(Source: Poll of Polls)
WB News Live: তৃণমূল-বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত নন্দকুমার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কয়লা পাচারকাণ্ডে সিজিও কমপ্লেক্সে অভিষেককে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির (ED)। তদন্তে পূর্ণ সহযোগিতা করার দাবি।
'অভিষেক-বিনয় মিশ্রের সঙ্গে ৮ মাস আগে শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে কথা। শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব, আদালতে অডিও ক্লিপ দিতে রাজি, ফরেন্সিক হোক', দাবি অভিষেকের
'বিনয় মিশ্রকে (Binay Mishra) কে তৈরি করেছে সবাই জানে। আমার ফোন থেকে ফোন গেছে, এটা প্রমাণ করুক, মুখে শুধু বড়বড় কথা', অভিষেককে পাল্টা শুভেন্দুর।
'গরুপাচারের টাকা সরাসরি অমিত শাহর কাছে। গরুপাচার দুর্নীতি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি। গরুচোরেদের দিয়ে গরুচুরির তদন্ত', তোপ অভিষেকের।
চিটফান্ড মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান। তৃণমূল নেতার বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র উদ্ধার। হদিশ তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের।
প্রাথমিকে নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যর। সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও। মানিকের অপসারণ ও ২৬৯ জনের চাকরি বাতিলের সিদ্ধান্তের সিলমোহর। ২৬৯ জনকে কেন বাড়তি এক নম্বর, এখনও স্পষ্ট নয়। একাধিক নথি পেশ করেনি পর্ষদ। পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। আদালতের নজরদারিতে তদন্তের নির্দেশ।
আদালতের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হল, ডিভিশন বেঞ্চের রায়ে প্রতিক্রিয়া দিলীপের। আর যেন তদন্তে ঢিলেমি না হয়, মন্তব্য বিকাশের। এখনও কেউ দোষী প্রমাণিত হয়নি, প্রতিক্রিয়া তৃণমূলের (TMC)।
আদালতের নির্দেশের পরেই তৎপর সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদে ডিজিটাল ডেটা এক্সপার্টকে নিয়ে সার্ভার রুমে সাড়ে চার ঘণ্টা তল্লাশি সিবিআইয়ের।
সাড়ে সাত লক্ষ টাকার বিনিময়ে টেট অনুত্তীর্ণকে চাকরির ব্যবস্থা বাগদার রঞ্জনের। সিবিআইয়ের রিপোর্টের অংশ নির্দেশনামায় উল্লেখ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের।
বাঁকুড়া, চাকদার বিধায়কের পর কল্যাণী এইমসে চাকরির নাম আর্থিক প্রতারণার অভিযোগ রানাঘাট দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে। এফআইআর চাকরিপ্রার্থীর। বিজেপিকে বদনাম করতে শাসক দলের চক্রান্ত। প্রতিক্রিয়া মুকুটমণির। কল্যাণীতেই এই অবস্থা, অন্য রাজ্যে কী করছে বিজেপি, বোঝা যাচ্ছে। পাল্টা কুণাল।
নন্দীগ্রাম (Nandigram) ভোট পুনর্গণনা মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন খারিজ। সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দুর। হাইকোর্টে মামলা ফেরাল সর্বোচ্চ আদালত। স্বাগত তৃণমূল কংগ্রেসের।
মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের (Tala Bridge)। শেষ হতে চলেছে আড়াই বছরের ভোগান্তি। ১২ সেপ্টেম্বর পুলিশ-পিডব্লুডির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত।
WB News Live: তৃণমূল-বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত নন্দকুমার
একদিকে বিজেপির পথ সভা, রাস্তার উল্টো দিকে তৃণমূলকর্মীরা ! তৃণমূল-বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত নন্দকুমার। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের প্রস্তুতি হিসেবে বিজেপির পথসভা। বিজেপির মঞ্চ থেকে চোর-চোর স্লোগান, পাল্টা বিক্ষোভ তৃণমূলের।
West Bengal News Live: ৩ সপ্তাহের মধ্যেই ফের আগুন মহাকরণে
৩ সপ্তাহের মধ্যেই ফের মহাকরণে আগুন । ৭.৪৫: মহাকরণের ২ নম্বর ব্লকে আইটি রুমে আগুন। তথ্য প্রযুক্তি দফতরের ফাঁকা ঘরে দরজার ফ্রেমে আগুন লাগে।ধোঁয়া দেখতে পেয়ে পুলিশে খবর কয়েকজন কর্মীর। কিছুক্ষণের মধ্যে কর্মীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ। ১৬ অগাস্ট আগুন লেগেছিল মহাকরণের স্বরাষ্ট্র দফতরে।
WB News Live: মহিলাকে কটূক্তির অভিযোগ, ২ পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র কাঁকুলিয়া
২ পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র কাঁকুলিয়া। মহিলাকে কটূক্তির অভিযোগে দু’পক্ষের সংঘর্ষ। দু’পক্ষের বাঁশ, ইট দিয়ে সংঘর্ষ, ঘটনাস্থলে কসবা থানার পুলিশ
West Bengal News Live: অমিত শাহের ছবি দিয়ে ‘পাপ্পু’ লেখা টি-শার্ট পরে সোশাল মিডিয়ায় প্রচার
অমিত শাহকে ‘পাপ্পু’ বলে অভিষেকের আক্রমণ, প্রচার শুরু তৃণমূলের। অমিত শাহের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় প্রচার শুরু তৃণমূলের। অমিত শাহের ছবি দিয়ে ‘পাপ্পু’ লেখা টি-শার্ট পরে সোশাল মিডিয়ায় প্রচার। অমিত শাহের ছবি দিয়ে ‘পাপ্পু’ লেখা টি-শার্ট পরে অভিষেকের ভাই-বোনের প্রচার। অমিত শাহের ছবি দিয়ে ‘পাপ্পু’ লেখা টি-শার্ট পরেই প্রচারে চালাবেন তৃণমূল যুব নেতারা : সূত্র।
WB News Live: বাংলা ছাড়াও বেঙ্গালুরুতে রাজু সাহানির সম্পত্তির হদিশ
রাজু সাহানির বাড়িতে পৌনে ৩ কোটির সম্পত্তির নথি ! রিসর্ট-বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, দাবি সিবিআই সূত্রে। বাংলা ছাড়াও বেঙ্গালুরুতে রাজু সাহানির সম্পত্তির হদিশ। রাজু সাহানির ৫৬ কাঠা জমির হদিশ পাওয়ার দাবি সিবিআই সূত্র। রাজুর বাড়িতে খালি লেটারহেড, স্ট্যাম্প পাওয়ার দাবি সিবিআই সূত্র। হালিশহর, নিউটাউন, বিধাননগরের ৮ জায়গায় সিবিআই তল্লাশি।