West Bengal News Live: ‘বান্ধবীর নামে ফ্ল্যাট কিনব, মানা যায় না’ বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আজ মেয়ো রোডে টিএমসিপির (TMC) প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভাস্থল পরিদর্শন অভিষেকের। জেলে পার্থ-অনুব্রত, কী বার্তা মমতা-অভিষেকের? জল্পনা রাজনৈতিক মহলে।
আজ বৈদিক ভিলেজে বঙ্গ বিজেপির (BJP) চিন্তন শিবিরে দিল্লির নেতারা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) রোডম্যাপ নিয়ে আলোচনার সম্ভাবনা। বাংলার নেতাদের ওপর ভরসা নেই, কটাক্ষ তৃণমূলের।
এসএসসি দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নর একাধিক ফ্ল্যাটের হদিশ। নিউটাউনে বিভিন্ন আবাসনে ফ্ল্যাট, হোটেল, রিসর্ট। টালির চালের ধর থেকে কীভাবে বিপুল সম্পত্তি ? তদন্তে সিবিআই।
উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করত প্রসন্ন। প্রদীপ মারফত যেত এসএসসির প্রাক্তন উপদেষ্টার কাছে। প্রদীপকে সামনে রেখে লেনদেন চালাতেন প্রসন্ন। দাবি সিবিআই সূত্রে।
জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে। চোর ডাকাতরা পার্টির সম্পদ। বোঝাতে চাইলেও বুঝছেন না অভিষেক। বিস্ফোরক মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।
শ্রীকান্তর মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রীকে শোকজ। দলের সিদ্ধান্ত মেনে নেওয়া রীতি। প্রতিক্রিয়া কুণালের। যা বলার দল বলবে, জানালেন সায়ন্তিকা।
এবার বিরোধীদের জুতোপেটার হুমকি সৌগত রায়ের।
পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। দলীয় সভায় বিস্ফোরক উদয়ন।
ডুরান্ড ডার্বি সবুজ মেরুনের। ইস্টবেঙ্গলের সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় বাগানের। ম্যাচে আগাগোড়া দাপট সবুজ মেরুনের।
West Bengal News Update : ‘বান্ধবীর নামে ফ্ল্যাট কিনব, মানা যায় না’ বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার
' রাজনীতির কায়দা আমি বুঝি না। আমার আবেদন থাকবে, যারা ধরা পড়ছে, যারা ধরা পড়তে পারে , যারা দুর্নীতিগ্রস্ত, তাদের চিহ্নিত করতে হবে। একুশের সময় বলেছিলেন, কাটমানির কথা। অনেকে ফেরত দিয়েছে। আমাদের সেই নীতি মানতেই হবে। রাজনীতির নামে টাকা বানাবো। বান্ধবীর নামে ফ্ল্যাট কিনবো, মানা যায় না। ', বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার
West Bengal News Update : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল আংশিক মেঘলা আকাশ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
WB News Live Updates: দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কাউন্সিলরর ছেলের, বাড়িতে গেলেন মমতা
খিদিরপুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল কাউন্সিলরর ছেলের। আজ মৃতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনায় এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে কলকাতা পোর্ট ট্রাস্ট। শোকজ করা হয়েছে, এক সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে।
West Bengal News Live: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে জামিন মূল অভিযুক্তের, বিক্ষোভে উত্তাল এলাকা
তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, প্রতিবাদে বিক্ষোভ। অনুপম দত্ত খুনে অভিযুক্ত বাপি পণ্ডিত জামিন পাওয়ায় বিক্ষোভ। আগরপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিটি রোড অবরোধ।
WB News Live Updates: তালা বন্ধ বাড়ি থেকে উদ্ধার বোমা
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরে প্রচুর বোমার হদিশ। তালা বন্ধ বাড়ি থেকে ১৪টি বোমার হদিশ। নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।