West Bengal News Live Updates: টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়ি ভাঙচুর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: একটা দুর্ঘটনা (Accident)। তছনছ করে দিল গোটা সংসার। বালিগঞ্জের সার্কুলার রোডে (Ballygunj Circular Road), বেপরোয়া গতি পিষে দিল সংসারের একমাত্র রোজগেরে মানুষটিকে। সম্প্রতি মৃত্যু হয় মহিলার স্বামীর। আর আজ বেঘোরে প্রাণ গেল তাঁর। ৭ মাসের মধ্যে মা-বাবাকে হারিয়ে দিশেহারা দুই মেয়ে।
গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যুতে, CBI তদন্তের দাবিতে কাল হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতের পরিবার। থানায় যুবকের ঢোকার ফুটেজ পুলিশ দেয়নি কেন? প্রশ্ন তুলেছে মৃত দীপঙ্করের দাদা। আজ মৃতের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার অফিসাররা।
ঝাড়খণ্ডকাণ্ডের তদন্তে বাংলার পুলিশকে ফের কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি শাসিত অসমে। CID সূত্রে দাবি, অবৈধ লেনদেনে অসমের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর নাম মিলেছে। গুয়াহাটিতে তাঁর বাড়িতে নোটিস দিতে গেলে অসম পুলিশ বাড়ি ঘিরে রাখে বলে অভিযোগ। যদিও অসম পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খাওয়া-দাওয়া করছেন, বই পড়ছেন। তবে মোটের উপর জেলে চুপচাপই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই খবর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তাঁর সেলের বাইরে লাগানো হল CCTV ক্যামেরা। তবে পার্থ চুপচাপ থাকলেও, অর্পিতা মাঝেমধ্যেই কান্নাকাটি করছেন বলে জেল সূত্রে খবর।
সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে CISF-এর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। কী থেকে যে কী হয়ে গেল? মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের। অন্যদিকে, জখম অ্যাসিস্টান্ট CISF কমাডান্ট সুবীর ঘোষ বিপন্মুক্ত হলেও উৎকন্ঠায় পরিজনরা।
CBI’এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যাবেন তিনি। সেই কারণে হাজিরা দিতে পারছেন না বলে, ইমেল করে CBI’কে জানানো হয়েছে বলে সূত্রের খবর।
West Bengal News Live Updates: দমদম পার্কের এক নম্বর পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার
দমদম পার্কের এক নম্বর পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সন্ধ্যাবেলা মৃতদেহ ভাসতে দেখে লেকটাউন থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে লেকটাউন থানার পুলিশ ।
WB News Live Updates: সোনা জয়ের পর কলকাতায় ফিরলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের তরুণ অচিন্ত্য শিউলি
বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ের পর কলকাতায় ফিরলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের তরুণ অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। সোনালি সাফল্যের নেপথ্যে রয়েছে হার না মানা লড়াই।
West Bengal News Live Updates: পাল্টা অভিযোগ বিধায়কের
টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধায়কের বাড়িতে। দলের পদ পেতে গেল বিধায়ককে টাকা দিতে হয় বলে অভিযোগ। যদিও টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিধায়কের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই হামলার অভিযোগ ইদ্রিশ আলির।
WB News Live Updates: তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়ি ভাঙচুর
টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগে বিধায়কের বাড়িতে তাণ্ডব। মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল বিধায়কের বাড়িতেই ভাঙচুর। তাণ্ডব চালাল তৃণমূলকর্মীদেরই একাংশ! তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়ি ভাঙচুর।
West Bengal News Live Updates: রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে কী কাজ! প্রতিবাদে বিক্ষোভ
নন্দীগ্রাম থেকে আলিপুরদুয়ার, রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে কী কাজ? কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে কী কাজ? রবিবার রাতেও আলিপুরদুয়ারের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মীদের ভিড়। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতেও রাতে কীসের কাজ? প্রতিবাদে বিক্ষোভ। রাজ্যের দুর্নীতি ধামাচাপা দিতে রাতারাতি তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ। দুর্নীতি আড়ালে ফাইল লোপাটের অভিযোগ খারিজ তৃণমূলের।