West Bengal News Live Updates: ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম, আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে
WB News Live: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭ (Panchayat Elections 2023)। সাগরদিঘিতে আক্রান্ত কংগ্রেস কর্মীর মৃত্যু। জোড়া খুন মালদায়। রতুয়ায় কংগ্রেস, চাঁচলে খুন তৃণমূল কর্মী (TMC)।
ভোট-হিংসায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerje)। তাঁর দাবি, ১৯ জনের মৃত্যু হয়েছে। ওটা তৃণমূলের তৈরি তালিকা বলে পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
ভোট শেষেও ভয়ে ভাঙড়। গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। মৃত্যু ২ আইএসএফ কর্মীর। মৃত্যু ১ গ্রামবাসীরও। গুলিবিদ্ধ বারুইপুর অ্যাডিশনাল এসপি হেড কোয়ার্টার। আহত দেহরক্ষীও।
গণনাপর্বেও ভয়ঙ্কর ভাঙড়ে মৃত্যু। তদন্তে সিআইডি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কী করে এই ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন।
ভাঙড়-তদন্তে সিআইডি
পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস। রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হিঙ্গলগঞ্জে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা। ওটা বিজেপির প্রোটেকশন টিম, পাল্টা মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল। এবার সরব শোভনদেব। বললেন, "আমার ভাল লাগছে না। জোর করে জিতে কী লাভ?" যদিও কুণালের বক্তব্য, "এগুলো বিজেপি করছে।"
ভোট শেষেও বিরামহীন অশান্তি। রানাঘাটের রামনগরে নির্দল প্রার্থীর বাড়িতে গুলি চালানোর অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা।
রক্তঝরা পঞ্চায়েত নির্বাচন। ফল ঘোষণার পরেও অশান্তি, রাজ্য নিরাপত্তা না দিতে পারলে উদ্বেগের। মন্তব্য হাইকোর্টের। কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ।
পঞ্চায়েতে সবুজ ঝড়, ২০টি জেলা পরিষদই তৃণমূলের। তিন স্তরে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫১ শতাংশ। বহু পিছনে বিরোধীরা। বিজেপি ২৩, বাম ১৩, কংগ্রেসের প্রাপ্তি ৬ শতাংশ।
কালনার পর কাটোয়া। তৃণমূলে যোগ দিলেন আরও ৩ জয়ী সিপিএম প্রার্থী। বিজেপির টিকিটে জিতেই শাসক দলে বাঁকুড়ার ১ প্রার্থী।
পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ আপাতত হাইকোর্টের হাতে। শুভেনদুর মামলায় পর্যবেক্ষণ আদালতের। কীসের ভিত্তিতে পুনর্নির্বাচনের বুথের সংখ্য়া নির্ধারণ? প্রশ্ন হাইকোর্টের।
কীভাবে বাইরে ব্যালট? কৈফিয়ত চেয়ে আজ জাঙ্গিপাড়ার পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব বিচারপতি অমৃতা সিন্হার। আনতে হবে গণনাকেন্দ্রের সব সিসিটিভি ফুটেজ।
ভোট মিটতেই কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব ইডি-র। চলতি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। আগে দু'বার ডাকলেও ভোটে ব্যস্ত বলে যাননি আইনমন্ত্রী।
WB Live News Updates: পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকে গণনাকেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার, চাঞ্চল্য
পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকে গণনাকেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার। ভোটের ফল ঘোষণার পর প্রকাশ্যে ব্যালট ছড়িয়ে থাকায় চাঞ্চল্য। সাঁতুড়িতে সবক্ষেত্রেই নিরঙ্কুশ জয়লাভ করেছে তৃণমূল। ভোটে কারচুপি করেই জয়লাভ করেছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের।
WB News Live: ভোট গণনাকে কেন্দ্র করে ভাঙড়ের কাঁঠালিয়ায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
ভোট গণনাকে কেন্দ্র করে ভাঙড়ের কাঁঠালিয়ায় একদিনে ৩ জনের প্রাণহানির ২ দিন পর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সঙ্গে কাশীপুর থানার পুলিশ। গোটা এলাকা শুনশান। গতকাল থেকেই কাশীপুর ও ভাঙড় থানা এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। গতকালের পর আজও কাঁঠালিয়া বাজারে দোকানপাট বন্ধ। রাস্তায় লোকজন কম। আতঙ্কে ঘর থেকেই বেরোতে চাইছেন না স্থানীয় বাসিন্দারা।
WB Live News Updates: রাজ্যে স্নাতকোত্তরে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ সরকারের
রাজ্যে স্নাতকোত্তরে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ সরকারের। সশরীরে হাজিরা নয়, ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। মেধাতালিকা প্রকাশ ৩১ অগাস্ট, ভর্তির অনলাইন পোর্টাল খুলবে ১ সেপ্টেম্বর। অনলাইনে পোর্টালে আবেদন জানানো যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেধা তালিকা প্রকাশ ২০ সেপ্টেম্বর, প্রথম সিমেস্টারের ক্লাস শুরু ৩ অক্টোবর।
WB News Live: হাওড়ার নলপুরে ভোটের ৫ দিন পরে ঝোপ থেকে উদ্ধার ভোটিং স্ট্যাম্প
হাওড়ার নলপুরে ভোটের ৫ দিন পরে ঝোপ থেকে উদ্ধার ভোটিং স্ট্যাম্প। হাওড়ার নলপুর পঞ্চায়েত এলাকার বেটিয়ারি এলাকায় ঝোপের মধ্য থেকে উদ্ধার ব্যালটে ছাপ দেওয়ার স্ট্যাম্প। নলপুর বুথে অবিলম্বে পুনরায় ভোটের দাবি স্থানীয়দের। স্ট্যাম্প উদ্ধার করল পুলিশ।
WB Live News Updates: বারাসাতে পরাজিত তিন বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
বারাসাত ১ নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরাজিত তিন বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একই এলাকায় তিন বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বড় বড় ইট, পাথর ছোড়া হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন, এই তিন পরাজিত প্রার্থীর বাড়িতে যান বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।