West Bengal News Live: দলের সব পদ থেকে সরানো হল পার্থকে, আপাতত সাসপেন্ড ধৃত নেতা
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
টালিগঞ্জের পরে অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়! উদ্ধার ২৮ কোটি টাকা।
পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, টাকা উদ্ধারে এগিয়ে বাংলা, কে জিতবে? ট্যুইটে খোঁচা শুভেন্দুর (Suvendu Adhikari)। দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেই, দাবি সুজনের।
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে টাকার স্তূপ। মাথা হেঁট হয়ে যাচ্ছে, দোষীকে আড়াল নয়, বললেন কুণাল।
অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দেওয়ান পাড়ার বাড়িতেও তল্লাশি।
কসবায় ইচ্ছে এন্টারটেইমেন্টের অফিসেও ইডির (ED) হানা। ১৪ ঘণ্টা ধরে তল্লাশি। ভুয়ো ঠিকানায় সংস্থা চালানোর অভিযোগ। বালিগঞ্জে প্লেস অভিযান।
প্রাথমিকে শিক্ষক (Primary Teacher) নিয়োগে দুর্নীতির মামলায় মানিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ১৪ ঘণ্টা ইডির প্রশ্ন। আজ পার্থর আপ্ত সহায়ককে ফের তলব।
গাড়ি ফেরানোর পরে এবার কি মন্ত্রিত্ব ছাড়বেন পার্থ? কেন ছাড়ছেন না মন্ত্রিত্ব, নৈতিকতা নিয়েই প্রশ্ন কুণালের।
নিয়োগ-কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থকে সরানো হোক মন্ত্রিসভা থেকে। রাজ্যপালের কাছে দরবার শুভেন্দুর। স্পিকারের রাজভবনে যাওয়া নিয়েও জল্পনা।
West Bengal News Live: একের পর এক ফ্ল্যাটের হদিশ
টালিগঞ্জ, বেলঘরিয়ার পরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার একের পর এক ফ্ল্যাটের হদিশ! চিনার পার্কের পর এবার নয়াবাদেও খোঁজ মিলল অর্পিতার আরও ফ্ল্যাটের! কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে তল্লাশি অভিযানে ইডি। বেলঘরিয়ার রথতলায় অর্পিতার সিল করা ফ্ল্যাটেও তল্লাশি।
WB News Live Updates: ভাইরাল ক্লিপ ঘিরে চাঞ্চল্য
আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হুমকি দিচ্ছেন কে? ভাইরাল ক্লিপ ঘিরে চাঞ্চল্য
West Bengal News Live: এসএসসির মেধাতালিকা ঘিরে নতুন দুর্নীতির অভিযোগ
এসএসসির মেধাতালিকা ঘিরে নতুন দুর্নীতির অভিযোগ। মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিকে, হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের প্রথম কিস্তির টাকা আজ তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে। অন্যদিকে, ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে এদিন পথে নামেন।
WB News Live Updates: সিপিএমের মিছিল ঘিরে মদন-সেলিম বচসা
বেলঘরিয়ার রথতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের মিছিল, মদনের গাড়ি চলে আসায় উত্তেজনা। মহম্মদ সেলিমের সঙ্গে মদন মিত্রের বচসা। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ কামারহাটির তৃণমূল বিধায়কের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মদনের।
West Bengal News Live: বাম যুব সংগঠনের মিছিল ঘিরে তুলকালাম
শিক্ষক নিয়োগে দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভে বহরমপুর-ডোমকলে তুলকালাম।