West Bengal News Live Updates: কয়েক মিনিটের ঝড়ে তোলপাড় তিলোত্তমা, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্য়াহত ট্রেন চলাচল
WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
রায়নায় অভিষেকের (Abhishek Banerjee) কাছে রাস্তা-পানীয় জল-বার্ধক্যভাতা না মেলার অভিযোগ স্থানীয়দের, অভিযোগ শুনলেন অভিষেক।
রায়নায় নৈনান গ্রামে কেন দাঁড় করানো হল অভিষেককে ? প্রশ্ন তুলে নিজেদের মধ্যেই বচসায় জড়ালেন তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। একে অপরকে তাড়া।
জামালপুরে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালটে ভোটাভুটিতে ছাপ্পার অভিযোগ। বালি খাদান মালিককে নেতা বানিয়ে ভোট লুঠ, দাবি প্রাক্তন ব্লক সভাপতির। অস্বীকার বর্তমান ব্লক সভাপতির।
দল বড়, গোষ্ঠী থাকতে পারে। বুথ সভাপতির নির্বাচিত প্রার্থীকেই জেতাবে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার অভিষেকের। এটাই কি স্বচ্ছভাবে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন? কটাক্ষ অগ্নিমিত্রার।
জলপাইগুড়ির (Jalpaiguri) পর কালিয়াগঞ্জ। অ্যামবুল্যান্স ভাড়ার টাকা না দিতে পারায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (Medical College) থেকে ৫ মাসের শিশুর মৃতদেহ ব্যাগে নিয়ে ২০০ কিলোমিটার পাড়ি বাবার।
এইজন্যই কী স্বাস্থ্যসাথী? দুর্ভাগ্যবশত এটাই এগিয়ে বাংলা মডেল। রাজ্যকে নিশানা শুভেন্দুর (Suvendu Adhikari)। কনভয় দুর্ঘটনা নিয়ে তো একবারও আফশোস প্রকাশ করেননি, পাল্টা শান্তনু।
২০১৬-র প্রাথমিকে নিয়োগে (Primary Teacher Recruitment Scam) ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। কেউ বলেছেন অ্যাপ্টিটিউড টেস্ট হয়নি, কেউ বলেছেন জানিই না। উল্লেখ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশনামাতে।
সিবিআই (CBI) স্ক্যানারে 'কালীঘাটের কাকু'র মোবাইল। ফোনেই লুকিয়ে নিয়োগ দুর্নীতির তথ্য? সুজয় ভদ্র ও তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারের ফোনের ফরেন্সিক পরীক্ষা।
২০২১-এ দুর্নীতিবাজদের দলের দায়িত্ব, আগামী নির্বাচনে বাইরে রাখতে হবে। নইলে তৃণমূল বিরোধী ভোট যাবে বামেদের (Left) দিকে। কর্ণাটক-ফল তুলে ধরে বিজেপিকে (BJP) সতর্ক করলেন তথাগত রায়।
WB News Live: ভরদুপুরে বিকাশ ভবনের কার্নিস থেকে ভেঙে পড়ল চাঙড়! মাথা ফাটল একজনের
ভরদুপুরে বিকাশ ভবনের কার্নিস থেকে ভেঙে পড়ল চাঙড়! মাথা ফাটল একজনের। ক্ষতিগ্রস্ত দমকলের প্রিন্সিপাল সেক্রেটারির গাড়ি।
West Bengal Live News: রাজ্যে উপাচার্য নিয়োগে এবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি
রাজ্যে উপাচার্য নিয়োগে এবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই বাদ! ৫ সদস্যের কমিটিতে উচ্চ শিক্ষা দফতর, সংসদের প্রতিনিধি। এল অর্ডিন্যান্স।
WB News Live: মহার্ঘ ভাতার দাবিতে বন্ধ, সামিল হলে কর্মজীবনে ছেদের সরকারি বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন হাইকোর্টের
মহার্ঘ ভাতার দাবিতে বন্ধ, সামিল হলে কর্মজীবনে ছেদের সরকারি বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন হাইকোর্টের। মামলাকারী শিক্ষকের বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ।
West Bengal Live News: ঝড়ে ভিক্টোরিয়ার সামনে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি
ঝড়ে ভিক্টোরিয়ার সামনে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। কলকাতার বহু জায়গায় যানজট। ভাতারে থমকে গেল অভিষেকের কনভয়, সভা বাতিল।
WB News Live: গাড়ি না মেলায় ব্যাগে ৫ মাসের শিশুর দেহ ভরে বাসে ফিরলেন বাবা!
জলপাইগুড়ির পর এবার লজ্জার ছবি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে
গাড়ি না মেলায় ব্যাগে ৫ মাসের শিশুর দেহ ভরে বাসে ফিরলেন বাবা!