West Bengal News Live : লোকসভায় সৌমিত্র খাঁয়ের স্লোগান, স্ত্রীর প্রসঙ্গ টেনে কটাক্ষ সৌগতর
West Bengal News Live : এক ক্লিকে জেলা জেলা থেকে খবর
LIVE
Background
কলকাতায় ফের যকের ধন! কয়লাকাণ্ডে বালিগঞ্জে (Ballygunge Development Organization) নির্মাণকারী সংস্থার অফিসে ইডির (ED Raid) তল্লাশি অভিযান, বান্ডিল বান্ডিল নোটে কোটি টাকারও (huge money) বেশি বাজেয়াপ্ত।
১০ ঘণ্টা কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে বালিগঞ্জ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার হদিশ। বাজেয়াপ্ত ডেক্সটপ (Desktop) খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা।
খারিজ জামিন-আর্জি। জেলেই মানিক। পার্থের সঙ্গে জুটি বেঁধে দুর্নীতি। বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অনুমোদনে পার্থ নিতেন ৬ থেকে ৮ লক্ষ, মানিক ২ থেকে ৫ লক্ষ, দাবি ইডির।
মানিকের বাড়ি থেকে উদ্ধার সিডির একটি ফোল্ডারেই ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম। চাকরি পেয়েছেন আড়াই হাজারের বেশি। নিয়োগ পিছু প্রাপ্তি ৫ লক্ষ, দাবি ইডির।
কোন প্রশ্নের উত্তর দিতে হবে, জানান হত আগেই। কে টাকা দিয়েছে, জানতে ওএমআর শিটে সাঙ্কেতিক প্রশ্ন। ষড়যন্ত্রে মানিক-কুন্তলের যুগলবন্দি, অভিযোগ ইডি।
ওএমআর শিট বিকৃতির ফলে প্যানেলে থাকা ১৬৯৮ জনের বিরুদ্ধে কেন মামলা করছেন না? নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই। তদন্তে গতি আনার নির্দেশ।
এজেন্সি নিয়ে বিরোধীদের আক্রমণ, কটাক্ষে জবাব প্রধানমন্ত্রীর।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মোদির হাতিয়ার এজেন্সি। বোঝাই যাচ্ছে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী, পাল্টা তৃণমূল। দুর্নীতিতে সবাই তো জেলে, পাল্টা বিজেপি।
মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচ? কেন্দ্রীয় দল ফিরতেই পিএম পোষণ প্রকল্পে নয়ছয়ের অভিযোগে ক্যাগকে অডিটের নির্দেশ। নজরে ৩ বছরের হিসেব।
আদানি নিয়ে রাহুলের আক্রমণ, দুর্নীতি থেকে সন্ত্রাসের প্রসঙ্গ টেনে পাল্টা মোদি।
আদানি বিতর্কের মধ্যেই লোকসভায় ভাষণ মোদির, নাম না করে রাহুলকে কটাক্ষ।
বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার, সিপির রিপোর্টে সন্তুষ্ট নয় বৃহত্তর বেঞ্চ। কারা পোস্টার দিল? মাস্ক পরা থাকায় শনাক্তে সমস্যা, দাবি পুলিশের।
WB News Live: লোকসভায় সৌমিত্র খাঁয়ের স্লোগান, স্ত্রীর প্রসঙ্গ টেনে কটাক্ষ সৌগতর
লোকসভায় সৌমিত্র খাঁয়ের স্লোগান, স্ত্রীর প্রসঙ্গ টেনে কটাক্ষ সৌগতর। বক্তব্য রাখার সময় সৌমিত্র খাঁয়ের স্লোগান, বউ পালিয়ে গেছে বলে কটাক্ষ। সৌগতর । বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে সৌগতর বক্তব্য রাখার সময় সৌমিত্রের স্লোগান। পুরো পাগল, বউ পালিয়ে গেছে বলে বিজেপি সাংসদকে কটাক্ষ তৃণমূল সাংসদের। কিছু না পেরে নিম্নরুচির ব্যক্তিগত আক্রমণ, সৌগতকে পাল্টা আক্রমণে বিজেপি ।
WB Live Update: হাইকোর্টেই গ্রেফতার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে
হাইকোর্টেই গ্রেফতার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে। গ্রেফতার শৈলেশের সহযোগী প্রসেনজিৎ দাস। গত অক্টোবরে শৈলেশের হাওড়ার বাড়ি থেকে ইডি অভিযানে উদ্ধার হয় ৮ কোটি টাকার বেশি। টাকা উদ্ধারকাণ্ডে গ্রেফতার হয় শৈলেশের দাদা ও ভাই-সহ ৪ জন।
সম্প্রতি নিম্ন আদালত থেকে এই মামলায় জামিন পান শৈলেশ ও প্রসেনজিৎ। আজ দুই অভিযুক্তকে এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন
WB News Live: বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট, ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ!
বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট, ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ! কলকাতা পুলিশের এসটিএফের অভিযান, উদ্ধার ১ কোটি নগদ টাকার হদিশ
গড়িয়াহাট থানায় টাকার কাউন্টিং, গ্রেফতার ২। গাড়িতে বান্ডিল বান্ডিল নোট নিয়ে যাওয়ার সময় পাকড়াও। কোথায়, কার কাছে যাচ্ছিল বান্ডিল বান্ডিল নোট? এখনও রহস্য।
WB Live Update: ফের অমর্ত্য সেনকে চিঠি বিশ্বভারতীর, জমি জরিপ করতে চাইল
আবার অর্মত্য সেনকে চিঠি দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিতর্কিত জমি আবার সার্ভে করতে চেয়ে অর্মত্য সেনকে এই চিঠি দেওয়া হয়েছ। তাঁকে দিন ক্ষণ জানাতে বললেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।
WB News Live: বৃহস্পতিবারও আদালতে ধাক্কা খেলেন নৌশাদ সিদ্দিকি, ফের ৪ দিনের পুলিশ হেফাজত
বুধবারের পর বৃহস্পতিবারও আদালতে ধাক্কা খেলেন নৌশাদ সিদ্দিকি। লেদার কমপ্লেক্স থানার মামলায় আইএসএফ বিধায়কের জামিনের আবেদন খারিজ করে ফের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। এদিকে, ধর্মতলাকাণ্ডে আরও এক আইএসএফ নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।