West Bengal News Live: ৮১ বছর বয়সে সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের দু ঘণ্টার বৈঠক। সমস্যার সমাধানে ৮ অগাস্ট বসবেন শিক্ষামন্ত্রী (Education Minister)। বৈঠকের পর খুশি আন্দোলনকারীরা।
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক, দেখা করতে হবে তাদের সঙ্গেও। অভিষেকের অফিসের নিচে লাগাতার বিক্ষোভ প্রাথমিক টেট উত্তীর্ণদের (TET)।
শিক্ষাক্ষেত্রে ১৮ হাজার শূন্যপদে নিয়োগ করা যেতে পারে। আইনি বাধা নেই। আদালতকে রাজনীতির আঙিনায় টানার চেষ্টা হলে উপযুক্ত পদক্ষেপ। টেট মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
'ষড়যন্ত্রের শিকার', মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মমতার সিদ্ধান্তে আস্থা, দলীয় সিদ্ধান্ত নিয়ে কী প্রশ্ন তুললেন পার্থ? পার্থর ষড়যন্ত্র তত্ত্বকে নস্যাৎ তৃণমূলের।
স্বচ্ছ ভাবমূর্তি বজায়ে সিদ্ধান্ত দলের, দাবি শান্তনু সেনের। মন্ত্রিসভা থেকে সরানো মানলেও দল থেকে হঠানো মানতে পারছেন না, প্রতিক্রিয়া রাহুল সিনহার। এখনও অনেক বাকি, কটাক্ষ অধীরের।
গরিবদের শোষণ করে জোগাড় ৫০ কোটি। মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে মুখরক্ষা হবে না তৃণমূলের। ট্যুইট অপর্ণা সেনের। কেন সরব নন বিদ্বজ্জনেরা? প্রশ্ন রুদ্রনীলের।
মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই-তে পার্থ-অর্পিতাকে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি। কান্নায় ভাঙলেন অর্পিতা। টেনেহিঁচড়ে তোলা হল হুইল চেয়ারে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় এবার নদিয়ায় নতুন রঞ্জনের খোঁজ। চাকরি দেওয়ার নামে টাকা-সোনা নেওয়ার অভিযোগ। প্রধান বিচারপতির কাছে মামলা ফেরত পাঠালেন বিচারপতি।
পরেশ অধিকারীকে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি বিজেপির। সিদ্ধান্ত নেবে দল। প্রতিক্রিয়া পরেশের। দুর্নীতিতে ডুবে বিজেপি নেতারাই, পাল্টা তৃণমূল কংগ্রেস।
রথতলায় অর্পিতার ফ্ল্যাট থেকে দুটি রিয়েল এস্টেস্ট কোম্পানির নথি উদ্ধার। টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে উধাও অর্পিতার চারটি বিলাসবহুল গাড়ি। ইডির ভরসা সিসিটিভি।
কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার বসিরহাটের কুখ্যাত পাচারকারী। কলকাতা থেকে আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করল সিআইডি।
WB News Live Updates: প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র
প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। ‘রাত ১২.০৫: চেতলার বাড়িতেই হৃদরোগে নির্মলা মিশ্রের মৃত্যু’, এমনই জানিয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর চিকিৎসক। ৮১ বছর বয়সে সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের মৃত্যু। প্রয়াত ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ গানের স্রষ্টা। রাতে নার্সিংহোমেই রাখা থাকবে সঙ্গীতশিল্পীর। মরদেহ
West Bengal News Live:'ঝাড়খণ্ডে সরকার ফেলতেই কি আনা হচ্ছিল বিপুল টাকা?’ ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কটাক্ষ তৃণমূলের
'ঝাড়খণ্ডে সরকার ফেলতেই কি আনা হচ্ছিল বিপুল টাকা?, ‘হাওড়ায় উদ্ধার প্রচুর টাকার উৎস কি? তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি?’, ‘নাকি শুধু হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রে আইন কার্যকর হবে?, ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কটাক্ষ তৃণমূলের।
WB News Live Updates: ‘খুব ভুল না হলে টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন’, ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের
‘খুব ভুল না হলে টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন’, ‘বিজেপির নেতারা বলেছিলেন, মহারাষ্ট্রের পরেই টার্গেট রাজস্থান-ঝাড়খণ্ড’
‘কে বলতে পারে কলকাতায় বসে ডিলিং হচ্ছিল না?’,‘প্রতিবেশী রাজ্যের সরকার ফেলার ডিলিং হচ্ছিল না, কে বলতে পারে?’, ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের।
West Bengal News Live: ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট!
ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! ‘কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারিকে জিজ্ঞাসাবাদ’। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক । গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের ।
WB News Live Updates: বৃষ্টির আকাল, পর্যাপ্ত জলের অভাবে পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমন ধান-চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা
বৃষ্টির আকাল। পর্যাপ্ত জলের অভাবে পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমন ধান-চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এই পরিস্থিতিতে, বিদ্যুত্ দফতরের সাহায্য নিয়ে সাব মার্সিবল পাম্প চালানোর চিন্তাভাবনা করছে জেলা প্রশাসন।