West Bengal News Live Updates: কৃষিভবন থেকে প্রথমে আটক, এরপর পুলিশ লাইন থেকে বেরলেন অভিষেক-সহ নেতারা
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১) রাজঘাটে তৃণমূলের (TMC) ধর্না ঘিরে বেনজির বিশৃঙ্খলা। সাংবাদিক বৈঠক শেষের আগেই বচসা, ধাক্কাধাক্কি। লাঠি উঁচিয়ে তেড়ে গেল দিল্লির পুলিশ (TMC Delhi Protests)।
২) অভিষেকের (Abhishek Banerjee) সাংবাদিক বৈঠকের মাঝপথে হঠাৎ রাজঘাটে হুইসল বাজিয়ে ঢুকল দিল্লি পুলিশ (Delhi Police)। তৃণমূলের (TMC) দাবি, বিজেপি (BJP) ভয় পেয়েছে। তাই পুলিশ দিয়ে সভা ভণ্ডুলের চেষ্টা। পাল্টা পুলিশের দাবি, সময় শেষ হয়ে গিয়েছিল।
৩) তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে।" এর পাল্টা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, "ছুঁচো মেরে কেউ হাত গন্ধ করে নাকি!"
৪) রাজঘাটে পুলিশের তাড়ায় জুতো হারলেন সুজিত! ফোন হারালেন শান্তনু, শতাব্দী। শান্তির প্রতীকের সমাধিস্থলেও অশান্তি! অরূপের পায়ে চোট। পথ হারালেন গোলাম রব্বানি।
৫) ভুয়ো জব কার্ড বানিয়ে হাজার কোটির দুর্নীতির অভিযোগ। সিবিআই তদন্তের হুঁশিয়ারি গিরিরাজের। কোর্টের নজরদারিতে হলে আগেই নিজেই গ্রেফতার, পাল্টা অভিষেক।
৬) ৫০জনকে আটকাতে ৫০ হাজার পুলিশ নামানোর অভিযোগ অভিষেকের। যন্তরমন্তরে ধর্নার আগে মোদি-শাহকে হুঁশিয়ারি।
৭) রাস্তা, পুকুর থেকে নদী বাঁধ। ১০০দিনের কাজের নামে বাংলায় বেলাগাম দুর্নীতির অভিযোগ বিজেপির। বলল, দুর্নীতির কাটমানি কাদের কাছে....মমতাকে জবাব দিতে হবে।
৮) বকেয়ার দাবিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দরবারে তৃণমূল। তার আগেই দুর্নীতির খতিয়ান নিয়ে দেখা করছেন শুভেন্দু।
৯) বকেয়ার দাবিতে দিল্লিতে তৃণমূল। পাল্টা বাংলায় দুর্নীতির অভিযোগে বিধানসভায় বিজেপির বিক্ষোভ। মেয়ো রোডে অবস্থান।
১০) নিয়োগ দুর্নীতির তদন্তে আজ কলকাতায় অভিষেককে ইডির সমন। জবাব পেয়ে যাবে, জানিয়ে দিলেন অভিষেক। কিছু না করলে এত ভয় কিসের? পাল্টা কটাক্ষ অনুরাগের।
১১) সুকান্তের দাবি, মমতা শুধু নামেই রয়ে গিয়েছেন, সরকার চালাচ্ছেন অভিষেক। মোদি যেমন নামেই, সরকার চালান শাহ, পাল্টা জবাব অভিষেকের।
১২) রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত। আক্রান্তদের সাহায্য়ের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের একমাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের। খবর রাজভবন সূত্রে।
১৩) ইডির নজরে বোলপুরে তৃণমূলের পার্টি অফিস। ৩-৪ কোটির উৎস কী? কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলর, পুরসভার ইঞ্জিনিয়ার-সহ ৩জনকে দিল্লিতে তলব।
১৪) পুর নিয়োগ দুর্নীতিতে নজরে প্রায় দেড় হাজার চাকরি। ২০১৪ থেকে ১৮-র মধ্যে হওয়া নিয়োগ প্রক্রিয়ায় কী ভূমিকা ছিল অয়ন শীলের সংস্থার? জানতে চায় ইডি।
১৫) কোভিড টিকা নিয়ে গবেষণার সাফল্য। মেডিসিনে নোবেল পেলেন কাতালিন কারিকো এবং ড্রু ওয়াইসম্যান। ভ্যাকসিন তৈরিতে সাহায্য়ের স্বীকৃতি।
১৬) বঞ্চনা ইস্যুতে আজ যন্তর মন্তরে তৃণমূলের অবস্থান। কলকাতায় ED-র কাছে হাজিরা নয়, দিল্লিতেই বোঝালেন অভিষেক। 'আইনের হাত অনেক লম্বা', হুঁশিয়ারি অনুরাগের।
১৭) 'কিছুই হবে না অভিষেকের', সেটিং-তত্ত্বে অনড় সিপিএম-কংগ্রেস। বাংলায় ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে এবার কি CBI?
১৮) তৃণমূলের বঞ্চনা বনাম বিজেপির দুর্নীতি ইস্যুতে সরগরম দিল্লি। আজ গ্রামোন্নয়ন মন্ত্রকে শুভেন্দু, তারপর যাবে তৃণমূল।
West Bengal News LIVE Updates: '৫ অক্টোবর রাজভবন চলো ডাক অভিষেকের
দিল্লির মাটি থেকেই অভিষেক বলেন, '৫ অক্টোবর রাজভবন চলো ডাক দিলাম। রাজ্যপালকে এই ঘটনার জন্য কেন্দ্রকে চিঠি দিতে। চিঠির জবাব চাই। ৩টের সময় এক লক্ষ লোক নিয়ে রাজভবন যাবে। যেভাবে রাজ্যে বদল এনেছিলাম, এবার কেন্দ্রে বদল আনব'।
Abhishek Banerjee: কৃষিভবন থেকে প্রথমে আটক, এরপর পুলিশ লাইন থেকে বেরলেন অভিষেক-সহ নেতারা
কৃষিভবন থেকে প্রথমে আটক, এরপর পুলিশ লাইন থেকে বেরলেন অভিষেক-সহ নেতারা
West Bengal News LIVE Updates: দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা
দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা। প্রতিবাদে বাংলায় জেলায় জেলায় বিক্ষোভ।
West Bengal News LIVE Updates: বঙ্গ বিজেপির দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ
দিল্লিতে অভিষেক সহ নেতাদের আটক, প্রতিবাদে বঙ্গ বিজেপির দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ
Abhishek Banerjee: দিল্লিতে 'আটক' অভিষেক, ওঠানো হল বাসে
দিল্লিতে 'আটক' অভিষেক, ওঠানো হল বাসে। জোর করে কৃষিভবন থেকে বের করে বাসে তুলে দিল পুলিশ