West Bengal News Live Updates:রণক্ষেত্র রানিনগর, থানায় তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন!
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আজ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের (Dhupguri By Election Result) ফল। আসন ধরে রাখবে বিজেপি (BJP)? নাকি থাবা বসাবে তৃণমূল (TMC)? কী প্রভাব ফেলতে পারে সিপিএম-কংগ্রেস জোট (CPM Congress Alliance)? উত্তর কিছুক্ষণ পরেই।
একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের মাসিক বেতন (Pay Hike Of MLA & Ministers) বাড়ল ৪০ হাজার টাকা। বেতন নিই না বলে নিজের বেতন বৃদ্ধি করছি না, অধ্যক্ষকে জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
মন্ত্রীদের ৩৬ শতাংশ মাসিক বেতন বেড়ে হল ১ লক্ষ ৫০ হাজার টাকা। বিধায়কদের মাসিক ৪৯ শতাংশ বেতন বেড়ে হল ১ লক্ষ ২১ হাজার টাকা।
রাজ্যের আর্থিক সঙ্কটেও বেতন বৃদ্ধি। সমর্থন করি না, প্রতিক্রিয়া শুভেনদুর। ডিএ দেওয়ার সময় টাকা নেই, তেলা মাথায় তেল দিতে টাকা থাকে, কটাক্ষ সংগ্রামী যৌথ মঞ্চের।
পয়লা বৈশাখের দিনই সরকারিভাবে পালন হবে পশ্চিমবঙ্গ দিবস। রাজ্য সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল। প্রস্তাব পাস বিধাসভায়। পক্ষে ভোট ১৬৭ বিধায়কের।
পশ্চিমবঙ্গ দিবস প্রস্তাব পাসের পাল্টা মিছিল করে বিধানসভা থেকে রাজভবনে বিজেপি। রাজ্যপাল সই না করলে কিছু আসে যায় না। দেখব কার শক্তি বেশি ? আক্রমণ মুখ্যমন্ত্রীর।
অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে শিক্ষা দফতর ভুল বললেও হাইকোর্ট বলেছে রাজ্যপাল সঠিক। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যের পদক্ষেপ ভুল। রাজ্যকে নিশানা রাজ্যপালের। বিজেপির এজেন্ট, পাল্টা তৃণমূল।
মুখ্যমন্ত্রীকে স্বাগত, রাজভবনে প্রতিবাদ জানাতে পারেন। মুখ্যমন্ত্রীর ধর্না হুঁশিয়ারির কটাক্ষ সিভি আনন্দ বোসের। আজ রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের।
WB News Update: তৃণমূলের সঙ্গে কুস্তিতে হার
তৃণমূলের সঙ্গে কুস্তিতে হার। ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের। ঘাসফুলকে রুখতে পারলেন না অধীর-সেলিম। ৬ শতাংশেই আটকে বামপ্রার্থীর ভোট।
WB News Live: ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ
ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর । 'অধ্যাপকদের অবসরের বয়স ৬০ থেকে ৬৫ করার সিদ্ধান্ত সরকারের। অবসরের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের, আমার নয়, অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল'। এসএসসি কর্তাদের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে দাবি পার্থ চট্টোপাধ্য়ায়ের । যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ সিবিআইয়ের।
WB News Update: তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি
তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি। পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস
WB News Live: অন্ডালে সিপিএমের পার্টি অফিস খোলালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক
অন্ডালে সিপিএমের পার্টি অফিস খোলালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত ভোটে গন্ডগোলের পর থেকই বন্ধ ছিল সিপিএমের দলীয় অফিস। নিজে দাঁড়িয়ে থেকে সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে নিয়ে অফিস খোলালেন তৃণমলের জেলা সভাপতি। অন্ডালের কাজোয়া মোড়ে সিপিএমের পার্টি অফিস খোলালেন তৃণমূল বিধায়ক। 'দীর্ঘদিন ধরে অফিসে তালা দিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস', অভিযোগ সিপিএমের। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের কাছে অভিযোগ জানান সিপিএম কর্মীরা। নিজে উপস্থিত থেকে সিপিএমের দলীয় কার্যালয় ফেরালেন তৃণমূল নেতা
WB News Update: রণক্ষেত্র রানিনগর, থানায় তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন
রণক্ষেত্র রানিনগর, থানায় তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন! কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে থানা, তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ। সমাবেশে আসতে কংগ্রেস কর্মীদের বাধা, পাল্টা তৃণমূলের পার্টি অফিসে আগুন। রানিনগর থানায় হামলা, তৃণমূলের পার্টি অফিসেও আগুন।অধীরের সভায় আসার পথে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চায়েত সমিতি জয়ের পর রানিগরে বাম-কংগ্রেসের বিজয় সমাবেশ। রানিনগরে আসার সময় পুলিশের সঙ্গে তৃণমূল বাধা দেওয়ার অভিযোগ। সম্মেলন থেকে ফেরার সময় রানিনগর থানায় তাণ্ডব, ইটবৃষ্টি-ভাঙচুর। হামলায় প্ররোচনা দিয়েছে পুলিশ, রানিনগরকাণ্ডে পাল্টা দাবি কংগ্রেসের