গাড়িতে নিয়ে আসা হয়', 'গ্রেফতার হওয়ার ৮ মাস পরেও তিনি জেলের ভিতরে আংটি পরতেন', 'এসএসকেএমে রিপোর্ট বিকৃত করা হয়েছে'। 

West Bengal News Live: 'তিনি প্রভাবশালী বলেই তাঁকে কালীঘাটের কাকু বলা হয়', আদালতে সওয়াল ইডির

'বাংলার মুখ্যমন্ত্রীও এসএসকেএমের ওপর ভরসা রাখেন', 'মুখ্যমন্ত্রী অসুস্থ হলে এসএসকেএমেই চিকিৎসা করান, তাহলে সুজয়কৃষ্ণ ভদ্র করাতে পারবেন না কেন ?', আদালতে সওয়াল ইডির। হার্ট সার্জারিতে এসএসকেএমে ভালো চিকিৎসা হয়', '১৬ দিন কালীঘাটের কাকু বাড়িতে ছিলেন, তখন কিছু হয়নি', '১৬ দিন পর যখন জেলে গেলেন, তখন অক্সিজেন লেভেল কমে গেল', আদালতে সওয়াল ইডির। 'তার আগে উনি সুস্থ ছিলেন, এটাতেই বোঝা যাচ্ছে তাঁর প্রভাব', 'তিনি প্রভাবশালী বলেই তাঁকে কালীঘাটের কাকু বলা হয়', আদালতে সওয়াল ইডির। 

WB News Live: চাকরি চেয়ে পুলিশের কামড়, অরুণিমা পালকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ

চাকরি চেয়ে পুলিশের কামড়, অরুণিমা পালকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ। ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ রাজ্য মানবাধিকার কমিশনের। তিন সপ্তাহের মধ্যে মুখ্যসচিবের কাছে চাওয়া হল অ্যাকশন টেকেন রিপোর্ট । পুলিশের রিপোর্ট সন্তুষ্ট নয় রাজ্য মানবাধিকার কমিশন। 

West Bengal News Live: তৃণমূল প্রার্থীকে বিনা লড়াইয়ে জেতাতে বিডিও-এসডিওর হাত?

তৃণমূল প্রার্থীকে বিনা লড়াইয়ে জেতাতে বিডিও-এসডিওর হাত? বিডিও, এসডিও-সহ ৩ আধিকারিককে সাসপেন্ডের সুপারিশ কমিটির। 
'ষড়যন্ত্র করে মনোনয়নে বিকৃতি, বিডিও-এসডিওর ষড়যন্ত্রে থাকতে পারেন', 'একইসঙ্গে এই চক্রে যুক্ত অতিরিক্ত অনগ্রসর শ্রেণির দফতরের অফিসার', ৩ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে পদক্ষেপের নির্দেশ কমিটির। এফআইআরেরও সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে অনুসন্ধান কমিটির।

WB News Live: রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজারে অবস্থান বিক্ষোভ বিজেপির

রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজারে অবস্থান বিক্ষোভ বিজেপির। যোগ দিলেন শুভেন্দু অধিকারী।

West Bengal News Live: পঞ্চায়েত ভোটে ব্যালট বিকৃতি, এসডিও-বিডিওকে সাসপেন্ডের সুপারিশ

পঞ্চায়েত ভোটে ব্যালট বিকৃতি, এসডিও-বিডিওকে সাসপেন্ডের সুপারিশ। উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খানের ব্যালট পেপার বিকৃতি-মামলা। ষড়যন্ত্র করে ব্যালটে বিকৃতি, বিডিও-এসডিওকে সাসপেন্ড করার সুপারিশ। ৩ আধিকারিকের বিরুদ্ধেও। বিভাগীয় তদন্ত করে পদক্ষেপের নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে অনুসন্ধান রিপোর্ট দিয়ে এই সুপারিশ জানালেন আদালতে। 'তাঁর সুপারিশ, এফআইআর করতে হবে'। অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণ, কাশ্মীরার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থী লুৎফর বেগমের ওবিসি সার্টিফিকেট জাল। কিন্তু এসডিও অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ না করে আবেদনকারীকে নথি দিতে বলেন। তিনজনকেই সাসপেন্ড করার সুপারিশ রিপোর্টে। 

Suvendu Adhikari: ওয়েবেল এবং ডব্লুটিএল দুর্নীতিতে সরাসরি যুক্ত মমতা, দাবি শুভেন্দুর

'কাল দুপুর তিনটেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হব। যেটাতে সরাসরি তিনি যুক্ত, ওয়েবেল এবং ডব্লুটিএল। 'তার সমস্ত টেন্ডার ও কাগজপত্র নিয়ে হাজির হব সাংবাদিকদের সামনে', ফের দুর্নীতি-তথ্য ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।

Suvendu Adhikari: আমার কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছেন, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

একই বিল্ডিংয়ে তিনটে বিধানসভার গণনা হয়েছিল। হলদিয়া থেকে বিজেপি জিতল, মহিষাদলে তৃণমূল জিতল একুশশো ভোটে। আর ওই একই বিল্ডিংয়ে গণনায় আপনি আমার কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছেন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

West Bengal News Live: 'তৃণমূল সংবিধান মানে না বলেই মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেন', তোপ শুভেন্দুর

'তৃণমূল সংবিধান মানে না বলেই মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেন। বিধানসভায় প্রথমবার সর্বদলীয় বৈঠক হয়নি। এই দশা শুধু বিধানসভার নয়, বিচারব্যবস্থাকেও মানে না। রাজ্যে নারী নির্যাতনের কথা বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হয়নি', তোপ শুভেন্দু অধিকারীর।

WB News Live: নন্দীগ্রামে হার নিয়ে শুভেন্দুকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নন্দীগ্রামে হার নিয়ে শুভেন্দুকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'নন্দীগ্রামের ঘটনা ভুলে গেছেন? ২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন, আমায় হারিয়ে দিয়েছেন', বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল। ১ আইপিএসের নেতৃত্বে ভাঙড় থানায় বিশেষ দল। লালবাজারের ১টি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্ব প্রাপ্ত এসি, ডিসি পদমর্যাদার অফিসারদের নিয়ে এলেন ভাঙড় থানায়। রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে করবেন বৈঠক। ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গাও ঘুরে দেখবেন, সূত্রের খবর। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। তৃণমূল কংগ্রেস ও আইএসএফের সংঘর্ষে বারবার রক্তাক্ত হয় ভাঙড়।

WB News Live: হামলার আশঙ্কায় আতঙ্কিত খোদ শাসক দলের কর্মীরা

হামলার আশঙ্কায় আতঙ্কিত খোদ শাসক দলের কর্মীরা। বারাসাত ১ নম্বর ব্লক কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসন। ৩০টি আসনের মধ্যে ১টিতে নির্দল, ১টিতে কংগ্রেস, ৪টি আসনে জয়ী হয় আইএসএফ প্রার্থীরা। ২৪টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। যে আসনে নির্দল প্রার্থী জিতেছে, সেই এলাকার তৃণমূল কর্মীরা আতঙ্কিত। ভোটের আগের দিন গন্ডগোল হয়, শাসক দলের কর্মীদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। এখন বাড়ি ফিরলেও হামলার আশঙ্কায় আতঙ্কিত শাসক দলের কর্মীরা। পুলিশ সুপারকে চিঠি আতঙ্কিত তৃণমূল কংগ্রেস কর্মীদের। 'এরকম কোনও ঘটনা ঘটেনি, খোঁজ নিচ্ছি', জানালেন জেলা পরিষদের জয়ী তৃণমূল প্রার্থী।

West Bengal News Live: কোচবিহারে মৃত্যু নাবালিকা নির্যাতিতার, বিক্ষোভ এবিভিপির

কোচবিহারে মৃত্যু নাবালিকা নির্যাতিতার, বিক্ষোভ এবিভিপির। কোচবিহারে এসপি অফিসের সামনে এবিভিপির বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এসপি অফিসের সামনে ধর্নায় এবিভিপি। কোচবিহারে নাবালিকা মৃত্যুর প্রতিবাদে এসএফআই ও ডিএসও ছাত্র ধর্মঘটের ডাক।

WB News Live: নন্দীগ্রামের জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল আদালত

নন্দীগ্রামের জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল আদালত। সোমবার পর্যন্ত গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি জয় সেনগুপ্তর। এখনও পর্যন্ত ১৮ টি এফআইআর হয়েছে দাবি বিজেপি প্রার্থীদের। যাতে বিজেপি বোর্ড গঠন করতে না পারে তার জন্য ভুয়ো মামলা, অভিযোগ বিজেপির। এদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী রয়েছে, আদালতে দাবি রাজ্যের। এরা কি সবাই জয়ী প্রার্থী ? প্রশ্ন বিচারপতির। সেটা জানি না, উত্তর রাজ্যের। এরা বিজেপি করে সেটা জানেন, আর জয়ী প্রার্থী কিনা সেটা জানেন না ?, প্রশ্ন বিচারপতির। আগামী সোমবার পরবর্তী শুনানি।

West Bengal News Live: বাড়ছে ডেঙ্গির প্রকোপ, আজ পর্যালোচনা বৈঠক করবেন স্বাস্থ্য সচিব

বাড়ছে ডেঙ্গির প্রকোপ, আজ পর্যালোচনা বৈঠক করবেন স্বাস্থ্য সচিব। সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। এমার্জেন্সিতে পরিষেবা উন্নত, ফিভার ক্লিনিক খোলা নিয়ে হবে আলোচনা। কোন রোগীদের ভর্তি, কাদের নমুনা পরীক্ষা, ডেঙ্গি আক্রান্ত রোগীদের কীভাবে নজরদারি, স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে হবে ভার্চুয়াল বৈঠক।

WB News Live: মক্কা থেকে মনোনয়ন! বিডিও অফিসের ৪ কর্মীকে তলব সিআইডি-র

পঞ্চায়েত ভোটে মক্কা থেকে কীভাবে মনোনয়ন মিনাখাঁয়? বিডিও-কে জিজ্ঞাসাবাদের পর এবার বিডিও অফিসের ৪ কর্মীকে তলব সিআইডি-র। মনোনয়নের দায়িত্বে থাকা ৪ কর্মীকে আজই তলব ভবানী ভবনে। হাইকোর্টের নির্দেশে ২৪ জুলাই মিনাখাঁ বিডিও অফিসে যায় সিআইডি। সৌদি আরবে বসে কুমারজোল গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন পেশ করেন তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি।

West Bengal News Live: হাসপাতাল থেকেই জামিনের আবেদন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর

এবার হাসপাতাল থেকেই জামিনের আবেদন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর। ধমনীতে ৩টি ব্লকেজ রয়েছে, অস্ত্রোপচার করাতে বলেছেন চিকিৎসকরা, দাবি সুজয়কৃষ্ণর। ভরসা নেই সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়ে জামিনের আর্জি। সুজয়কৃষ্ণকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার আর্জির বিরোধিতা করবে ইডি, খবর সূত্রের। 'আগামীকালই সুজয়কৃষ্ণর বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে ইডি', চার্জশিটে কালীঘাটের কাকুর সম্পত্তির হিসেব ও নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে খবর সূত্রের।

WB News Live: নম্বর কারচুপির তালিকা প্রকাশ খোদ স্কুল সার্ভিস কমিশনের

এবার একাদশ-দ্বাদশেও বেআব্রু শিক্ষক নিয়োগ দুর্নীতি। নম্বর কারচুপির তালিকা প্রকাশ খোদ স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯০৭ জনের তালিকা প্রকাশ এসএসসি-র। নম্বরে দেদার কারচুপি ৯০৭ জনের! ১ থেকে ৫০ নম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, খবর সূত্রের। ৯০৭ জনের মধ্যে ৭০০-র বেশি চাকরিপ্রার্থী নিয়োগপত্র পেয়েছেন: সূত্র।

West Bengal News Live: বাড়ছে ডেঙ্গি দাপট! আজ কোর কমিটির বৈঠক নবান্নে

রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট। উত্তর ২৪ পরগনায় আক্রান্তর সংখ্যা গতবারের তুলনায় দ্বিগুণ। শহরে ১২ দিনে ৭ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকের পর নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর। আজ কোর কমিটির বৈঠক নবান্নে।

WB News Live: সংরক্ষণের গেরোয় পূর্ব মেদিনীপুরের দুটি জায়গায় প্রধান পদ হাতছাড়া হতে চলেছে তৃণমূলের

গ্রাম পঞ্চায়েত দখল করলেও সংরক্ষণের গেরোয় পূর্ব মেদিনীপুরের দুটি জায়গায় প্রধান পদ হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। রামনগর ২ নম্বর ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১১টিই জিতেছে তৃণমূল। আর ৪টিতে বিজেপি। তবে বোর্ড গঠন করলেও প্রধান পদ এসসি-র জন্য সংরক্ষিত। তৃণমূলের এসসি প্রার্থী হেরে যাওয়ায় প্রধান হতে চলেছেন বিজেপি পঞ্চায়েত সদস্য। অন্যদিকে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতেও একই সমস্যায় পড়েছে তৃণমূল।

WB News Live: সংরক্ষণের গেরোয় পূর্ব মেদিনীপুরের দুটি জায়গায় প্রধান পদ হাতছাড়া হতে চলেছে তৃণমূলের

গ্রাম পঞ্চায়েত দখল করলেও সংরক্ষণের গেরোয় পূর্ব মেদিনীপুরের দুটি জায়গায় প্রধান পদ হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। রামনগর ২ নম্বর ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১১টিই জিতেছে তৃণমূল। আর ৪টিতে বিজেপি। তবে বোর্ড গঠন করলেও প্রধান পদ এসসি-র জন্য সংরক্ষিত। তৃণমূলের এসসি প্রার্থী হেরে যাওয়ায় প্রধান হতে চলেছেন বিজেপি পঞ্চায়েত সদস্য। অন্যদিকে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতেও একই সমস্যায় পড়েছে তৃণমূল।

West Bengal News Live: মালদাকাণ্ডে পুলিশ কর্মীদের শাস্তির দাবি জানালেন ২ নির্যাতিতা

'লজ্জা লাগছে, এর থেকে মরে যাওয়া ভাল', প্রতিক্রিয়া মালদাকাণ্ডের ২ নির্যাতিতার। বিবস্ত্র করে মারধরের পর মিথ্যা মামলায় নির্যাতিতাদেরই জেলে ঢোকায় পুলিশ আদালতের নির্দেশে মুক্তি পেলেও এখনও কোনও পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করেনি প্রশাসন। এবার সেই পুলিশ কর্মীদের শাস্তির দাবি জানালেন ২ নির্যাতিতা।


 

WB News Live: নিরাপত্তাহীনতায় ভুগছেন আরাবুল-পুত্র হাকিমুল, পেলেন সশস্ত্র নিরাপত্তা

নিজের গড়েই নিরাপত্তাহীনতায় ভুগছেন আরাবুল-পুত্র হাকিমুল। সশস্ত্র নিরাপত্তা পেলেন আরাবুল ইসলামের ছেলে। ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূল জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম। পঞ্চায়েত ভোটের আগে থেকেই হুমকির মুখে পড়তে হচ্ছে, দাবি হাকিমুলের। কয়েকদিন আগে প্রাণ সংশয়ের আশঙ্কাপ্রকাশও করেছিলেন আরাবুল ও হাকিমুল। পুলিশি নিরাপত্তা পাচ্ছেন ভাঙড়ের আরও দুই তৃণমূল নেতা খইরুল ইসলাম ও আহসান মোল্লা।

West Bengal News Live: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির। আজ আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছে বিজেপি।

West Bengal News Live: নির্দল সদস্য দলে যোগ দেওয়ায়, বাঁকুড়ার ছাতনায় জিড়রা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল

নির্দল সদস্য দলে যোগ দেওয়ায়, বাঁকুড়ার ছাতনায় জিড়রা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান বিজেপির প্রাক্তন বুথ সভাপতি ভূদেব মণ্ডল। জিড়রা গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৭টি আসন। বিজেপি ৬, কংগ্রেস ১ এবং নির্দল ১টি আসনে জিতেছে। বিক্ষুদ্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থী শাসকদলে যোগ দেওয়ায় পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে।

West Bengal News Live: নির্দল সদস্য দলে যোগ দেওয়ায়, বাঁকুড়ার ছাতনায় জিড়রা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল

নির্দল সদস্য দলে যোগ দেওয়ায়, বাঁকুড়ার ছাতনায় জিড়রা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান বিজেপির প্রাক্তন বুথ সভাপতি ভূদেব মণ্ডল। জিড়রা গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৭টি আসন। বিজেপি ৬, কংগ্রেস ১ এবং নির্দল ১টি আসনে জিতেছে। বিক্ষুদ্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থী শাসকদলে যোগ দেওয়ায় পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে।

WB News Live: বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট, কী নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর?

রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট। উত্তর ২৪ পরগনায় আক্রান্তর সংখ্যা গতবারের তুলনায় দ্বিগুণ। শহরে ১২ দিনে ৭ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকের পর নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর। আজ কোর কমিটির বৈঠক নবান্নে।

West Bengal News Live: ২ দিনে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে মানিক ভট্টাচার্যকে জেরা CBI-এর

২ দিনে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে মানিক ভট্টাচার্যকে জেরা করেছে সিবিআই। মানিকের বিরুদ্ধে উত্তর এড়িয়ে যাওয়ার অভিযোগ তদন্তকারী আধিকারিকদের। মানিক ভট্টাচার্যের বয়ান রেকর্ড করা হয়েছে বলে আদালতে জানাল সিবিআই। 

WB News Live: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল সংস্কার ও মেস চালুর দাবিতে ফের আন্দোলনে নামলেন পড়ুয়ারা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল সংস্কার ও মেস চালুর দাবিতে ফের আন্দোলনে নামলেন পড়ুয়ারা। ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। প্রতিক্রিয়া মেলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 

West Bengal News Live: ভোট সন্ত্রাস এবং মৃত্য়ুমিছিল নিয়ে পাল্টা প্রচারে নামলেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনরা

ভোট সন্ত্রাস এবং মৃত্য়ুমিছিল নিয়ে, সরাসরি মুখ্য়মন্ত্রীকে দায়ী করে কদিন আগেই খোলা চিঠি লিখেছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন-সহ বিশিষ্টজনেদের একাংশ। এবার তা নিয়ে পাল্টা প্রচারে নামলেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনরা। কবীর সুমন বললেন, ভোট করাতে হয়। অর্পনা সেনদের উদ্দেশেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। 

WB News Live: মালদার বামনগোলায় নারী নির্যাতনের ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। জেলার পুলিশ সুপারকে দু-সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কেও। অন্যদিকে, এই ঘটনায় অব্যাহত রয়েছে রাজনৈতিক চাপানউতোর।  

West Bengal News Live: ভাঙড় কি এবার কলকাতা পুলিশের অধীনে আসবে?

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের সাক্ষী ছিল ভাঙড়। সেই ভাঙড় কি এবার কলকাতা পুলিশের অধীনে আসবে? বুধবার কলকাতার পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী।

WB News Live: মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের নামে ৬১ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ

মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের নামে একষট্টিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় আট কোটি টাকা। চার্জশিটে এমনই তথ্য় জানিয়েছে ED। অন্য়দিকে, মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।

প্রেক্ষাপট


নির্যাতিতা নাবালিকার মৃত্যুতেও রেহাই নেই পরিবারের! কোচবিহার (Coochbehar) হাসপাতালেই সদ্য কন্যাহার বাবাকে নিয়েই তৃণমূল-বিজেপির নির্লজ্জ টানাটানি!


মালদাকাণ্ডে (Malda) ফের প্রশ্নের মুখে পুলিশ। বিবস্ত্র অবস্থাতেই হাঁটিয়ে ফাঁড়ি নিয়ে যাওয়ার বিস্ফোরক অভিযোগ ২ নির্যাতিতার। রিপোর্ট তলব এনএইচআরসির (NHRC)।


মণিপুর (Manipur) নিয়ে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। পাল্টা মালদা নিয়ে বিজেপির (BJP) মুলতুবি প্রস্তাব খারিজ। নিয়ম মানা হয়নি, দাবি স্পিকারের। 


ভোটে অবিরাম হিংসা। বাংলা থেকে ফিরেই নাড্ডার কাছে রিপোর্টে সিবিআই (CBI) তদন্তের দাবি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। মণিপুর দেখতে পান না? পাল্টা প্রশ্ন তৃণমূলের। 


অপর্ণাদের খোলা চিঠি, পাল্টা আসরে তৃণমূলপন্থী বিশিষ্টরা। 'ভোটে তো গোলমাল হবেই, ভোট হয়ে যায় না, করাতে হয়। বন্দুকের নল দিয়ে ভোট হয়, যেদিন থেকে বোধবুদ্ধি, সেদিন থেকেই দেখছি', সাফাই কবীর সুমনের
 
পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, এবার কি কলকাতা পুলিশের (Kolkata Police) অধীনে আসছে ভাঙড়? পুলিশ কমিশনারকে নতুন ডিভিশন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। 


ভোটের পরেও বোমার পাহাড়! নন্দীগ্রামে (Nandigram) রাস্তায় পড়ে থাকা বোমা ফেটে আহত বালক। বাসন্তীতে ফের বোমাবাজি! খড়গ্রাম, সিউড়িতে ফের বোমার হদিশ। 


নিয়োগের পর পোস্টিংয়েও দুর্নীতি (Recruitment Scam)! দফায় দফায় জেলে গিয়েই মানিককে সিবিআইয়ের জেরা। ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় ৯৯ পাতার এফআইআর দায়ের। 


একাধিক প্রশ্নের উত্তর এড়াচ্ছেন মানিক। হাইকোর্টে (High Court) জানাল সিবিআই। ৩ অগাস্ট জেরার ভিডিও পেশ। যুদ্ধের জন্য অপেক্ষা করছি, মন্তব্য বিচারপতির। 


পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। নিজে না এসে কর্মচারীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট।


পুরসভার নিয়োগে (Municipality Rcruitment Scam) দুর্নীতি-মামলায় সিবিআই নজরে শান্তিপুর-কৃষ্ণনগর পুরসভা। অয়ন শীলের সংস্থার যোগসূত্রের খোঁজে আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.