West Bengal News Live:ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম
West Bengal Live Updates: অনুব্রতর মেয়ে-সহ ৬ জনের কোর্টে হাজিরার নির্দেশ প্রত্যাহার হাইকোর্টের
LIVE
![West Bengal News Live:ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম West Bengal News Live:ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/0d39234a056ddc3d8d951a4ed981594c1660809641792385_original.jpg)
Background
গরুপাচারকাণ্ডের (Cow Smuggling Case) তদন্তে অনুব্রত (Anubrata Mondal)-সহ আত্মীয়দের কোটি কোটি টাকার হদিশ। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে থাকা প্রায় ১৭ কোটি ফ্রিজ করল সিবিআই।
কীভাবে অনুব্রতর অ্যাকাউন্টে টাকার ভাণ্ডার? তদন্তে সিবিআই (CBI)। আরও বেরোবে, খোঁচা বিরোধীদের। ব্যাঙ্কে টাকা তো কালো নয়, পাল্টা তৃণমূল।
টেট (TET) পাস না করেই অনুব্রত-কন্যার চাকরি! যেতেন না স্কুলে, বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার! বিস্ফোরক অভিযোগে হাইকোর্টে (High Court) মামলা। টেট পাস না করেই স্কুলে চাকরি! অভিযোগ পেয়েই অনুব্রত-কন্যা-সহ ৬ ঘনিষ্ঠকে হাইকোর্টে তলব। আজ হাজিরার নির্দেশ। টেট পাসের দাবি ঘনিষ্ঠের।
প্রভাবশালীদের সংস্থায় ঋণ হিসেবে লগ্নি করেই সাদা হত গরু পাচারের কালো টাকা! অনুব্রত-কন্যার কোম্পানিতেও ৪ কোটি টাকা ঋণ। তথ্য সিবিআইয়ের হাতে।
ফার্ম, রাইস মিল থেকে রিয়েল এস্টেট। অনুব্রতর সম্পত্তির খোঁজে সিবিআইয়ের নজরে পরপর কোম্পানি। লতিফ নিয়ে নিজাম প্যালেসে জেরা।
মণ্ডল পরিবারের নামে একাধিক কোম্পানির ব্যালান্স শিট। কোথায় কত বিনিয়োগ? অনুব্রতর অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
চাকরি চুরি বিতর্কে তৃণমূল-বিজেপিকে (BJP) একযোগে আক্রমণ সিপিএমের (CPIM)।অনুব্রতর আত্মীয় সুমিত মণ্ডল বিজেপি যুব মোর্চার সম্পাদক। ছবি পোস্ট করে দাবি সেলিমের।
নিয়োগ দুর্নীতিতে কোর্টের নজরে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দেহরক্ষীর ১০ ঘনিষ্ঠ। সিবিআইয়ের কাছে যাওয়ার নির্দেশ। কীভাবে চাকরি? প্রশ্ন হাইকোর্টের। অর্পিতার পরে এবার পার্থ। জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ইডির (ED) ম্যারাথন জেরা। এসএসসির ২ প্রাক্তন কর্তার ফের সিবিআই হেফাজত। কীভাবে হয়েছিল নিয়োগ দুর্নীতি? কোন ম্যাজিকে মাত্র ৩ দিনেই শেষ বেশিরভাগ নিয়োগ? বিস্ফোরক বাগ কমিটির সদস্য।
এসএসসির পরে এবার ২০১৪, ১৭-র টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী। আশ্বস্ত হলেও, মিলল না সবার চাকরির নিশ্চয়তা।
'নেত্রীকে চোর বললে কর্মীরা জিভ টেনে ছিঁড়ে নেবে', অনুব্রতর সুরেই এবার ভগবানগোলার তৃণমূল বিধায়কের হুঙ্কার।
বিজেপি সংসদীয় বোর্ড থেকে বাদ নিতিন, শিবরাজ! এ বারও ঠাঁই হল না যোগীর। দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটিতে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
নোটকাণ্ডে ঝাড়খণ্ডের (Jharkhand) ৩ সাসপেন্ডেড বিধায়ক-সহ ৫জনের জামিন। থাকতে হবে কলকাতাতেই (Kolkata)। সপ্তাহে একদিন আইও-র কাছে হাজিরার নির্দেশ।
শাসনে রাজ্য পুলিশের এসটিএফের (STF) জালে ২ সন্দেহভাজন আল-কায়দা জঙ্গি। ইউএপিএ (UAPA) ধারায় মামলা। ধৃতদের জেরা করে ১৭জনের নাম পাওয়ার দাবি।
মোহনবাগানের পর ইস্টবেঙ্গল, মহমেডানের উন্নয়নেও ৫০ লক্ষ টাকা অনুদান। রাজ্যে তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
West Bengal Live News:ডেঙ্গি সংত্রমণের তথ্য তুলে ধরে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন
ডেঙ্গি সংত্রমণের তথ্য তুলে ধরে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। আজ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকেই জানানো হয়, ২ সপ্তাহের ডেঙ্গি সংক্রমণের তথ্য উদ্বেগের।
WB News Live: রাজ্যপালের নতুন প্রধান সচিব হচ্ছেন IAS অফিসার নন্দিনী চক্রবর্তী
পশ্চিমবঙ্গের রাজ্যপালের নতুন প্রধান সচিব হচ্ছেন IAS অফিসার নন্দিনী চক্রবর্তী। যিনি এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে সচিবের দায়িত্ব সামলেছেন।
West Bengal Live News: হাওড়া স্টেশনে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত
এবার হাওড়া স্টেশনে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত! কালো ব্যাগ পিঠে ২ যুবকের গতিবিধি নিয়ে সন্দেহ আরপিএফের, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের কাছে লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত।
WB News Live: ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম হাজরা
গ্রেফতার অনুব্রত, ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম হাজরা। ‘বীরভূমে জমি তৈরি, তাও আমি থাকার সময় কোনও আন্দোলন নয় কেন?’, প্রশ্ন তাঁর।
West Bengal Live News: দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু স্কুল ছাত্রের
দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া সদর থানার নন্দীগ্রামের দ্বারকেশ্বর নদের ঘাটে এই ঘটনা ঘটে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)