West Bengal News Live Updates: ডিজিটাল এক্সরে-র জন্য দেরি হওয়াকে ঘিরে উত্তপ্ত ন্যাশনাল মেডিক্যাল
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam Case) মামলায় এবার টাকার পাহাড়ের হদিশ। টানা ২৭ ঘণ্টা তল্লাশিতে কলকাতা (Kolkata) ও জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ED। সূত্রের খবর, এর মধ্যে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কলকাতায় এজেসি বোস রোডের অফিস থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে ১ কোটি টাকা। রেশন দুর্নীতি (Ration Scam) তদন্তে আরও কয়েকটি অফিসে তল্লাশি চালিয়ে বাকি ৪০ লক্ষ টাকা মিলেছে। বাঁকুড়ার (Bankura) দুটি পার্টনারশিপ কোম্পানির অ্যাকাউন্টে মিলেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। ED-র অনুমান, বাজেয়াপ্ত করা এই টাকা রেশন দুর্নীতির।
অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের সিজিও কমপ্লেক্সে তলব বরানগর পুরসভার চেয়ারপার্সনকে। সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মৌলিক। গত সাড়ে ৩ ঘণ্টা ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকদের। গতকালও ৯ ঘণ্টার বেশি সময় ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল ইডি। রাজারহাটের এই ফ্ল্যাট থেকেই চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার হন কুন্তল। সূত্রের খবর, ঘুরপথে ফ্ল্যাট বিক্রির চেষ্টা হয়েছে এমন তথ্য পেয়েই আজ তদন্তে আসেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। ফ্ল্যাট তালাবন্ধ দেখে আবাসনের অফিসে যান ইডি-র অফিসাররা। রাজারহাটের ওই আবাসন কর্তৃপক্ষের দাবি, এখানে কুন্তল ঘোষ ভাড়া থাকতেন। ওই ফ্ল্যাট বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে ।
এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্য়পাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রাজ্যপালের সামনে বিক্ষোভ। মেদিনীপুর শহরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভয়ের সামনে পতাকা নিয়ে বিক্ষোভ ১০০ দিনের কাজের টাকা, বিশ্ববিদ্যালয় চত্বরকে রাজনীতি-মুক্ত করার দাবিতে বিক্ষোভ টিএমসিপি সদস্যদের। সমাবর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথেও তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল।
West Bengal News LIVE Updates: ডিজিটাল এক্সরে-র জন্য দেরি হওয়াকে ঘিরে উত্তপ্ত ন্যাশনাল মেডিক্যাল
ডিজিটাল এক্সরে-র জন্য দেরি হওয়াকে ঘিরে উত্তপ্ত ন্যাশনাল মেডিক্যাল । কাউন্টার ভাঙচুরের চেষ্টা, কর্মীদের মারধরের অভিযোগ । বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের, ২জন আটক। লম্বা লাইনে এক্সরে করতে দেরি হওয়ায় হামলার অভিযোগ।
মাঝেমধ্যে ডিজিটাল এক্সরে খারাপ হয়, কড়া ব্যবস্থা নিক পুলিশ: কর্তৃপক্ষ।
WB News LIVE Updates: তৃণমূলের সঙ্গে হাত মেলালে জোট নয়, হুঁশিয়ারি নৌশাদ সিদ্দিকির
তৃণমূলের সঙ্গে হাত মেলালে জোট নয়, হুঁশিয়ারি নৌশাদ সিদ্দিকির। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতের পরেই বোঝালেন নৌশাদ। 'পঞ্চায়েত ভোটে তৃণমূলের অত্যাচারের শিকার আইএসএফ'। 'যাদের হাতেই আক্রান্ত, তাদের সঙ্গে চা খাচ্ছি, কী করে জবাব দেব!' 'বাংলায় গণতন্ত্র বিপন্ন, তাদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই নয়'। তৃণমূলের সঙ্গে 'ইন্ডিয়া' জোটে হাত মেলালে সঙ্গে নয়, বার্তা নৌশাদের
West Bengal News LIVE Updates: 'শুধু গম-আটা নয়, চালের এমএসপি-তেও দুর্নীতি', অফিসিয়ালি প্রেস রিলিজ জারি ইডির
রেশন বণ্টন দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি ইডির। 'শুধু গম-আটা নয়, চালের এমএসপি-তেও দুর্নীতি', অফিসিয়ালি প্রেস রিলিজ জারি ইডির। কৃষকদের নাম জাল করে অ্যাকাউন্ট খুলে ন্যূনতম সহায়ক মূল্য আত্মসাৎ করেছে চালকল মালিকরা, দাবি ইডির। কলকাতা পুলিশের এফআইআর গুলির ওপর ভিত্তি করেই তদন্তে উঠে এসেছে তথ্য, দাবি ইডির। ন্যূনতম সহায়ক মূল্যের বিনিময়ে কৃষকদের কাছ থেকে শস্য কেনে রাজ্য সরকার। আসল কৃষকদের কাছে না পৌঁছে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা গেছে চালকল মালিকদের কাছে, ইডি সূত্রে দাবি। ৩০ শতাংশ খাদ্যশস্য খোলাবাজারে বিক্রি করা হত, ভাগ পেত চালকল মালিক থেকে রেশন ডিলাররা, দাবি ইডির। কুইন্টাল প্রতি ২০০ টাকা করে টাকা আত্মসাৎ করেছে চালকল মালিকরা, জেরায় স্বীকার অন্যতম মূল অভিযুক্তের, দাবি ইডির। বছরের পর বছর ধরে এই দুর্নীতি চলেছে, কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, ইডি সূত্রে দাবি। দুর্নীতি মামলায় তদন্ত চলছে, জানাল ইডি
WB News LIVE Updates: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলবে বরানগরের পুরপ্রধানের হাজিরা
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলবে বরানগরের পুরপ্রধানের হাজিরা । সিজিও কমপ্লেক্সে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির । গতকালও ৯ ঘণ্টার বেশি সময় ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ।
West Bengal News LIVE Updates: জেলা সভাপতি নিয়ে ক্ষোভ, মগরাহাটে দিলীপের সামনেই তুলকালাম
জেলা সভাপতি নিয়ে ক্ষোভ, মগরাহাটে দিলীপের সামনেই তুলকালাম । দিলীপের সামনেই জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি । মগরাহাটে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতাকে ঘিরেই বিক্ষোভ । দুর্গাপুজোর জন্য দলীয় অনুদানের বড় অংশ আত্মসাতের অভিযোগ । অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে দিলীপের সামনেই ধুন্ধুমার । জয়নগর সাংগঠনিক জেলার সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি । এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপি নেতৃত্বের ।