West Bengal News Live Updates: এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা
West Bengal Live Updates: বনগাঁয় পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডে অশান্তি। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। কলকাতার পর এবার এই লেখা ফ্লেক্স দেখা গেল জেলাতেও। মালদার (Malda) চাঁচলের (Chanchol) দু’ জায়গায় টাঙানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) ছবি দেওয়া ফ্লেক্স। তৃণমূলের (TMC) মধ্যে বিভেদের অভিযোগ তুলে কটাক্ষ করেছে বিরোধীরা। ষড়যন্ত্র দেখছে রাজ্যের শাসকদল।
CBI-এর ভয় দেখিয়ে মমতাকে রোখা যাবে না। নিউ মার্কেট চত্বরে তৃণমূলের নামে দেখা গেল এই হোর্ডিং। তাতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছবি আছে, ফিরহাদ হাকিম, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যদিও তাঁদের কেউ হোর্ডিং নিয়ে মন্তব্য করতে চাননি।
নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিরোধী দলের নেতাদের ওপর দায় চাপিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। গরুপাচার নিয়ে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। যে রাজ্যগুলি থেকে গরু আসছে, সেখানে তদন্ত নয় কেন? প্রশ্ন ফিরহাদ হাকিমের। পাল্টা উত্তর দিয়েছে বিজেপি।
চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করলেন আইনজীবী ও বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি। যে ট্রাস্টগুলির বিরুদ্ধে অভিযোগ, তার কর্ণধার এই সব অভিযোগ অস্বীকার করেছেন। জবাব দিয়েছে তৃণমূলও।
নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিরোধী দলের নেতাদের ওপর দায় চাপিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, বললেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।
ক্যানিংয়ের পর এবার বাসন্তী। এবার খুন হলেন এক তৃণমূল কর্মী। বল্লম গেঁথে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুন করেছে যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দাবি নিহতের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও এই অভিযোগ মানতে নারাজ যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
WB Live News Updates : হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণ বিলিতে দুর্নীতিতে অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারির দাবিতে পথে নামল বিজেপি
মালদার হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণ বিলিতে দুর্নীতিতে অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারির দাবিতে পথে নামল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি, পাল্টা দাবি করেছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি।
WB Live News Updates : কোচবিহারে পদ থেকে বাদ পড়া একাধিক তৃণমূল নেতা ক্ষুব্ধ
কোচবিহারের ২২টি ব্লকে তৃণমূল, যুব তৃণমূল ও INTTUC-র সভাপতি ও সহ সভাপতি পদে রদবদলের জের। ক্ষোভ ঝরে পড়ছে, পদ থেকে বাদ পড়া একাধিক তৃণমূল নেতার গলায়। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
West Bengal News Live Updates: প্রোমোটিং বিবাদে বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি !
প্রোমোটিং বিবাদে বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি ! প্রোমোটিং বিবাদে নারকেলডাঙায় হামলার শিকার গোটা পরিবার। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি অন্তঃসত্ত্বা। শরিকি জমিতে প্রোমোটিং করতে না দেওয়ায় অন্তঃসত্ত্বার স্বামী-শ্বশুরকে ‘মারধর’। নারকেলডাঙায় গৃহকর্তাকে মারধর, বাড়ি ভাঙচুর। থানায় গেলে অন্তঃসত্ত্বার স্বামী-শ্বশুরকেই গ্রেফতারের অভিযোগ। ‘তৃণমূল বিধায়ক পরেশ পাল ও স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ প্রোমোটার’। ‘তৃণমূল বিধায়ক পরেশ পাল ডাকলেও না যাওয়ায় বাড়িতে ঢুকে মারধর’। লোকজন পাঠিয়ে বাড়িতে হামলা চালায় প্রোমোটার, অভিযোগ আক্রান্ত পরিবারের।
WB Live News Updates : কাল স্পেশাল টাস্ক ফোর্সের ADG জ্ঞানবন্ত সিং-কে তলব ইডি-র
কয়লাকাণ্ডে রাজ্যের ৮ IPS অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির সদর দফতরে তলব ইডি-র। কাল তলব স্পেশাল টাস্ক ফোর্সের ADG জ্ঞানবন্ত সিং-কে।
West Bengal News Live Updates: শুভেন্দু গড় নন্দীগ্রামে সমবায় ভোটে খাতাই খুলতে ব্যর্থ হল বিজেপি
শুভেন্দু গড় নন্দীগ্রামে সমবায় ভোটে খাতাই খুলতে ব্যর্থ হল বিজেপি। ৫২টি আসনের মধ্যে ৫১টিই দখলে নিল তৃণমূল। একটিতে জয়ী হয়েছে বামেরা। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ বিজেপি। তৃণমূল-বিজেপি সেটিংয়ের জন্য এই ফলাফল, কটাক্ষ করেছে বাম নেতৃত্ব।