West Bengal News Live : মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ED
West Bengal News Updates : পশ্চিমবঙ্গের সব জেলার গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট জানতে নজর রাখুন।
LIVE
Background
- রাজ্যের বিরুদ্ধে এবার এনসিসির ফান্ড বন্ধের অভিযোগ। প্রতিরক্ষা মন্ত্রকের কাছে চিঠি।
- খয়রাতিতে টাকা দিয়ে ভাঁড়ার শেষ, তাই ফান্ডে কোপ। বলছেন বিরোধীরা। কেন্দ্রের টাকা কেন বকেয়া? অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল।
- কাটমানি নিয়ে বিস্ফোরক বড়ঞা থানার ওসি।
- কাটমানি নিয়ে সরব ওসি। তৃণমূলেই ভিন্নসুর। ২ বিধায়কের ভিন্নসুর।
- ডিএলএড কলেজে ছাত্র পিছু ৫ হাজার করে তোলা নিতেন মানিক। কলেজের কত ছাত্রের কাছ টাকা আদায়? তাপসের কাছে তথ্য তলব ইডির।
- চাকরির দাবিতে টানা আন্দোলন। ধর্নামঞ্চে ভাইফোঁটা নিলেন সেলিম। উচ্চ প্রাথমিকের মঞ্চে দিলীপ। ঘোলাজলের রাজনীতি, কটাক্ষ তৃণমূলের। ধর্নামঞ্চেই ভাইফোঁটা ।
- দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ডিসেম্বরে টেট। পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ ঘড়ি-গয়না। সার্টিফিকেটের বৈধতা লাইফটাইম। পরীক্ষায় বসা যাবে একাধিকবার।
- পাখির চোখ পঞ্চায়েতের মহিলা ভোট, ১ নভেম্বর থেকেই তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি। পঞ্চায়েতি সভা, বুথ ভিত্তিক প্রচারের পরিকল্পনা।
- এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি ওপড়ানোর দাওয়াই উদয়নের। শুধুই দম্ভ, পাল্টা বিজেপি।
- কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। গত ২৪ঘণ্টায় আক্রান্ত ৯৭৪। প্রসবের ২দিনের মধ্যে ভবানীপুরে বধূর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত অভিনেতা আবীর।
WB News Live: মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ED
মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ED। যে ৬৫৪টি বেসরকারি D.EL.ED কলেজের সঙ্গে তাপস মণ্ডল যুক্ত ছিলেন, সেই কলেজগুলি সম্পর্কে তথ্য জমা দিতে বলা হয়েছে।
West Bengal News Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটা বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটা বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায়ের। ভাইদের সঙ্গে একই সারিতে বসে ফোঁটা নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ট্যুইটারে সেই ছবি পোস্ট করলেন অভিষেকের বোন অগ্নিশা।
WB News Live: ফরওয়ার্ড ব্লকের বইয়ের স্টলে জ্যোতিষের বই, ভিডিও ভাইরাল
ফরওয়ার্ড ব্লকের বইয়ের স্টলে জ্যোতিষের বইয়ের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মধ্যমগ্রামে। এ নিয়ে শোকজের মতো কড়া পদক্ষেপ করেছে ফরওয়ার্ড ব্লক। ঘটনা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের। এ নিয়ে ওই বাম দলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।
West Bengal News Live: বাসন্তীতে বিজেপি নেতাকে মারধরের ঘটনায় তুঙ্গে তরজা
বাসন্তীতে বিজেপি নেতাকে মারধরের ঘটনায় তুঙ্গে রাজনীতি। পঞ্চায়েত ভোটের আগে ভয় দেখাতে চাইছে তৃণমূল। মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। যদিও ঘটনার সঙ্গে রাজনীতির যোগ দেখছে না তৃণমূল।
WB News Live: কাটমানি মন্তব্য প্রসঙ্গে বড়ঞা থানার ওসি-র পাশেই দাড়িয়েছেন বিরোধীরা
কাটমানি মন্তব্য প্রসঙ্গে বড়ঞা থানার ওসি-র পাশেই দাড়িয়েছেন বিরোধীরা। তৃণমূল পরিচালিত প্রশাসনকে নিশানা করেছে বাম-কংগ্রেস। যদিও ওসি-র দাবি পুরোপুরি মানতে নারাজ তৃণমূল।