(Source: Poll of Polls)
West Bengal News Live Updates:বসিরহাটের যুবতীকে গণধর্ষণের অভিযোগ
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
টেট দুর্নীতিতে খোঁজ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির। বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় লুক আউট নোটিস সিবিআইয়ের (CBI)। ছবি দিয়ে তথ্য বিমানবন্দরে। লুক আউট নোটিসের মধ্যেই খোঁজ মিলল মানিকের।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে সুবীরেশ। কলকাতায় ফিরতেই বাঁশদ্রোণীর সিল করা ফ্ল্যাটে রাত ১ টা পর্যন্ত ম্যারাথন তল্লাশি। নিয়োগ দুর্নীতির দায় এড়ালেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান (SSC Chairman)।
ছোটু নামে মিডলম্যান প্রদীপের নম্বর সেভ ছিল ধৃত এসপি সিন্হার ফোনে! মেলে মিলেছে অনেক অযোগ্য প্রার্থীর নাম। দাবি সিবিআইয়ের।
শিক্ষা-স্বাস্থ্য-দমকলের পর তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কেও নিয়োগে দুর্নীতি? সমবায় ব্যাঙ্কে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।
সমবায়মন্ত্রীর ঘনিষ্ঠের বোন থেকে তৃণমূল নেতা, ব্যাঙ্ক কর্তা। মেধা তালিকায় না থেকেও ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।
অনুব্রতকে জামিন না দিলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি। ভিন রাজ্যে মামলা সরানোর আবেদন আইনজীবীদের একাংশের। দেশের প্রধান বিচারপতিকে চিঠি।
তৃণমূলের ১৯-র পাল্টা বিরোধীদের ২৪! সম্পত্তি বৃদ্ধির মামলায় এবার রাজনাথ-স্মৃতি-নাড্ডাদের নাম জড়িয়ে হাইকোর্টে মামলা। হিসেব তলবের আর্জি।
শিশির-শুভেন্দুর সঙ্গে সেলিম-সুজন-মান্নান। ২৪ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধির নিয়ে হাইকোর্টে নতুন মামলা। তদন্ত হলে হোক, চ্যালেঞ্জ বিজেপির।
দ্রুত নিষ্পত্তি হোক বকেয়া মামলা। নব মহাকরণে বিচারপতিদের উপস্থিতিতে আবেদন মুখ্যমন্ত্রীর।
২ দিন ধরে তৃণমূলের কোনও বৈঠকে নেই কুণাল ঘোষ (Kunal Ghosh)। পার্থ-অনুব্রত প্রসঙ্গে মনোভাব নিয়ে ব্যক্তি ও দলের মুখপাত্রের মধ্যে সংঘাত। দাবি কুণাল ঘনিষ্ঠ মহল সূত্রে।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে শাসক প্রার্থী তালিকায় বাদ নির্মল মাজি, শান্তনু সেনের নাম। নতুনদের জায়গা, দাবি অ্যাড হক কমিটির চেয়ারম্যানের।
পুলিশি হেফাজতে রহস্যমৃত্যু। পিটিয়ে মারার অভিযোগে গল্ফ গ্রিন থানার সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারা যুক্ত।
পুজো কমিটিগুলিকে অনুদান ও বিদ্যুত্ বিলে ছাড়। চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের। আজ শুনানির সম্ভাবনা।
এআইএফএফ (AIFF) নির্বাচনে নয়া মোড়। সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া। এলেন অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থা থেকে। সমর্থন এল রাজস্থান থেকে।
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে বিশেষ পুজো, ভোগের আয়োজন, সন্ধ্যায় আরতি।
WB Live News: শিলিগুড়িতে সিপিএমের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার
শিলিগুড়িতে সিপিএমের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সংঘর্ষে জড়ালেন বাম নেতাকর্মীরা। প্রতিশ্রুতি দিয়েও পালন করেনি তৃণমূল পরিচালিত পুরসভা, অভিযোগ সিপিএমের। অস্বিত্বহীন হয়ে পড়েছে বামেরা, তাই এসব করেছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের।
West Bengal Live News: টিউবওয়েল বসাতেও কাটমানি? এমনই অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়
টিউবওয়েল বসাতেও কাটমানি? এমনই অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। ফলকে প্রায় ২ লক্ষ টাকা বরাদ্দর কথা উল্লেখ থাকলেও, তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ ও বিজেপি। যদিও তা মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
WB Live News: সিবিআইয়ের লুকআউট নোটিস জারির পর কী প্রতিক্রিয়া মানিক ভট্টাচার্যের?
যাদবপুরের ফ্ল্যাটেই আছি। সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছি, আগামীতেও করব। সিবিআইয়ের লুকআউট নোটিস জারির পর প্রতিক্রিয়া মানিক ভট্টাচার্যের।
West Bengal Live News: বসিরহাটের যুবতীকে গণধর্ষণের অভিযোগ
বসিরহাটের যুবতীকে গণধর্ষণের অভিযোগ। বাগদা সীমান্তের জিতপুরে যুবতীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের ২ জওয়ান। ধৃতদের নাম এস পি চেরো ও আলতাব হোসেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল পুলিশ।
WB Live News: ট্রেনযাত্রাকে আরও নির্বিঘ্ন ও সময়োপযোগী করার লক্ষ্যে ভোল বদলাচ্ছে হাওড়া স্টেশন
ট্রেনযাত্রাকে আরও নির্বিঘ্ন ও সময়োপযোগী করার লক্ষ্যে ভোল বদলাচ্ছে হাওড়া স্টেশন। প্ল্যাটফর্ম ও লাইন সংস্কারের জন্য ভেঙে ফেলা হচ্ছে প্রায় ৯০ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ। তৈরি হচ্ছে নতুন ঝুলন্ত সেতু।