West Bengal News Live Updates: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠক, সরকারের পাশে থাকার বার্তা বিরোধীদের
Get the latest West Bengal News Highlights: শহর থেকে জেলা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
ওপারে অশান্তি, উদ্বেগ এপারেও। মন্ত্রীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে প্রধানমন্ত্রী। রিপোর্ট দিলেন বিদেশমন্ত্রী। কেন্দ্র যেভাবে বলবে, সেভাবেই চলব, জানালেন মমতা।
রেঞ্জ অফিসারকে হুমকি-শাসানি। দলের চাপে ইস্তফা দিয়েও ক্ষমা চাইতে নারাজ অখিল।
কারামন্ত্রীর পদে ইস্তফা দিয়েই তাজপুরে বন দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অখিলের।
পদত্যাগের পরেই বাবার প্রশংসায় অখিল পুত্র। অন্তত দুর্নীতির দায়ে বরখাস্ত হতে হয়নি, গরিতদের জন্য লড়াই করে মাথা উঁচু করে ইস্তফা দিয়েছেন বলে পোস্ট।
বঙ্গভঙ্গ-বিরোধী প্রস্তাব নিয়ে বিধানসভায় বেনজির সহমত। শুভেন্দুর প্রস্তাব মানলেন মমতা! রাজ্য সঙ্গীতের সময় উঠে দাঁড়ালেন বিজেপি বিধায়করাও।
গ্রেটার কোচবিহারে দাবিতে সরব অনন্ত মহারাজের বাড়িতে কেন? বঙ্গভঙ্গ নিয়ে আলোচনায় মমতাকে প্রশ্ন শুভেন্দুর। আপনি ডাকলেও যাব, পাল্টা মুখ্যমন্ত্রী।
শাসকের সঙ্গেই বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব বিজেপির। দলের ভূমিকায় ক্ষুব্ধ কালিম্পঙের বিধায়ক।
অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা এসএসসির। চারটি বিভাগে অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা ১ হাজার ২১২। দাবি স্কুল সার্ভিস কমিশনের।
ED-র স্ক্যানারে চালকল মালিক বারিক বিশ্বাসদের নামে থাকা ১৫টি কোম্পানি। নজর নথিপত্রে। রেশন দুর্নীতির টাকা এদের মাধ্যমেই লেনদেন, অনুমান ED-র।
WB News Live: চ্যাংড়াবান্ধার সীমান্তে বিএসএফের হাতে আটক দম্পতি, উদ্ধার ভারতীয় জাল আধার কার্ড ও প্যান কার্ড
চ্যাংড়াবান্ধার সীমান্তে বিএসএফের হাতে আটক দম্পতি। তাদের কাছ থেকে উদ্ধার ভারতীয় জাল আধার কার্ড ও প্যান কার্ড। জানা গেছে বাংলাদেশের রংপুরের বাসিন্দা, এনামুল হক সোহেল। তার স্ত্রী ও সন্তানকে নিয়ে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে এসেছিল চিকিৎসা করানোর জন্য। তাদের লাগেজ পরীক্ষা করার সময় সেখান থেকে পাওয়া যায় একটি ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড। সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিএসএফ এবং ফের তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এনামুল হক সোহেল জানিয়েছেন তিনি ২০২০ সালে উত্তর প্রদেশ থেকে নিজের চিকিৎসার সুবিধার জন্য এই জাল আধার কার্ড ও প্যান কার্ড বানিয়েছিলেন। ইতিমধ্যে তার ভিসাটি বাতিল করা হয়েছে।
News Live Updates: অশান্ত ওপার বাংলা, এপারে উদ্বেগ, সক্রিয় বিএফএফ
অশান্ত ওপার বাংলা, এপারে উদ্বেগ, সক্রিয় বিএফএফ। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিএসএফ। নদিয়া সীমান্তের গ্রামবাসী, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক।
News Live Updates: ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা?
ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা? এখনও দিল্লির সেফ হাউসে শেখ হাসিনা। এবার গন্তব্য কোথায়? ধোঁয়াশার মধ্যেই ইউরোপ নিয়ে জল্পনা। ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে ইউরোপ যেতে পারেন হাসিনা, খবর সূত্রের।
West Bengal News Live Updates: এখনই বৃষ্টি কিংবা আর্দ্রতাজনিত অস্বস্তি কমার কোনও ইঙ্গিত নেই
এখনই বৃষ্টি কিংবা আর্দ্রতাজনিত অস্বস্তি কমার কোনও ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
News Live Updates: বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, প্রভাব সীমান্তেও
বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। কেউ ওদেশে গিয়ে আটকে পড়েছেন, কেউ আবার ভারতে এসে আর ফিরতে পারছেন না দেশে। ওপার বাংলা থেকে কেউ এসেছিলেন কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে। কেউ আবার ব্যক্তিগত প্রয়োজনে এদেশে এসেছিলেন। এই পরিস্থিতিতে সকলেই চাইছেন দ্রুত বাংলাদেশে ফিরতে। অন্য ছবিও আছে। ওপার বাংলা থেকেও ফিরছেন ভারতীয়রা। সীমান্ত পারাপার করতে গিয়ে সকলেই সমস্যায় পড়ছেন। পেট্রাপোল, গেদে, চ্যাংড়াবান্ধা থেকে শুরু করে মহদিপুর, ফুলবাড়ি, হিলি সব জায়গাতেই উদ্বিগ্ন মুখের ভিড়।