West Bengal News Live: 'মমতা সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', তোপ দাগলেন শুভেন্দু অধিকারী
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
চিৎপুর কালীপ্রসন্ন সিংহি রোডে ই-বাইকের গুদামে বিধ্বংসী আগুন (Fire At Chitpur)। ঘটনাস্থলে দমকলের (Fire Tenders At Chitpur) ৭টি ইঞ্জিন। দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।
বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের (Abhishek Banerjee On Age) তত্ত্ব, খারিজ করলেন ফিরহাদ (Firhad Hakim Nullifies Age Controversy)।
বয়স-বিতর্কে ফিরহাদের জবাব, পাল্টা জবাব কুণালের (Kunal Ghosh)।
বয়স বিতর্কে সৌগতের পাশেই ফিরহাদ, জবাব কুণালের।
সলমনদের সঙ্গে চলচ্চিত্র উৎসবে নাচ। মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর কটাক্ষ
কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর তীব্র কটাক্ষ, গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী।
গিরিরাজের আক্রমণের জবাবে মানহানি-মামলার হুঁশিয়ারি তৃণমূলের। চাপ বাড়াতে কাল সংসদে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভের ঘোষণা।
আর্থিক বোঝা, দুর্নীতির দায়ে নিমজ্জিত বাংলা। নাচছেন মুখ্যমন্ত্রী। নিরোর সঙ্গে তুলনা করে কটাক্ষ শুভেন্দুর। জবাব তৃণমূলের।
৩৭০ ধারা বিলোপের পর এবার মিশন পিওকে। জম্মু-কাশ্মীর বিধানসভায় আসন সংরক্ষণে বিল পাস।
জম্মু-কাশ্মীর বিল নিয়ে আলোচনার সময় সৌগতকে খোঁচা শাহের।
ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিত। ফোন করেছিলেন রাহুল, আগে থেকে জানানো হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর।
West Bengal Live Update:পাঁশকুড়ার রাতুলিয়া থেকে আজ পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল বাম যুব সংগঠনের ইনসাফ যাত্রা
পাঁশকুড়ার রাতুলিয়া থেকে আজ পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল বাম যুব সংগঠনের ইনসাফ যাত্রা।ইনসাফ যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ বামেদের একাধিক নেতৃত্বরা।
West Bengal News:জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
'জাতীয় সঙ্গীত দেশকে সম্মান জানানোর জন্য? নাকি অন্য পক্ষকে ফাঁসানোর জন্য? প্রশ্ন উঠবে', বৃহস্পতিবার জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন ওই মামলায় তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ, জানান বিচারপতি সেনগুপ্ত। সব মিলিয়ে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের।
West Bengal Live Update:ফের প্রচুর পরিমাণে চোরাই কয়লা বাজেয়াপ্ত করলো বীরভূমের নলহাটি থানার পুলিশ।
ফের প্রচুর পরিমাণে চোরাই কয়লা বাজেয়াপ্ত করলো বীরভূমের নলহাটি থানার পুলিশ। আটক করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল। ঘটনায় চারজন কয়লা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ আব্দুল সাত্তার আনসারি, সিরাজ আনসারি, মেরাজ আনসারি ও প্রভাত মণ্ডল।
West Bengal News: যাত্রীবাহী অটোর সঙ্গে পিক আপের মুখোমুখি সংঘর্ষ মালদাল চাঁচলে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক
যাত্রীবাহী অটোর সঙ্গে পিক আপের মুখোমুখি সংঘর্ষ।মালদাল চাঁচল আশাপুর রাজ্য সড়কের দিঘি-বাসিলহাট এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, আহত একাধিক। পিকআপ ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ। অটোয় থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছে বেশ কয়েকজন যাত্রী। ঘটনার পর পলাতক পিকআপ ভ্যানটি। এখনো মৃতের পরিচয় পাওয়া যায়নি।
West Bengal Live Update: হাওড়া ডিভিশনে কাজের জন্য ১০-২১ ডিসেম্বর পর্যন্ত বাতিল বহু ট্রেন, রুট বদল একাধিকের
হাওড়া ডিভিশনে নন ইন্টার লকিং কাজের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিলের পাশাপাসি, বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বিশেষত পর্যটনের এই সময়ে কলকাতা থেকে উত্তরবংগের ডুয়ার্সে পৌছানোর কাঞ্চন কন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। যার ফলে এইতিমধ্যেই সমস্যায় পরেছেন উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের একাংশের , অনেকি টিকিট কেটে রেখেছেন এই ট্রেনে আসবেন বলে আবার অনেকেরই ফেরার টিকিট রয়েছে তাই হঠাত করে রেলের এই ঘোষনায় বিপাকে পরেছেন পর্যটকরা।