West Bengal News Live: হাওড়া স্টেশনে বাজেয়াপ্ত বিপুল রুপো
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
মোমিনপুরকাণ্ডে পুলিশ কমিশনারের নেতৃত্বে সিট গঠন। রাজ্যের রিপোর্ট ও মামলার গুরুত্ব বুঝে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, জানাল হাইকোর্ট (Calcutta High Court)।
মোমিনপুরকাণ্ডে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, জানাল হাইকোর্ট। পরিস্থিতি ঠিক আছে, এখনও পর্যন্ত গ্রেফতার ৪৫। জানালেন পুলিশ কমিশনার।
কেন্দ্র এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেবে, আশা শুভেন্দুর। সব বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ ঠিক কিনা জানি না। হাইকোর্টের নির্দেশে সিট গঠন হবে, প্রতিক্রিয়া সৌগতর।
সাদা খাতা জমা দিয়ে টাকায় চাকরি। নিয়োগ দুর্নীতি মামলায় সাদা খাতার একাংশ এবিপি আনন্দর হাতে। গাজিয়াবাদ থেকে উদ্ধার ওএমআর সিট হাইকোর্টে জমা দেয় সিবিআই।
ইডির গ্রেফতারির পর সুপ্রিম কোর্টেও (Supreme Court) অস্বস্তিতে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ইডি হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে।
চাকরি বিক্রির অন্যতম মূল মাথা মানিক। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়ি থেকে উদ্ধার নথিতে মিলেছে টাকা নয়ছয়ের প্রমাণ, দাবি ইডির।
West Bengal News Live: মানিক ভট্টাচার্যর আমলে ক’জনের ঘুষ দিয়ে চাকরি? তালিকা তৈরির চেষ্টা ইডির
নিয়োগ দুর্নীতি মামলায়, মানিক ভট্টাচার্যর আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তার তালিকা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে ইডি সূত্রে দাবি। সন্ধান চলছে মিডলম্যানদেরও। সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে।
WB News Live Updates: হাওড়া স্টেশনে ২০ লক্ষ টাকারও বেশি রুপো বাজেয়াপ্ত
এবার হাওড়া স্টেশনে ২০ লক্ষ টাকারও বেশি রুপো বাজেয়াপ্ত। বোলপুরের এক বাসিন্দার কাছ থেকে ৩৫ কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত। কোথা থেকে কী উদ্দেশ্যে এত রুপো? জবাব না মেলায় গ্রেফতার, দাবি রেল পুলিশের।
West Bengal News Live: যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত উত্তরপাড়া
যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত উত্তরপাড়া। ‘দশমীর রাতে রোহিত ঝা নামে এক যুবকের উপর হামলা। মত্ত অবস্থায় হামলা হয় বলে অভিযোগ, গত পরশু কলকাতায় রোহিতের মৃত্যু হয়। কলকাতা থেকে উত্তরপাড়ায় দেহ ফিরতেই স্থানীয়দের বিক্ষোভ। সব অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে উত্তরপাড়ায় বিক্ষোভ।
WB News Live Updates: প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ, ৩ প্রাক্তন কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ
প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ, ৩ প্রাক্তন কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ। ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৩জনকে পুলিশের জিজ্ঞাসাবাদ। হলদিয়ার প্রাক্তন পুরপ্রধানের শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ। হলদিয়া পুরসভায় কয়েক কোটি টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগ। দিল্লিতে লুকিয়ে প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদক, দাবি হলদিয়া পুলিশের। দিল্লি পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ হলদিয়া পুলিশের। তৃণমূলে থাকলেই সব দোষ মাফ, পাল্টা অভিযোগ বিজেপির।
West Bengal News Live: বগটুই হত্যাকাণ্ডে আরও একজন গ্রেফতার সিবিআই-এর হাতে
রামপুরহাটে বগটুই হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বুলু শেখ ওরফে ডলার নামে আরও এক অভিযুক্ত গ্রেফতার। ‘বাড়িতে আগুন লাগানোর জন্য পাম্প থেকে পেট্রোল এনেছিল বুলু শেখ’, গ্রেফতারের পর দাবি সিবিআইয়ের।